![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ স্বার্থপরের মত
মনে মনে বলছিযে,কত?
আর চাইনা দিতে,
এবার চাই পেতে,
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা,
প্রেমের বিনিময়ে প্রেম।
ক্লাসের ফাঁকে ফাঁকে,
অন্যমনস্ক হয়েছি যে কতবার,
বলেছি নিজেরই অজান্তে,
তোমায় উদ্দেশ্য করে,
এবার দাও দাম! ভালোবাসা দিয়ে,
আমার এতদিনের ভালোবাসার।
আমি চাই হৃদয় নিংড়ানো ভালোবাসা,
সেটা হোক কল্যাণময়,অথবা সর্বনাশা,
চির পবিত্র,চির শান্তির সুধা,
অথবা চির জীবনের হোক না দূর্দশা,
হে প্রিয়তম,হে সখা!
দাও আমায় সে ভালবাসা।
২| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
জোৎস্নাআলো বলেছেন: thank you
৩| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:৩৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সহজাত সুন্দর।
৪| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
জোৎস্নাআলো বলেছেন: : thank you
৫| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব , চালিয়ে যান । শুভকামনা ।
৬| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৭
জোৎস্নাআলো বলেছেন: thank you
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২
শাবা বলেছেন: সুন্দর প্রেমের কবিতা। আমার ব্লগে আমন্ত্রণ।