![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
যুদ্ধের কালে
যখন বেয়নেটে চোখ, উত্প্ত দুপুর, ঘাসেরা দুলে দুলে উঠে
ফড়িং-এরাও লুকিয়ে যায়,
যেমন লুকায় কিশোরী কুমারিত্ব, জননীর জীবন
অথবা
খিটমিটে দাদী বুড়ির একাকি পানের বাটা-
শত্রুর ছায়া কায়া খোজে শকুন চোখ, অস্থির ট্রিাগার, শান্ত হাত
তখনও আমার সঙ্গমের ইচ্ছে কমে না!
সুতীব্র আমন্ত্রণে প্রেমিকার ঠোট, উষ্ঞ আশ্রয়,
গোপন দুপুরে অলস প্রশয় ডাকতে থাকে, আয় আয়-
মেঘেরা উদার হলে কোথাও কোথাও
মাথা তোলা বিটপী মরে যায়
হাটু, কনুই বা শরীরের চাপে-
ঝরে ঝরে পড়া বৃষ্টিরা উল্লাস করে নরম কাদা ও মাটির শরীরে
বেয়ানেটে চোখ,
শীত শীত, নদী বা সবুজেরা হয় জলবতী
মৃতবন্ধু, অবসরের বন্দুক তবুও সুতীব্র জিঘাংসা
তখনও আমার স্পর্শের ইচ্ছে কমে না
নয়নিভিরাম স্তন বা স্খির আশ্রয়
নি:শর্র্ত সন্ধ্যা সজীবতায় ডাকতে থাকে আয় আয়-
কোন কোন রাতে ব্যাঙেরা ঘুমালে ঘুম গাড় হয়
তখন অবিরত স্পর্র্শ বা সঙ্গমের ইচ্ছে
জীবন থেকে জীবন চলমান,
শান্ত দিঘীর পাড় অথবা ট্রাফিক ব্যাস্ততা
সঙ্গমের সুতীব্র কামনায় মানুষ মানবিক ট্রিগার।
©somewhere in net ltd.