নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

আজ থেকে তোমাকে,আগের মত আপনি বলবো!!

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭

সেন্ট্রাল পার্কের পাইন ট্রির নিচে,

জলাশয়ের ধারে।

যে মেয়েটি টলমল চোখে অবনত মস্তকে,

প্রতিক্ষা করছে।

তাকে কি আমি কোন কথা দিয়েছিলাম!



তাহোলে ধানমন্ডির লেকের ধারে,

কৃষ্ণচুড়ার নিচে দাড়িয়ে।

কেনো আমি গোলাপ দিচ্ছি,

চঞ্চলা হরিনীর মত নয়নের মেয়েটিকে?



আমি কি প্রতারক!অথবা দ্বিচারক!!

(দ্বিচারিনী অর্থে)

না মনে প্রাণে আমি তা নই।

কিন্তু আমি জানি আমার অক্ষমতা।



আমিতো তোমাদের কাউকে-

ভালোবাসতে পারবনা।

সে অধিকার আমি আমাকে দিতে পারিনি।



কাল থেকে আমি তোমাকে,

আবার আগের মত আপনি বলবো।



কারন:জন্মই আমার আজন্ম পাপ।

যুদ্ধ আমাকে জন্ম দিয়েছে,

কিছু অধিকারও কেড়ে নিয়েছে।



তাই কাল থেকে তোমাকে ,

আবার আমি আগের মতই দেখবো।



অ.ট.-লিখতে ইচ্ছে করলো তাই লিখলাম।

ভালো লাগতে হবে এমন কোন কথা নেই।

শুদ্ধ হোতে হবে তাও মানলাম না।





মন্তব্য ৫০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২

মামুণ বলেছেন: ভালো লিখেছেন । ++++++++

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

রাফা বলেছেন: ধন্যবাদ,মামুন ভাই।

হয়তো নিয়ম মেনে কবিতা হয়নি।
কিন্তু চেস্টার কোন ত্রুটি করিনি।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: রাফা ভাই আপনি কিন্তু ভালো কবিতা লেখেন। আপনার আগের কবিতাটাও ভালো লেগেছিল। রিয়ালি !

++++++++

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

রাফা বলেছেন: আপনি আসলে আমকে পছন্দ করেন তাই বেশি প্রসংশা করলেন।আমি কিন্তু কবিতার কোন নিয়ম মেনে লিখিনা।

ধন্যবাদ,দা.নাগরিক।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

রুদ্র মানব বলেছেন: কবিতায় ভাল লাগা রইলো ++++

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭

রাফা বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।

আর প্লাসের জন্য শুভ কামনা রইলো।

রুদ্র মানব ব্রাদার।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

লেখোয়াড় বলেছেন:
কারন:জন্মই আমার আজন্ম পাপ।
যুদ্ধ আমাকে জন্ম দিয়েছে,
কিছু অধিকারও কেরে নিয়েছে।

................ কঠিন এবং দারুন।
++++++++++++++++++++++++++++

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১

রাফা বলেছেন: আপনিই প্রথম কবিতার মুল থিমটার উপর মন্তব্য করলেন।

ধন্যবাদ,লেখোয়াড়।

আর প্লাসের জন্য এক্সটা শুভেচ্ছা রইলো।

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

অনীনদিতা বলেছেন: দারুন লিখেছেন আপনি:)
:)

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯

রাফা বলেছেন: আপনার চেয়ে ভালো নয়।আপনি অনেক ভাল লেখেন। ;)

ধন্যবাদ,উৎসাহিত করার জন্য।

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০

Crazy তৌফিক বলেছেন: ++++++++++

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

রাফা বলেছেন: পিচ্চিতো খুব কিউট।

ধন্যবাদ তৌফিক ভাই।

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

shfikul বলেছেন: +++

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

রাফা বলেছেন: ভাই আপনার কবিতা আমার খুব ভালো লাগে।মনে হয় যদি আপনার মত লিখতে পারতাম।

ধন্যবাদ ,আমার ব্লগে আসার জন্য।আর প্লাসের জন্য শুভেচ্ছা।

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

চলতি নিয়ম বলেছেন: +++

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

রাফা বলেছেন: ধন্যবাদ ,ব্রাদার।

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০

বোকামন বলেছেন:







ভালো লাগতে হবে এমন কোন কথা নেই।
শুদ্ধ হোতে হবে তাও মানলাম না ...

এখানেই ভালোলাগা ...

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

রাফা বলেছেন: আসলে খুব ভালো হয়তো লিখতে পারিনা।আর কবিতা লেখা খুব কঠিন।

তবুও ভালো লেগেছে জেনে খুশি হলাম।


ধন্যবাদ,সরল মন।

১০| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

বৃতি বলেছেন: আপনার ইচ্ছেমত লিখবেন । কার ভাল লাগলো কি লাগলো না, ভাল না মন্দ হল- কি যায় আসে! এটা প্রতিযোগিতা বা পরীক্ষা নয় । আপনাকে আপনি প্রকাশ করছেন এটাই মুখ্য । ১০০% সহমত ।
কবিতা ভাল লেগেছে :)

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

রাফা বলেছেন: আপনি আমার মনের কথাটাই বলে দিলেন।

কবিতা ভালো লেগেছে জেনে খুশিতে আটখানা.. =p~ =p~

ধন্যবাদ, বৃতি।

অ.ট. বৃতি অর্থ কি? :)

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অন্তর থেকে বলছি,,,,,,,,খুবই সুন্দর লেগেছে,,,,,,
কার ভাল লাগলো আর না লাগলো তাতে কবির কি এসে যায়,,,,,,,কবিত তার কথাগুলো মনের মাধুরী মিশিয়ে লিখে যাবে,,,,,,,,,,,,,,,,,,,,,,

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

রাফা বলেছেন: ধন্যবাদ ,লা.আ.খা. লায়লা। শুভেচ্ছা রইলো অন্তর থেকে সুন্দরের জন্য।

এই অধমের এতটা দুঃসাহস হয় নাই নিজেকে কবি ভাববে!অবশ্য মাঝে মাঝে কোন কিছুর তোয়াক্কা না করে লিখে ফেলার সাহস করে ফেলি।

১২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ লিখৈছেন!

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫

রাফা বলেছেন: প্রশংসা বুঝি এভাবেই করতে হয়!লজ্জা পাইলাম :)

ধন্যবাদ-আজ আমি কোথাও যাবো না।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার++++++++++

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৩

রাফা বলেছেন: ধন্যবাদ,কান্ডারী অথর্ব।

এতো প্লাস কোথায় রাখি!! :)

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল !:#P !:#P !:#P

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১২

রাফা বলেছেন: =p~ =p~ =p~হাসতেই আছি।আমি আর কবিতা একসাথে যায়না।

ভালো লাগার জন্য ধন্যবাদ,স্বর্ণা।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:০২

মাগুর বলেছেন: লিখতে ইচ্ছে করেছে তাই লিখেছেন।
ভালো লাগতে হবে এমন কোন কথা নেই। তবু ভালো লেগেছে /:)
শুদ্ধ হোতে হবে সেটা আমিও মানলাম না। তবে আরো কবিতা চাই ;)

১২ তম প্লাস রইলো, সাথে শুভকামনা।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫১

রাফা বলেছেন: একটা সময় আসে সব কিছুই কাব্যিক মনে হয়।তখন জান-প্রাণ দিয়ে চেস্টা করতাম কবিতা না হোক ।নিজের মনের ভাব প্রকাশ করতে।আজ আবার অনেক দিন পরে সেরকমই অনুভুতি হলো তাই লিখলাম কিছু একটা।
ভালো লাগার জন্য এবং শুভকামনার জন্য ধন্যবাদ।

অ.ট.-মাগুর ভাই,এই নিক নেওয়ার মাজেজা যদি একটু বলতেন।

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭

কালোপরী বলেছেন: :)

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৯

রাফা বলেছেন: :)? :>

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩

মাহবু১৫৪ বলেছেন: +++++++++

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪

রাফা বলেছেন: ধন্যবাদ,মাহবু১৫৪।

আপনার নিকটা ঠিক করে নিন চিঠি লিখে।

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮

আমিনুর রহমান বলেছেন: জন্মই আমার আজন্ম পাপ।
যুদ্ধ আমাকে জন্ম দিয়েছে,
কিছু অধিকারও কেরে নিয়েছে।

+++

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩

রাফা বলেছেন: এটাই মূল কথা, আমিনুর ভাই।

ধন্যবাদ,প্লাসের জন্য।

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৭

এম হুসাইন বলেছেন: পঞ্চদশ তম ভাললাগা।

চমৎকার কবিতা ব্রো।
শুভকামনা।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

রাফা বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।


থ্যান্ক ইউ ব্রো,এম হুসাইন।

ভালো থাকুন।

২০| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ কবিতা..খুব ভাল লেগেছে.....আমি এত সুন্দর লিখতে পারি না কেন?

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯

রাফা বলেছেন: সে.আনোয়ার, ভাই কেনো লজ্জা দিচ্ছেন?

আমার সাথে আসলে কবিতা যায়না।মাঝে মাঝে মনের কোন থেকে কিছু কথা উকিঝুকিঁ দেয়।সেগুলোই একটু সাজিয়ে লিখে দিলাম।

আপনি আমার ১ জন প্রিয় কবি।কবি তাকেই বলে যে ইচ্ছে করলেই লিখতে পারে কবিতা।আমার দ্বারা তা সম্ভব নয়।

উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

২১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ভাল লাগল।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২

রাফা বলেছেন: আমি ধন্য।কারো-তো ভালো লাগলো।

ধন্যবাদ ,তন্দ্রা বিলাস।

২২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

শ্রাবণ জল বলেছেন: ভাল লিখেছেন।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩

রাফা বলেছেন: যাক কবিতার সৌজন্যে অন্তত আমার ঘরে আসলেন।

ধন্যবাদ,শ্রাবন জল।

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

ঘুমন্ত আমি বলেছেন: সুন্দর কবিতা পড়ে ভালো লাগলো ।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

রাফা বলেছেন: ধন্যবাদ,ঘুমন্ত আমি।

২৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

shfikul বলেছেন: +++

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

রাফা বলেছেন: আবার কেনো কবি?

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৮

বৃতি বলেছেন: রাফা, বৃতি অর্থ জানতে চেয়েছিলেন । ফুলের একটা অংশ বৃতি, ফুলের হৃদয় বলতে পারেন ।

নববর্ষের শুভেচ্ছা অনেক :)

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২

রাফা বলেছেন: ধন্যবাদ,বৃতি।না ফুলের হ্রদয়।

বিলম্বিত,নববর্ষের শুভেচ্ছা। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.