নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

সঙ্গমের সুতীব্র কামনায় মানুষ মানবিক ট্রিগার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৭

যুদ্ধের কালে
যখন বেয়নেটে চোখ, উত্প্ত দুপুর, ঘাসেরা দুলে দুলে উঠে
ফড়িং-এরাও লুকিয়ে যায়,
যেমন লুকায় কিশোরী কুমারিত্ব, জননীর জীবন
অথবা
খিটমিটে দাদী বুড়ির একাকি পানের বাটা-
শত্রুর ছায়া কায়া খোজে শকুন চোখ, অস্থির ট্রিাগার, শান্ত হাত
তখনও আমার সঙ্গমের ইচ্ছে কমে না!
সুতীব্র আমন্ত্রণে প্রেমিকার ঠোট, উষ্ঞ আশ্রয়,
গোপন দুপুরে অলস প্রশয় ডাকতে থাকে, আয় আয়-

মেঘেরা উদার হলে কোথাও কোথাও
মাথা তোলা বিটপী মরে যায়
হাটু, কনুই বা শরীরের চাপে-
ঝরে ঝরে পড়া বৃষ্টিরা উল্লাস করে নরম কাদা ও মাটির শরীরে
বেয়ানেটে চোখ,
শীত শীত, নদী বা সবুজেরা হয় জলবতী
মৃতবন্ধু, অবসরের বন্দুক তবুও সুতীব্র জিঘাংসা
তখনও আমার স্পর্শের ইচ্ছে কমে না
নয়নিভিরাম স্তন বা স্খির আশ্রয়
নি:শর্র্ত সন্ধ্যা সজীবতায় ডাকতে থাকে আয় আয়-

কোন কোন রাতে ব্যাঙেরা ঘুমালে ঘুম গাড় হয়
তখন অবিরত স্পর্র্শ বা সঙ্গমের ইচ্ছে
জীবন থেকে জীবন চলমান,
শান্ত দিঘীর পাড় অথবা ট্রাফিক ব্যাস্ততা
সঙ্গমের সুতীব্র কামনায় মানুষ মানবিক ট্রিগার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.