নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র.... ফোনে মান্না যা কইছে সেটা মান্নার গনতান্ত্রিক অধিকার । বাক স্বাধীণতা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

একচন মিয়ার পত্র....
দু’দিন আগে টিভিতে মুজাহিদুল সেলিম (আনার কলির সেলিম নয়। খালেদা জিয়ার কমিনিস্ট সেলিম) কইল :
(ভাবার্থ) ফোনে মান্না যা কইছে সেটা মান্নার গনতান্ত্রিক অধিকার । বাক স্বাধীণতা । মান্নার ফোন রের্ক ড অনৈতিক হইছে। আরও কইছে এগুলো মান্নার মনের কথা না । ইত্যাদি ইত্যাদি।
আইজ দেখলুম মুজাহিদুল সেলিম রাজুর ভার্স্কর্যর তলে খাড়াইয়া পাউরুটি কলা বিপ্লবীগো সামনে খাড়াইয়া অভিজিৎ হত্যার জন্য কানতে কানতে আন্ডি পর্যন্ত ভিজায়ে ফেলেছে । আর সরকারের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করতেছে । মান্না মিয়া না লাশ চাইছিল? গনতান্তিক লাশ।
অভিজিৎ হত্যা কান্ডের সময় হত্যাকারীকে থামানোর জন্য পুলিশ যদি গুলি চালাইতো তবে এই মুজা সেলিম সাবই বলতো মানুবুতা লঙ্ঘিত হইছে । পুলিশ গ্রেপতার না করে কেন গুলি চা্লাইছে ?! বাকশাল, বাকশাল।
সেলিম মিয়া পুলিশের পিন্ডিও চটকাইলো । ঘটনা ঘটছে ১০/১৫ সেকেন্ডের ভিতর । মুজা সেলিম সাবের কথা অনুযায়ী কোহেকাপ নগর থেইক্কা জীন আইন্না পুলিশ বানাইতে অইবো। যাহারা ৭০০ হস্ত লম্বা । যাহারা সর্বদা ডান পা অগ্রে দিয়া ঘর অইতে বাইর অয়।
নাইলে বিদাশী পুলিশ বাহিনীও পারবো না। কোহকাপ নগরের জ্বীন লাগবোই।
.
আইচ্ছা এ সেলিম সাব, মান্না সাবরা খালি ওরে তারে জ্ঞান দেয়, এটা করা উচিত, ঐডা করা উচিত । এইডা করতে অইব, ঐটা করতে অইব । আমার মনে কোসচেন আইছে - ওনারা খালি এরে তারে জ্ঞান দেয় কে? নিজেরা কিছু করেনা কেন? সেলিম সাবের দল এত বছরেও খাড়াইতে পারলো না । মান্না মিয়াতো একুল থেকে হেকুল তারপর কি জানি দল বানাইছে। সেই দলের নেতা এক, কাম টকশো। যারা নিজেরাই খাড়াইতে পারে না তাগো উপদেশ শুনিলে দৌড়ানো দূরে থাক আস্তে আস্তে হাটাও অফ হইয়া যাইবো। কেন এ কতা কইলুম?
কয়েচি এ কারণে যে আমার মনে এক খান কোচচেন কামাইছে মানে আচসে । হেগো উপদেশ , জ্ঞান যুদি এতই দামী, বালু তাইলে মানুষ জন হেগোরে লাইকায় না কে?! হেরা নিজেরা ইচটাবলিশ হইতে পারলো না কে? হেগো উপুপদেচ হেগোই কামে না লাগলে অন্যের কেমনে লাগিবে কওতু?!!!
একচন একচন- ডাইরেট একচন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.