![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
জনসম্মূখে পুড়িয়ে মারা নয়, যদি কারো মাথা ফাটাতেন তবে কি আপনাকে চাকরী থেকে সাময়িক বরখাস্ত, আপনার দোকান বন্ধ করে দিত পুলিশ?? না সেটা করতো না। আপনারে থানায় হান্দাইয়া দিত। কিন্তু বড় বড় অপরাধ জনসম্মূখে করার পরও পুলিশকে জেলে হান্দানো হয় না। ক্লোজড, ওএসডি ইত্যাদি করা হয়। লঘু এবং গুরু পাপে একই সাময়িক আরামদায়ক শাস্তি। একই রাষ্ট্রের নাগরিক হয়ে দুই রকম আইন!!! এটা কি সংবিধান পরিপন্থী না? রাষ্ট্রের কাছে সব নাগরিক কি সমান না?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
জহিরুলহকবাপি বলেছেন: আইন ঠিক করতে হবে।
সরকারকে টানলেন কেণ? আইন পুরানো
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
ঢাকাবাসী বলেছেন: ক্লোজড প্রত্যাহার বদলী এগুলো কোন শাস্তি নয় একধরণের আইওয়াশ, ৭ দিন পর ঐ পুলিশ আগের জায়গাতে আগেের মতই ...
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
জহিরুলহকবাপি বলেছেন: আইন ঠিক করতে হবে।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
অগ্নি কল্লোল বলেছেন: কি করবো ভাই,উপায় ছিলনা।
পুলিশ যখন জনসম্মুখে বললেন তারা দেশের রাজা।সরকার নিরব।
গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ যদি দেশের রাজা হয় তাহলে জনগণ কে???
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪
জহিরুলহকবাপি বলেছেন: সরকারের সচেতনতার সাথে আইন পরিবর্তন করতেই হবে। আইন নাই বলে পুলিশে চাকরীরত কিছু সন্ত্রাসী পার পেয়ে যায়।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮
রুদ্র জাহেদ বলেছেন:
রাষ্ট্রের কাছে সব নাগরিক কি সমান না?
রাষ্ট্রের কাছে সরকারের পুলিশ অন্যায় করলেও দরকারী।জনগণ নয়!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫
জহিরুলহকবাপি বলেছেন: সরকারের সচেতনতার সাথে আইন পরিবর্তন করতেই হবে। আইন নাই বলে পুলিশে চাকরীরত কিছু সন্ত্রাসী পার পেয়ে যায়।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০
বিজন রয় বলেছেন: অবশ্যই!
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
অগ্নি কল্লোল বলেছেন:
সরকার পুলিশ ভাই ভাই
অন্য কারো ঠাই নাই
সংবিধান যাক চুলোয়
জনগণ থাকুক ধুলোয়।