নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু চেয়েছিলাম, আর চাইবো বলে ভেবেছিলাম, সবকিছু হারিয়ে গেছে শেষ পথটার বাঁকে.....

যুবায়র

যুবায়র › বিস্তারিত পোস্টঃ

দেখে নিন – এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়।

০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫





ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারী বিশ্ববিদ্যালয়। বহু-অনুষদভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে এর পরিচিতি রয়েছে। এ বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে প্রায় ৩৩৫০০ ছাত্র-ছাত্রী এবং ১৮০৫ জন শিক্ষক রয়েছে। ১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষাব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। সূচনালগ্নে বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি ’প্রাচ্যের অক্সফোর্ড’ নামে স্বীকৃতি পায়। বাংলাদেশের উচ্চ শিক্ষিত সম্প্রদায়ের প্রায় দুই-তৃতীয়াংশ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।







এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? – ১৯২১ সালের ১ জুলাই



ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে কোন কমিশন গঠন করা হয়েছিলো? – নাথান কমিশন



ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস – ১ জুলাই



ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক সিবস – ১৫ অক্টোবর



কালো দিবস – ২৩ আগস্ট



নাথান কমিশনে সদস্য ছিল – ১৪ জন



ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট জমির পরিমাপ – ৬০০ একর জমির উপর



প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলো – স্যার নবাব সলিমুল্লাহ



ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ – ১২টি



প্রতিষ্ঠাকালীন অনুষদ – ৩টি



অনুষদগুলো – কলা, বিজ্ঞান ও আইন অনুষদ



প্রতিষ্ঠাকালীন শিক্ষক – ৬০ জন



বর্তমান শিক্ষক – ১৮০৫ জন



প্রতিষ্ঠাকালীন ছাত্র – ৮৭৭ জন



বর্তমান ছাত্র – ৩৩৫০০ ছাত্র-ছাত্রী



ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পি এইচ ডি ডিগ্রি লাভ করেন – বিনয় ঘোষ



বর্তমানে ক্যাম্পাসের মোট আয়তন – ২৫৮ একর



বর্তমানে বিভাগ রয়েছে – ৭০টি



অনুষদ রয়েছে – ১৩টি



ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রিসার্চ সেন্টার ও গবেষণা ব্যুরো আছে – ৩৮টি



ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হলের সংখ্যা – ১৪ টি



ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলের সংখ্যা – ৫টি



মোট হল – ১৯টি



ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি – পি জে হার্টস



ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ও উপমহাদেশের প্রথম ভিসি – স্যার এ এফ রহমান



ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিন – বেগম আজিজুন্নেসা



ঢাকা বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত ডক্টরেট ডিগ্রী প্রদান করে – ৫০ জনকে ( ৮ সেপ্টেম্বর, ২০১৪ অনুযায়ী)



নতুন আর তথ্য থাকলে জানাবেন।



আগে প্রকাশিত।



এনসাইক্লোবাংলা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.