![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুক্রবার দুপুরের অলস সময়ের বদৌলতে হঠাত করেই একটা ছোট্ট মজার ঘটনা মনে পড়লো। ভুলের যাবার আগেই ঝট করে লিখে ফেলি।
--
আগের অফিসে ছুটি চাওয়া ও সেটা চেয়ে পাওয়াটা চরম ঝামেলার একটা ব্যাপার ছিলো। এডমিনিস্ট্রিটিভ অফিসার তথা এ.ও সাহেবের সামনে নানা রকম জবাবদিহিতার খেতাপুরি! কয়েক মিনিটের রিমান্ড! মেজাজ খারাপের একশেষ।
এর চেয়ে সহজ অথচ- ‘দূর্ণীতিমূলক’ অসুস্থ্যতা অনেক ভালো! টিম ম্যানেজারকে ফোন করে দিলেই হয়, “ভাইয়া, আজ আসতে পারবোনা মনে হয়। তবে একটু ভালো বোধ করলেই চলে আসার চেষ্টা করবো।”
উনিও ঘোড়েল। আমার আগেই পাশ দিয়েছেন এ লাইনে! জানেন সবকিছুই। তাই, আগাম শারীরিক আবহাওয়াবার্তা ছাড়া যেত মাঝে মধ্যে-“ভাইয়া, আগামী পরশু আমি অসুস্থ্য থাকবো!”
এরকমই কোন এক শুক্রবার দুপুরে ‘অসুস্থ্য’ আমি গিয়েছি বুয়েটে! ওহ! আগের অফিসে ছুটি ছিলো রবিবার, সেটা বলাটা আগেই দরকার ছিলো! পলাশীর প্রান্তরে থুক্কু মোড়েই আচমকা- ও মোর জ্বালা- এ.ও সাহেবের সঙ্গে দেখা- দুই জোড়া চোখের ‘অ-মধুর’ মিলন!
লজ্জায় মুখাবনত! তবুও ‘বীরবাঙ্গালী’ সাহসে তাকিয়ে দেখলো, উনি আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেলেন!
পরদিন অফিসে গিয়ে শুনলাম, উনি অসুস্থ্যতার কারণে আগের দিন আসতে পারেন নি!
২৬ শে জুন, ২০০৯ বিকাল ৪:৩৮
জনৈক আরাফাত বলেছেন: ওইটা দিবানিদ্রায় গেছে! ঘুম ভাঙ্গলেই ফিরে আসবে!
২| ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৪
বড় বিলাই বলেছেন: আমিও মাঝে মাঝে অসুস্থ থাকি।
২৬ শে জুন, ২০০৯ রাত ৮:৫২
জনৈক আরাফাত বলেছেন: মাঝে মাঝে অসুস্থ্য থাকা স্বাস্থের জন্য ভালো!
৩| ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৮
বলাক০৪ বলেছেন: আমাদের এইখানে ছুটি নেয়া সোজা। এইজন্য বেশি অসুস্থ না হলেও অসুবিধা হয় না।
২৬ শে জুন, ২০০৯ রাত ৮:৫৪
জনৈক আরাফাত বলেছেন: আহা! কত্তো আরাম!
৪| ২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:২০
সামছা আকিদা জাহান বলেছেন: হা হা হা।।
আমিও মাঝে মাঝে অসুস্থ হই। আমারতো আবার স্টেশন লিভ করা নিষেধ তাই মাঝে মাঝে গুরুতর আসুস্থ হয়ে চেক আপের জন্য ঢাকা যাই মাকে দেখতে।
২৬ শে জুন, ২০০৯ রাত ৮:৫৬
জনৈক আরাফাত বলেছেন: হা হা হা। শুধু অসুস্থ্য হলে মাত্র একদিন। আর গুরুতর অসুস্থ্য হলে কয়েকদিন!..।
মাশাআল্লাহ!
৫| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:৩৬
কাব্য বলেছেন: ব্যাঙের আবার সর্দি
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৯:২২
জনৈক আরাফাত বলেছেন: তাই নাকি কা- ভাই!
৬| ০৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০১
দীপান্বিতা বলেছেন: হাঃ...হাঃ..
০৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৮
জনৈক আরাফাত বলেছেন:
৭| ১০ ই জুলাই, ২০০৯ রাত ২:০৭
টুশকি বলেছেন: ৩৬০ এর সব পোস্ট নতুন প্রোফাইলে সরাইসেন তো? আর মাত্র চারদিনের মতন বাকি।
১১ ই জুলাই, ২০০৯ রাত ২:১৭
জনৈক আরাফাত বলেছেন: অবশ্যই! কেন নয়!
৮| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: হাহাহাহা
কোন অফিস ?
৯| ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: ফারহান কিন্তু ইদানিং পথে প্রান্তরে ভুল বানান ধরে বসে , আমাকে বেশ কয়েকবার পাকড়াও করে বলছে যে আমার কাছে ভুল আশা করে না । তোমার শিরোনামের বানান মনে হয় ভুল , শিগগির ঠিক কর
১১ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৮
জনৈক আরাফাত বলেছেন: হম! য-ফলা নিয়ে পন্ডিতদের মধ্যেই মতানৈক্য! আমি মুড অনুযায়ী দুইটাই ব্যবহার করি! অফিস ছিলো উত্তরায়!
১০| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪১
আরাফাত৫২৯ বলেছেন: ভালো ভালো
পড়ে মজা পাইলাম।
আপনি তাহলে বুয়েটের??
০১ ব্যাচ, তাই না?
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৪
জনৈক আরাফাত বলেছেন: হম।। আপনি?
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আমি অসুস্থ থাকি না, আমার সব সময় চাঁটগা যাবার দরকার পড়ে-- ফ্যামিলি রিজন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৪
জনৈক আরাফাত বলেছেন: উদ্দেশ্য তো একই। অফিস ফাঁকি দেয়া!
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৩
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ফাঁকি ঠিক না। এই মরার দেশে প্রাপ্য ছুটিগুলো ও কাটাতে পারি না, তিন বছরের চাকরি জীবনে কখনো ছুটি শেষ করতে পারি নাই
তাই বাধ্য হয়ে .।.।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
জনৈক আরাফাত বলেছেন: আমি জ়োর করে শেষ করি। বলি, অফিসকে আমার অনেক কিছু দেবার আছে। তাই ছুটি নিয়ে নিজের যত্নের প্রয়োজ়ন!
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০০৯ বিকাল ৪:২৮
সৌরভ১৩ বলেছেন: তোমার ফেইস বুক কই, এ্যাকাউন্ট কি করলা?