![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
হাওয়া এলে তুমি টেনে রেখ গোপন সব স্পর্শ মালা।
বহু পথে হাটে মন রাস্তা,
কখনও ট্রাফিক বাতি, কখনও বা উড়াল নদী।
নদীতে কোন পাপ জমে না,
স্রোতধারা।
প্রেম বা নদী দৃশ্যমান কিন্তু বহুরূপী ।
যে পথ মুছে গেছে পৌরসভার হোল্ডিং নম্বরে,
যে ছায়ায় হাটা হয়না ভেোটের ব্যালটে
যে গোধূলী অচেনা হয়েছে –
চলে গেছে বহু পথ বা জৈবিক সময়,
কখনও লেগে থাকে উড়াল নদী উড়ে গেলে।
হাওয়া এলে তুমি সামলে রেখ গোপন যত ছায়া কাব্য।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০
জহিরুলহকবাপি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৪
বাড্ডা ঢাকা বলেছেন: দারুন ভালো লেখা