নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

রক্ত সাগর পাড়ি দেওয়া নাবিক!!

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২


আমি সেই নাবিক-
পাড়ি দিয়েছে রক্তের সাগর।
আমি সেই সৈনিক-
টর্পেডো মাইন নয়,
থ্রি নট থ্রি রাইফেলের-
ধারালো বুলেটে কেড়ে নিয়েছি,
নরপশুর জিবন।

নাটোরের বনলতা ডেকেছে-
আমায় হাতছানি দিয়ে।
শান্ত করার প্রয়াসে-
তাকেও অনায়াসে
দিয়েছি ফিরায়ে।

আমিই রুমি,
আমিই আসাদ,
আমিই ফারুক.....।
আমার বুকের গভীরে
সযত্নে লালন করেছি
লক্ষ শহীদের মুখ।

আমি সেই সদ্য কিশোর,
এপাড়া ওপাড়া ঘুরে বেড়ানো
গ্রাম্য বালিকার দোষর।
৭১-এর মার্চে দেখেছি-
আমি এক অন্য রকম ভোর।

আমিই সেই নাবিক-
পেরিয়ে এসেছি এক রক্ত সাগর।




অ।ট। -এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা ,
আমরা তোমাদের ভুলবোনা।
এই গানটার অনুপ্রেরণা থেকেই লেখার চেস্টা করলাম।

পুরোনো একটি প্রচেষ্টা উন্মুক্ত করে আবারো সাহসী হোতে চাই।
ধন্যবাদ।





মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমিই সেই নাবিক-
পেরিয়ে এসেছি এক রক্ত সাগর।


১ম ভালোলাগা।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

রাফা বলেছেন: আপনিও প্রথম শুভেচ্ছা গ্রহণ করুন।

ধন্যবাদ,স্নিগ্ধ শোভন।

২| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭

বোকামন বলেছেন:
অসাধারণ +++++
খুব ভালো লাগলো

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

রাফা বলেছেন: সরল মন,ধন্যবাদ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

একজন আরমান বলেছেন:
বাহ।
ভালো লাগলো।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

রাফা বলেছেন: ধন্যবাদ,একজন আরমান।

আপনি অনেক ভালো লিখেন।

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ কয়েকবার পড়ার মতো একটা কবিতা।! বেশ কয়েকবার পড়লাম। ভালো লাগলো। :)

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

রাফা বলেছেন: শুধুই কবিতা নয়।আমার একান্ত উপলব্দী আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে।

ধন্যবাদ,আজ আমি কোথাও যাবো না।

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা!!!!!

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮

রাফা বলেছেন: যাক কবিতার কল্যাণে হোলেও শায়মা আপার পদধুলি পাওয়া গেলো।

ধন্যবাদ,শায়মা আপা।

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

রাতুল_শাহ বলেছেন: সুন্দর :)

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

রাফা বলেছেন: শের- শাহ-র উত্তরশুরী নাকি আপনি!!(জাস্ট কিডিং)

ধন্যবাদ , রাতুল-শাহ। :P

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখায় বিদ্রোহ আছে - পড়ে ভাল লাগছে খুব!

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

রাফা বলেছেন: ধন্যবাদ,মাসুম ভাই। মনের আকুতি গুলোই লিখে দিলাম।

কেমন আছেন?

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

নাটোরের বনলতা ডেকেছে-
আমায় হাতছানি দিয়ে।
শান্ত করার প্রয়াসে-
তাকেও অনায়াসে
দিয়েছি ফিরায়ে।



মন ছুঁয়ে দিল কবিতার এই লাইনগুলো। চমৎকার কবিতা রাফা ভাই।

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

রাফা বলেছেন: এখানে একটু ডাইমেনশন আনার চেস্টা করেছি।কঠিন থেকে একটু নরম হওয়ার চেস্টা আর কি!!

ধন্যবাদ,কান্ডারী অথর্ব।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

ইখতামিন বলেছেন:
এতো দিন এই কবিতা কই লুকায়ে রেখেছিলেন রাফা ভাই....
কবিতায় ৬ষ্ঠ ভালো লাগা

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯

রাফা বলেছেন: একজনের কাছে গচ্ছিত রেখেছিলাম।অনুমতি মিললো তাই প্রকাশিত হলো। :)

কেমন আছেন,নমিতাখই।

৬ষ্ঠ ভালো লাগায় সপ্তম ধন্যবাদ।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

অনীনদিতা বলেছেন: দারুণ লিখেছেন:)
একদম ফাটাফাটি ;)

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

রাফা বলেছেন: প্রশংসা কোরলেন নাকি!! :P :P

২য় পর্বের অপেক্ষায় আছি। আবোল তাবোল।

ধন্যবাদ,অনীনদিতা।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

ইখতামিন বলেছেন:
আপনি তো দেখছি দারুণ প্রেমে পড়েছেন
অনেক ভালো আছি.
আপনিও ভালো থাকুন
সেই কামনা করি :)

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:১১

রাফা বলেছেন: মানে কি? এখানে কবিতায় প্রেম পাইলেন কোথায়??আমি আবার কোথায় আছাড় খাইলাম!!

ভালো থাকা হোক সব সময়।

ধন্যবাদ, ইখতামিন।

১২| ১৫ ই মে, ২০১৩ দুপুর ২:৫৫

একজন আরমান বলেছেন:

হা হা।
ধন্যবাদ রাফা।
যদিও আপনার কমপ্লিমেন্ট শুনে একটু হাসি পেল।

১৬ ই মে, ২০১৩ দুপুর ১:২৪

রাফা বলেছেন: হমম,আমি কি কোন জোক বলছি আরমান ভাই!!

১৩| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:০০

আমিনুর রহমান বলেছেন:

আমিই রুমি,
আমিই আসাদ,
আমিই ফারুক.....।
আমার বুকের গভীরে
সযত্নে লালন করেছি
লক্ষ শহীদের মুখ।


ভালো লাগা রইল +++

১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৫৮

রাফা বলেছেন: ধন্যবাদ, আমিনুর রহমান-ভাই।

১৪| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:৩১

স্বপনবাজ বলেছেন: সুন্দর লিখেছেন!

১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৪১

রাফা বলেছেন: ধন্যবাদ,স্বপনবাজ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.