![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
যাত্রা পালায় নৃত্যের তালে
জেগে উঠে মৈথুনের সুতীব্র বাসনা, সঙ্গমের নয়!
সেখানে নদী, বনানী, জোছনা এবং পাহারাদার,
তবুও কে যেন ধরে নিয়ে যায় বন্ধী করে
গোলক ধাধার মানচিত্রে,
লাগামহীন জিজ্ঞাসারা এসে মিছিল করে
যেমন মিছিল করে বানের স্রোত!
তবুও ফিরে ফিরে সুতীব্র ইচ্ছা।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: দুর্বোধ্য। যদিও একটা ধারণা তৈরি করে নিয়েছি মনে। ভালো থাকুন