![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বালিকার খোপায় গোজা আছে সূর্য,
বালকের জন্য অপেক্ষা করে আছে নদী
তারা দুজনেই এক সাথে
নদীর দিকে গেলে, সেখানে অন্ধকার
ও স্থিরতা
স্রোতেরা আবার চলতে পারে সঙ্গমের খোজে।
বালিকার পিঠে আকা আছে পৃথিবীর ভবিষ্যৎ
বালকের হাতের মুঠোয় সুতীব্র
লাল,নীল,সাদা,সবুজ বাতাস
তারা দু’জনে এক সাথে
মাঠের পাশে দাড়ালে, যেখানে কিষানী
সঙ্গমহীন
সেখানে বরষা ধারায় কিষানী হতে পারেন ফলবতী।
বালকের এলোমেলো চুলে সুগঠিত বাউন্ডেলে
বালিকার স্তন পাশবিক সুন্দর
চুলের বাতাসেরা বাড়ি খায় সেখানে
তারা দু’জনে এক সাথে
জীবনের জমিনে দাড়ালে, যেখানে ভুল ব্যাকরণ
অপিয়াম রঙ্গিন
সেখানে জম্ম হতে পারে নান্দনিক কোন দর্শনের।
তারা যদিও এক সাথে থাকে
বালক ও বালিকা,
তথাপি তার কৃষ্ঞগহ্বরে আলো খোজে-
তারা ঘুমের জন্য অন্ধকার খোজে
ভিন্ন ভিন্ন বইতে,
যদিও তাদের হাত পরষ্পরে ধরা ।
তবুও তারা এক সাথে কোথাও যেতে পারে না।
(30.1.2015)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১
জহিরুলহকবাপি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৮
এস এম তৌহিদ বলেছেন: অনেক দিন পরে ব্লগে লগ ইন করলাম,আর সাথে সাথেই সুন্দর একটা কবিতা, ধন্যবাদ।