![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন কাষ্ঠমঞ্চের এক আনাড়ি অভিনেতা
কী! খুব হতাশ লাগতেছে? নিজেকে খুব আনলাকি মনে হচ্ছে?
খুব ভোরের সূর্যটা দেখেছেন? অথবা পড়ন্ত বিকেলের লালচে সূর্যটা?
রাতের আকাশের হাজারো তাঁরাগুলো দেখেছেন? বা ভরা পূর্ণিমা?
উঁচু কোনো জায়গা থেকে আপনার ব্যস্ততম শহরটাকে দেখেছেন?
হয়তো এসব দেখেছেন। না দেখে থাকলেও, চাইলেই দেখতে পারবেন।
কিন্তু যার দেখার জন্য চোখ দুটোই নেই, তাঁর অনুভূতিটা একবার চোখ বন্ধ করে অনুভব করেন তো।
কী! নিজেকে কী এখনো খুব আনলাকি মনে হচ্ছে?
.
বসন্তে কোকিলের ডাক শুনেছেন? বা রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক?
দূর থেকে ভেসে আসা আজানের ধ্বনি শুনেছেন?
রাতের কোলাহলের শব্দ শুনেছেন? বা গিটার-ব্যাঞ্জো বাজিয়ে গান?
প্রিয় মানুষগুলোর মুখের কথা তো শুনেছেন।
এবার ভাবুন তো এমন একজনের কথা, যার শ্রবণশক্তিই নেই।
কী! নিজেকে কী এখনো খুব দুর্ভাগা মনে হচ্ছে?
.
নিজের হাত দুটোর দিকে একটু তাকান তো।
আচ্ছা, এই হাত দুটোই যদি না থাকতো! তাহলে কীভাবে চলতো জীবনটা?
এই কী-বোর্ড টা হতো একটা সো-পিস মাত্র। কলমটা হতো শুধু দেখার বস্তু আপনার কাছে।
আচ্ছা, পা দুটো যদি না থাকতো!
কীভাবে করতেন ট্রেকিং? সাইকেলটা যে আর চালানোই হতো না। ফুটবলটা নিয়ে আর মাঠে দাপিয়ে বেড়াতে পারতেন না।
চাইলেই বেরিয়ে পড়তে পারতেন না কোনো এক অজানার উদ্দেশ্যে।
কী! নিজেকে কী এখনো খুব অভাগা মনে হচ্ছে?
.
আপনি যদি আমাকে 'আনলাকি' হবার একশোটা কারণ দেখান, আমি আপনাকে 'লাকি' হবার হাজারটা কারণ দেখাবো। ব্যাপারটা হলো আপনি কীভাবে ভাবছেন! কীভাবে দেখেছেন!
সমস্যা? টাকার অভাব? ফ্যামিলি প্রব্লেম? পড়াশুনার চাপ? সম্পর্কের টানাপড়েন?
এগুলো কোনকালে ছিলো না বলেন!?
সমস্যা আসেই চলে যাবার জন্যে। শুধু সময় দিতে হয়। আপনার কর্মের ওপরেই সমস্যা দূর হবার সময়সীমা নির্ভর করে।
যেখানে পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণী অক্লান্ত পরিশ্রম করে ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখে। পাখী তার নিজের নীড় নিজেই তৈরী করে। সেখানে সৃষ্টির সেরা জীব হয়ে আপনি কীভাবে ভাবেন যে, কোনো রকম বাঁধা-বিপত্তি আর শ্রম ছাড়াই জীবনটা পাড় করে দিবেন!
.
নিজেকে দুষবেন না। নিজেকে সৌভাগ্যবান ভাবুন।
জানেন তো,
আপনার সবচেয়ে ভালো বন্ধু আপনি নিজে।
আবার আপনার সবচেয়ে বড় শত্রুও আপনি নিজে।
©somewhere in net ltd.