![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
১৫আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সাথে যদি বাঙালিত্বকে খুন দ্রুত শুরু না হতো তবে আজকের আমাদের এই দুরবস্থা হতো না। মোস্তাকের জিন্নাহ টুপি, জিয়ার আমলে অভ্যুথ্থান নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধ অফিসার হত্যা, নামকরা সব রাজাকারকে ক্ষমতায় বসানো-দেশে প্রবেশ-রাজনিতীর অনুমতি-ক্ষমতায় বসানো, জয় বাংলা- জয় বঙ্গবন্ধু নিষিদ্ধ করে পাকিস্তান পন্থি শ্লোগান বাংলাদেশ জিন্দাবাদ ব্যাপক প্রচলন, ৭ ই মার্চ কে সুকৌশলে চাপা দেওয়া এগুলা বাঙালিকে হত্যার পাকিস্তানি পথ। এ পথ নির্মানের অতি বিশ্বস্ত সি.ই.ও ছিল পাকিস্তান থেকে কঠিন গোয়েন্দা প্রশিক্ষিন প্রাপ্ত কালো চশমা পরা জিয়া। বাংলাদেশের মতো পীর, ফকির, আউল, বাউল দরবেশ, আড়ং, পার্বন, মেলা, রং এর দেশে জিয়া পাকিস্তান অনুকরণে মদের লাইসেন্স ও পতিতা পল্লীর প্রচলন করে। ইসলাম, ইসলাম করা জিয়ারা গ্রাম গজ্ঞে অশ্লীল নাচ, গান প্রচলন করে। সূক্ষ ভাবে ঢুকিয়ে দেয় অশ্লীলতা যাত্রাপালা, পুথি পাঠ তথা শিকড় সংস্কৃতির মধ্যে। বাঙালির মদীনা সদন নির্ভর সূফী ধারার উপর ব্যাপক ভাবে প্রচলন করতে থাকে ইহুদী এবং আমেরিকান মদদপুষ্ট সৌদি, পাকিস্তানিদের উগ্র ওহাবীমতবাদ। সেই জিয়া বাঙালিকে ভালোবেসে, বাংলাকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে “স্বাধীনতা পদক” এবং “একুশে পদক” প্রচলন করবে এটা কতটুকু বিশ্বাসযোগ্য??? ভাবেন? ভাবেন? আপনাদের ভাবনার সুবিধার্থে একটা তথ্য দেই যা অনেকেরই জানা- এ দুই পুরুস্কার পাওয়াদের লিস্টেই চিহ্নিত দেশ ও স্বাধীনতা বিরোধী ব্যাক্তিদের নাম আছে।
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯
জহিরুলহকবাপি বলেছেন: ধন্যবাদ। বালুতে মূখ লুকিয়ে যে বাচা যায় না এ শিক্ষা আমাদের এখনও হয় নি।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭
বিজন রয় বলেছেন: কি লিখলেন!!!
সাবাস।