নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

মিলিয়ে নিন আজ, কাল পরশু। মিলিয়ে নিন । মিলিয়ে নিন ।

২৮ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:০১

* সকাল সাড়ে আটটা থেকে বিএনপি বলা শুরু করবে তাদের ভোটরদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে । নির্দিষ্ট কোন কেন্দ্রের নাম থাকবে না।
* সকাল ১১ থেকে বলা শুরু হবে কিছু কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে । তারা কি নিজেরা বের হয়ে এসেছে নাকি তাদের আসলেই বের করে দেওয়া হয়েছে তা চেক না করে বা ইচ্ছাকৃত ভাবেই কিছু চ্যানলে ঐ সব এজেন্টদের সাক্ষ্যাৎকার দেখাতে থাকবে।
* দুই এক জায়গায় বিএনপি এবং অতি আওয়ামী লীগার বা লীগ ব্যাবসায়ীরা ঝামেলা করবে । যেই করুক পুরা দোষ সরকারের । অবশ্যই দায় সরকারের। বিএনপির কন্ঠ আরও বলিষ্ঠ হবে ।
* বেলা দুইটার দিকে অবস্থা বুঝে শিবির নামবে । বিএনপির হাওয়া বেশি হলে শিবির চুপ থাকবে । খারাপ হলে ............................ ।
* তিনটার দিকে বিএনপি পার্থীর পক্ষে ৩ জায়গা থেকেই বয়কটের ডাক আসবে।
* পাঁচটার দিক থেকে বিএনপি অভিযোগের ঝড় শুরু করবে । টক-মারানীরা মূখে ফেয়ার এন্ড হ্যান্ডসাম, ফেয়ার এন্ড লাভলী, ফেস পাউডার মাখা শুরু করবে ৬ টা থেকে টিভি চ্যানেলে টক-মারার জন্য।
# হারলে:
নির্বাচনতো আগেই বয়কট করেছি । খালেদা জিয়ার আবৃত্তি অনুষ্ঠান । হরতাল, অবরোধের ডাক। রাত থেকে পেট্রোল বোমা হামলা ।
# জিতলে
নির্বাচন বয়কট দলীয়/প্রার্থতো করে নাই । ঐটা যে বলছে তার ব্যাপার । রাত ঠান্ডা।
পরদিন খালেদার আবৃত্তি অনুষ্ঠান । ভোট বিপ্লবের জন্য অভিনন্দন পাবে । আন্দোলনের ফল এ জয় । এ জয়ে বলিয়ান হয়ে সরকার পতনের জন্য অবরোধ/হরতালেরে ঘোষনা ।
ফল: যারা ভোট দিয়েছে তাদের কেউ কেউও পুড়বে ।
** ** ** এখানে উল্লেখ্য বিএনপি সব কটিতে জিতলে, ২/১ টিতে হারলে বা সব কিছুগুলোতে হারলেও ফল একই ।
৩/৪ দিনের মধ্যে জাতি পেট্রোল বোমা খাবে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৮

হোৎকা বলেছেন: রাম ছাগল

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৩

কলাবাগান১ বলেছেন: উচিত কথায় বিলাই বেজার: কে যেন বলেছে??? @হোৎকা

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: এতদুর যাওয়া লাগবে না। এগুলো দেখেন।

রাতেই কেন্দ্র দখলের অভিযোগ
বাধা দেয়া হচ্ছে গণমাধ্যমকর্মীদের ভোটকেন্দ্রে ছবি তোলায় কড়াকড়ি মিরপুরে কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ View this link

৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৫

গেন্না বয় বলেছেন: ফলাফল যাই হোক
পেট্রোল বোমা জিন্দাবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.