নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালো লাগে তাই .....

ভাবুক

শািহদ

ভাবুক

শািহদ › বিস্তারিত পোস্টঃ

দ্বিধা-বিভক্ত আমরা মুসলমান,অনেক প্রশ্ন,অনেক উত্তর,কোনটা সঠিক?

২৬ শে মে, ২০১৩ দুপুর ২:৪০

বর্তমানে বিশ্বব্যপী ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।পরিকল্পনা মাফিক মুসলমানদের সন্ত্রাসী হিসাবে প্রতিপন্ন করা হচেছ।বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি।বর্তমানে সারা বিশ্বে মুসলমানদের মধ্যে অনৈক্য ও দ্বিধা-বিভক্তি প্রকট আকার ধারন করেছে।



কিছুদিন আগে আমার শৈশবের এক বন্ধুর সাথে দেখা হল।চিনতে পারিনি। মাথায় ভারী পাগড়ী,লম্বাজুব্বা,কাটা লুঙ্গি,পায়ে খঢ়ম।সে নবীর সুন্নত আগাগুড়ি পালন করছে এক মাস যাবৎ।কথা বলে জানলাম সে কি এক পীরের সহবতে আছে।সে বলল "জামাত শিবির নাকি কাফির।তাদের আকিদাগত ত্রুটি আছে,তারা মৌদুদীবাদে বিশ্বাস করে।"। ইসলামী বিধি বিধান নিয়ে আরও অনেক কিছুই বলল।আমি বেকসুর শুনেই গেলাম!

একজন বলল হককানী পীরের মুরীদ হওয়া প্রত্যেক মুসলমানের জন্য জরুরী।প্রশ্ন হল পীর সাহেব যে হককানী এইটা বুঝব কিভাবে?

আরেক ব্যক্তি বলল তাবলাগীরা বেদাত।তাদের মধ্যে জিহাদ নাই!

অপর ব্যক্তি বলল নাভীর নিচে রাকাত না বেধে বুকে রাকাত বাধতে!

একজন বলে বিতির নামাজ নাকি এক রাকাত!

কিছু মানুষ বলল ইসলামী ব্যংক হলে লাভ আর অন্যান্য ব্যংক হলে সূদ। ক্যামনে কি?

আমরা যাব কই? আল্লাহ আমাদের হেফাজত কর,সঠিক পথ দেখাও, যেন তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি ।আমীন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: রফিক বলল আপনি খারাপ।
করিম বলল আপনি লুচ্চা ;)
জহির বলল আপনি খাটাশ!

লায়লা বলল আপনি লোভী
শায়লা বলল আপনি খুব ভাল!

রাকিব চাচা বলেন আপনি বিনয়ী
বদরু সাব বলেন আপনি রগচটা!!

ভাই আপনি নিজেরে নিয়া কি মূল্যায়ন করবেন? বা আপনার ক্ষেত্রে সত্য কোনটি কিভাবে কাউকে বিশ্বাস করাবেন????

২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:১২

শািহদ বলেছেন: নিজের সম্পর্কে তো সবার সুষ্পষ্ঠ ধারনা থাকে,কিন্তু ইসলামী বিধি বিধান সম্পর্কে একেক জনের একেক মতামত।আর এইটাই বিভক্তির কারন।

২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইজান আমি সেটাই বলতে চাইছি... ভিন্ন এবং বহু মাঝথেকে সত্যাসত্য নির্ধারন তো স্বপ্নে পাওয়া বস্তু না। এটা জ্ঞান এবং যাচাই এর মাধ্যমে, আপনার বিবেক বোধ এবং চেতনার সাহায্যে, তথ্য এবং উপাত্তের সহযোগে আপনি সহজেই বুঝে নিতে পারেন। যদি বুঝতে চান।

কোরআন আছে। সরাসরি তাতে মৌলিক সত্যটা আগে সন্ধান ানুসন্ধান করুন। সহজ ভাষায় বোঝার চেষ্টা করুন। মানুষ হিসেবে আপনার স্ব-বোধের সাথে নির্মোহ হয়ে অনুভব করুন। মানবতা, সত্য, সুন্দরের সঙ্গায় বিশ্লেষন, মাবতার জন্ম কারণ, কর্তব্য, ভবিতব্য, মানুষের পরিণতি, সব কিছু অনুভব করুন। বিজ্ঞানের সাথে আপনার জন্ম, মৃত্যু পরিণতি বিশ্লেষন করুন।

আপনার বোধের সীমায় আপনি চূড়ান্ত যা পাবেন তা নিয়ে স্কলার যে আছে তাকে খুজে বের করুন। তার সাথে ক্রশচেক করুন। আশা করি নিরেট সত্যটাকে পেয়ে যাবেন। কষ্টিপাথরে ঘষলেও যা ক্ষয় হবে না।

আপনার জন্য শূভ কামনা।

৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৫

শাহীন উল্লাহ বলেছেন: APNAR TO MANUSER KACH THEKE JANAR DORKAR NAI. APNAR ROYECHE HOLLY QUARAN. CHOTO KAL THEKE ETA JAMAR KOTHA.ETA AMADER OVIVABOKER DOS. APNI JODI ISLAM DHORMO BISWAS KOREN TAHOLE PORIPURNO VABE SIKHUN. AND APNAR SONTANDER CHOTO KAL THEKE SEI SIKKHA DEN.EAI SIGN BOARD SORBOSSO NAME MUSOLMAN THEKE LAV NEI. R JODI ISLAM DHORME BISWASI NA HON.TAHOLE KONO KOTHA NAI

৪| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

জেনো বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে সম্পূর্ন একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.