![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
ভরা জোছনায় ভরা নদীতে প্রেম উছলায়
মুগ্ধ চরাচর
কখনওবা বর্ষার নাচনে সখা সখী বাসুগন্ধ কদম
কোন কোন বিকেল ছিল কনে দেখা আলো,
বিকেলর হলুদ আলো
ভাসিয়ে দিয়েছে কখনও কখনও ভিতরের অন্ধকার।
তারার রাতে আকাশ ভর্তি অপার্থিব পবিত্রতা,
নান্দনিক।
গেয়ো ঘুঘু, থ্রি ডি সিনেমা, বৈশাখি উৎসব
মানুষ দেখেছে আরও কত কি!
মানুষ শুর্ধূ ভোর দেখেনি কখনও।
©somewhere in net ltd.