![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
প্রিয় অর্চনা,
এখন আমার কোন চরিত্র নেই
যেমন চরিত্র থাকেনা হাওয়াদের, মেঘেদের, সবুজদের
পথ থেকে পথ, কবিতা উৎসব থেকে ট্রিপলেস বার
দামী ক্যাসিনো টেবিলের উত্তেজনা
অথবা
একলা নদীর রাতে
কোথায় না খুজেছি আমি আমার ছায়া ।
নগর থেকে নগর প্রাচীনের মতনই এখনও প্রাচীন মেহন
ব্যাকরণের ছায়া গুনে আমি এবং তুমি আজ অচেনা
যদিও আমাদের হাত পরষ্পর পরষ্পরে বদ্ধ
তবুও ব্যাকরণের জ্ঞানে আমরা কেউ কারো ঠিকানা জানিনা।
সূর্যদ্বয়ের সৌন্দর্যে আমি ডুবে ছিলাম অক্ষরে, আধা বাস্তবে
সূর্য রশ্মী আমার বা তোমার শরীরে আসে নি,
আমরা আমাদের শরীর ঢুকিয়ে রেখেছি অক্ষরে।
এখন আমার কোন কায়া নেই,
হারিয়ে যাওয়া ছায়ায় খুজি তোমার স্পর্শ ।
এক সময় আমি প্রেমিক এবং বিপ্লবী ছিলাম,
আলো খুজে গেছি মিছিল থেকে অন্ধ ল্যাম্প পোষ্টে
অতপ:র ব্যাকরণের জ্ঞানে প্রণয় ব্যাকারণে হারালে
কবিতা লিখা হয়
“ আমি তো গেছি জেনে
সেই প্রণয় ছিল প্রয়াণের সংলাপ
ভালোবাসা মানে
তুমি আমি,
অতপ:র একলা রাত বা
সাদা কাফনের আলাপ” ।
©somewhere in net ltd.