![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আমার জীবনে বহু বার শুনতে হয়েছে ভাই ভাই যুদ্ধ করে কি লাভ হলো। মুজিব ঠিক করে নাই। প্রায় প্রতিবারই প্রশ্ন করেছি কি ভাবে ভাই ভাই। উত্তর মুসলমান মুসলমান ভাই ভাই।
গণজাগরেনের উত্তাল সময়গুলোতেও একই কথা অনেকবার শুনেছি। আজ সেই মুসলিমরা কই?!
সৌদি আরব এবং ইরানকে আমাদের দেশে এক ধরনের আদর্শ ধরা হয়। আসলে ধরানো হয়েছে সুকৌশলে । সৌদি আরব ইয়েমেনর মুসলমানদের উপর বোমা হামলা করছে। ইরান, সৌদি আরবের দিকে বন্দুক তাক করে আছে। যে কোন সময় লাগলো বলে। আরেক দিকে মুসলিম দেশ তুরস্ক আমেরিকার সাথে মিলে আরেক মুসলিম দেশ সিরিয়াকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। অন্য দিকে সৌদি আরব-ইসরাইল জোট হয়েছে। এ জোট কয়েক বার সিরিয়াতে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে সৌদি যুবরাজ আলাল প্রকাশ্য ঘোষনা দিয়েছে প্রয়োজনে ফিলিস্তিনীদের বিরোদ্ধে ইসরাইলের হয়ে লড়বে তারা।
এখানে দৃশ্যমান “ভাই ভাই” বিশ্ব এখন প্রত্যক্ষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ ইয়রায়েল-আমেরিকা জোটে । আরেক ভাই রাশিয়ান জোটে। ভাই ভাই তত্বধারীরা এখন কোন জোটে?
সৌদি আরব বা ইরানের কাছে শেষ জবাব দিতে হবে না। শেষ জবাব আল্লাহর কাছে। এ সব “ভাই ভাই” পুলসিরাত পার করে দিবে এমনও বলা নাই।
বেলা অনেক ফুরিয়েছে এখন ভাই বাদ দিয়ে সত্যিকার অর্থে আল্লাহ, নবীতে বিশ্বাস আনেন ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
জহিরুলহকবাপি বলেছেন: বলাতে কতটুকু কাজ হয় জানি না। তবুও।
ধন্যবাদ
২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
অন্ধবিন্দু বলেছেন:
জহিরুল,
বলতে গেলে তো অনেক কথাই চলে আসে। তবে আসল কথা হলো ওই আপনি যা বললেন, ‘সত্যিকার অর্থে’ এমন করে করলে তো ত্যাগ করতে হবে অনেক কিছু। হতে হবে পরিশ্রমী। পড়বে জগত লোকসান।
ক’জনা আর চাইবেন তা করতে। মহান আল্লাহ আমাদের হেদায়েত দিন।
কেমন আছেন আপনি ?
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
জহিরুলহকবাপি বলেছেন: জ্বী ভালো আছি।
আপনি এবং পুরো পৃথিবী ভালো থাকুক যে যার বিশ্বাস নিয়ে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
ঝাপসা বালক বলেছেন: ভাল লাগলো । চমৎকার বলেছেন ।