নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

এরা আসলে কারা? এদের পথ কোথায় বাংলাদেশের কাদা মাটি, ক্ষরা মাটি, পলি মাটি, ধুলো মাটিতে?

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৫

মানুষের জীবনে যখন বিভিন্ন দর্শন, ধর্ম, মতবাদ, রাজনৈতিক পথ ইত্যাদি এসেছে তখন এর প্রচারকরা ঘুরে ঘুরে মানুষের কাছে তা প্রচার করতেন । তারা প্রাণান্ত কষ্ট করতেন। তাদের খুন হওয়ার, লাঞ্চনার ইতিহাস ভুরি ভুরি । কিন্তু আজ ধর্ম প্রচারের নামে এক দল নিজেরা কষ্ট করার বদলে অন্যকে কষ্ট দিচ্ছে। আরেক দল গণ-মানুষের রাজনিতীর নামে নিজেদের বদলে অন্যকে কষ্ট দিচ্ছে । নিজেরা লাঞ্চিত হওয়ার বদলে অন্যকে অন্যকে অনায়েসে লাঞ্চিত করছে, বিভৎস কায়দায় খুন করছে ।
উদাহরণ স্বরূপ বর্তমানের আই.এস । উদাহরণ স্বরূপ বাংলাদেশের বিভিন্ন সর্বহারা, বিপ্লবী, বামদল । এরা পৃথিবীর সব বুঝে, মানুষ ছাড়া । এদের এক দল কথায় কথায় কল্লা চায়, কল্লা ফেলে । আরেক দল বিশ্বাস করে অস্ত্রই সকল ক্ষমতার উৎস, তাদের বইয়ের,নেতার বাইরে অন্য কোন সত্য নেই। দুই দলই বিশ্বাস করে তারাই শ্রেষ্ঠ । আবার এরা দুই দলই গণ মানুষের কথা বললেও মানুষের সাথে এদের সরল সম্পর্ক কম । এদের রাজনিতী ক্যাডার ভিত্তিক । গোপনে বা নিভৃতে এরা কম বয়স্ক মানুষ ধরে ধরে ব্রেণওয়াশ করে। জামাত-সিপিব-বাসদ সব একই । বিভিন্ন সময় দেখা গেছে যে তত্ব, বইয়ের জন্য এরা ডান এবং বাম সে বইকেও তারা অনায়েসে অস্বীকার করে । কোরান ভিত্তিক জীবনের কথা বলেও জামাত আন্দোলন, রাজনিতীর নামে সম্পূর্ণ কোরানের বিপরীত কাজ করে যাচ্ছে । গণ-মানুষের চীন ৭১ সালে রাজনিতীর নামে আমাদের দিকে অস্ত্র তাক করেছিল । পুরাটাই স্বার্থ । আবার বাংলাদেশের এক শ্রেণীর বামতো এখনও জামাত শিবির পোষে । তাদের কাছে মানুষ পোড়ার চেয়েও “গণতন্ত্র” শব্দটা গুরুত্বপূর্ণ।
এরা আসলে কারা? এদের পথ কোথায় বাংলাদেশের কাদা মাটি, ক্ষরা মাটি, পলি মাটি, ধুলো মাটিতে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.