![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
*জামাতকে মসজিদের ভেতরে জায়নামাজে আগুন লাগাতে দিতে হবে।
কারন এটা জামাতের গনতান্ত্রীক অধিকার!
*জামাতকে/ শিবিরকে, ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে পতাকা অর্জন করেছি: তা ছিড়ে ফেলতে বাধা দেওয়া যাবেনা।
কারন ইহা জামাত/শিবিরের গণতান্ত্রীক অধিকারের উপর হস্তক্ষেপ।যা কখনই বরদাস্ত করা হবেনা।
*জামাতকে শহীদ মিনার ভাঙ্গতে দিতে হবে,দিতে হবে।৫২-র ভাষা আন্দলনের প্রতিক হলেই কি আসে যায়।
কারন এটা তার গণতান্ত্রীক অধিকার।শিবির ইসলামের সাচ্চা সৈনিক।
*পুলিশকে হত্যা করার পুর্ণ অধিকার আছে ঝটিকা আক্রমন করে।
ইহা জামাত/শিবিরের গণতান্ত্রীক অধিকার।তারাই এদেশের একমাত্র আইন পালনকারি নাগরিক।
জামাত/শিবির-রাস্তায় গাড়ি ভাং-চুর করবে।প্রয়োজনে গাড়িতে এবং দোকান পাটে আগুন লাগাবে।
কারন এটা ওদের গনতান্ত্রীক অধিকার।
*এই দেশটা স্বাধীন করায় জামাত শিবিরের ভুমিকা আছে।কাজেই তাদেরকে খোলা তরবারি অন্যান্য অস্র সস্র নিয়ে জঙ্গী মিছিল করতে দিতে
হবে।
*জামাত/শিবিরের মন্দির,গির্জা,প্যাগোডা ভাঙার পুর্ণ অধীকার আছে।
কারন তারা এই দেশটাকে ইসলামিক কিংডোম অফ পাকিস্তান বানাবে।
সে অধিকার তারা অর্জন করেছে।যেহেতু ঝাতিয়তাবাদিরা তাদের সাথে আছে।
*মুসলিম সহ অন্য যে কোন ধর্মের লোক হত্যা করার পুর্ন অধিকার আছে জামাত/শিবিরের।
কারন সবাই গণিমতের মাল হিসেবে পরগণিত।
যারা জামাত/শিবিরের বিরুদ্ধে কথা বলবে,তাদেরকে মুরতাদ ঘোষণা করতে পারবে ওরা।
কারন এটাই গনতন্ত্রের শিক্ষা জামাত/শিবিরের জন্য।
ফখরুল/রিজভিরা জামাতের পেছনে আছে কারন বর্তমান হত্যাযজ্ঞ ৭১-কে হার মানিয়েছে।ভয়াবহতার দিক দিয়ে,এই সার্টিফিকেটের জোরে তান্ডব চালাবার অধিকার রয়েছে জামাত শিবিরের।
আর এই গণতান্ত্রীক অধিকার প্রতিস্ঠার জন্য তাদের পেছনে আছে মুক্তিযুদ্ধকে ঝড়ে বক মরার সাথে তুলনাকারি বিশিস্ট সংসদ সদস্যা নীলুফার ইয়াসমিন মনি।(উনি ফতোয়া দিয়েছেন আমাদের শহীদ ৩০ নয় ৩ লক্ষ)।৭১-এ ধর্ষিতার সংখ্যা নগন্য।
সর্বোপরি জামাতে ইসলাম বিএনপি শাখার মহিলা আমির এই গণতান্ত্রিক অধিকারগুলো নিজ হস্তে অর্পন করেছেন জামাত/শিবিরের হাতে।
জিন্দাবাদের ঝান্ডা হোয়ে যাবে ঠান্ডা
০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫
রাফা বলেছেন: শুধু বর্জন নয়।সময় এসেছে সজোড়ে চর মেরে বুঝিয়ে দেওয়ার এখানে কোন পাকিস্তানি প্রতাত্মারা রাজনিতি করার অধিকার রাখেনা।
জয় বাংলা।
২| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: বিএনপির খোলস এবার বের হয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে। তারা যে এখনো পাকিস্তানপন্থী রাজনীতি করে এবং সে রাজনীতি যে তরুন সমাজে অচল সেটা এখনো বুঝে উঠতে পারে নাই।
আর নীলুফারের কথা কইয়েন না, এইটা একটা খাটি মূর্খ দজ্জাল ছাগী। থু থু দিতে ইচ্ছে করে।
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
রাফা বলেছেন: বিএনপি নামক কোন দলের অস্তিত্য কি দেখতে পাচ্ছেন!বিএনপি গঠন করা হোয়েছে শুধু আঃ লীগের বিরোধিতা এবং রাজাকারদের প্রতিস্ঠিত করার জন্য।
বিএনপ কখনই জনগণের রাজনিতি করে নাই করবেওনা
বি,এন,পি কি মুসলিম লীগের পথ অনুসরন করছে??
৩| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
অনীনদিতা বলেছেন: ১ম ভালো লাগা
জয় বাংলা
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫
রাফা বলেছেন: ভালো লাগলে চলবেনা অনীনদিতা জামাতের গণতান্ত্রিক অধিকারের জন্য খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে হবে
জয় বাংলা।
৪| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০২
মুফতি বাবা বলেছেন:
হাম্বা বলদরা দেখ:
Click This Link
০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:১৬
রাফা বলেছেন: আপনি দেখতে থাকুন।এবং জিহাদি শক্তি অর্জন করে সংগ্রামে ঝাপিয়ে পড়ুন ।
জয় বাংলা।
৫| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৫১
মিঠাপুর বলেছেন: দেশ আবার কি ?
জামাত আর বিএনপি !
৬| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:১৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নতুন একটা টার্ম শুনলাম, "জামাতিয়তাবাদী"
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:১০
তনুদ্ভব বলেছেন: এবার বিএনপি কেও বর্জন করার সময় হয়েছে। জামাতের সঙ্গ না ছাড়লে আমরা তাই করব।