![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
প্রিয়তমা,
এমন কোন এক বাউরি বাতাসের রাতে ঠোটে ঠোট বেঁধে ঘুরবো এ শহরের এ পথে সে পথে। তারপর যে রাতে ইচ্ছে সে রাতেই রাত্রির রঁদিভু। কখনও খোলা রিক্সায় কখনও বা হেটেই.............. হাটতে হাটতে কোন রাতে আসব শীহদ মিনারে........ আমি তুমি আরও কেউও কেউও ভোরের দিকে ঘরে ফিরব মনানন্দে রাত স্নান শেষে.....
এমনইতো হওয়ার কথা বাংলাদেশে... এমনইতো হওয়ার কথা সালাম, জব্বার, রফিক, শফিক, বরকতের দেশে।
আমার জাতীয় শোক দিবস... পৃথিবীর আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস, সাথে আমারও। শোক ভুলে গেলে সুন্দর রাত আসতে অনেক দেরী হবে আরও, রাস্তাগুলো বুড়িয়ে যাবে বাতাসের ঘষা খেয়ে খেয়ে।
©somewhere in net ltd.