নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোর জানাজা-তো পড়লাম-কিন্তু আমারটা কে পড়বে?

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১

ভাবিনি দীর্ঘ বিরতির পর এমন একটা পোস্ট নিয়ে ফিরতে হবে।

======================================

মৃত্যুর সময় যেনো-পরিপুর্ণ মুসলমান হিসেবে "লাইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ..এই কলেমা পড়ে যেতে পারি"।



সাড়ে তিন হাত মাটির স্থায়ী ঠিকানায় যাওয়ার কি এতই তাড়া ছিলো তোর!

কাউকে কিছু না বুঝতে দিয়েই চলে গেলি বন্ধু।

কথাতো এমন ছিলোনা,যেতে হবে জানা ছিলো।

কিন্তু উত্তরাধীকার না রেখে যাওয়াটা কেমন যেনো অসম্পুর্ণ রয়ে গেলো।

আর কিছুটা পথ চললে কি এমন ক্ষতি হোতো তোর?

জিবনের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপুর্ণ সময়গুলো কাটিয়েছি তোর সাথে-

অথচ শেষ বিদায়টা জানাতে দিলিনা।এত অভিমান ছিলো তোর ,জানা ছিলোনা।



আমার বন্ধু/আমার মিতা খুব অসময়ে চলে গেলো না ফেরার দেশে।মনে হোলো যেনো মৃত্যুটাকেও সময় বেধে দিয়ে চলে গেলো।কোন অসুখ বিশুখ নয় কাজ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লো।হার্ট এ্যাটাকে সব কিছু শেষ।



তোকে বিদায় জানাতে এসে দেখি অসংখ্য মানুষ।এত মানুষের মধ্যেও নিজেকে খুব অসহায় আর একা মনে হোচ্ছিলো।কে এগিয়ে আসবে তোর মত করে আমার হাতটা ধরার জন্য।কে বুকে টেনে নিয়ে বলবে বন্ধু এত দেড়ি করে এসিছিস কেনো?কে আমার সাথে গল্পে মাতোয়ারা হবে-কাকে আমি মৃদু ধাক্কা ,কখনও বা চড় দেবো?কার কাধে হাতটা রেখে দাড়াবো আমি।তুই ছাড়া কে শুনবে আমার প্রয়োজনিয় ও অপ্রয়োজনিয় কথাগুলো!!

তুই কেনো এখনও জেগে উঠে বলছিসনা চল বন্ধু আমরা চা খেয়ে আসি।নিদেন পক্ষে একটু বাইরে থেকে ঘুরে আসি।এখানে আমার দম বন্ধ হোয়ে আসছে বন্ধু।



মাফ করবেন আর লিখতে পারছিনে।গত ২০ শে আগস্ট আমি আমার বাল্যকালের বন্ধুকে হারালাম।আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন প্লিজ। আমার নামেই নাম

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: দোয়া রাখি আল্লাহ তাকে বেহেস্ত নছিব করুন ।। মৃত্যু সবার জীবনেই
আসে এবং আসবে কিন্তু অনেক মৃত্যু আফছুস থাকে ।।
তবুও নিয়তির বিধান মেনে নিতেই হবে ।।

২| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: :( :( :( :(

বন্ধু হারানোর ব্যথা সহ্য করাটা খুব কঠিন রাফা ভাই!

উনার মাগফেরাত কামনা করছি

আপনি ভাল থাকুন..........।

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

আরজু পনি বলেছেন:

:(

পরম করুণাময় আপনার বন্ধুকে ভালো রাখুন ।

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার বন্ধুর জন্য দোয়া করি যেন আল্লাহ উনাকে বেহেশত দান করেন।

৫| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৬

রাধাচূড়া ফুল বলেছেন: তার আত্মার মাগফিরাত কামনা করছি।

৬| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

আহলান বলেছেন: হার্ট এটাক কি বেড়ে গেলো না কি ...! আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ... কই আগে রওয়ানা হ্যায় ...কই পিছে রওয়ানা ....

৭| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বন্ধুর বিচ্ছেদ বড়ই যাতনার-
যেমন যাতনা বাঁশীর
মূল থেকে ছীন্ন হবার কান্নাই
যেন তার সুর!
বন্ধুর জন্য কাঁদে
এমনই হৃদয়, বন্ধুর!!!

আল্লাহ তাঁকে মুক্তি দান করুন।



৮| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮

মেহেদী_বিএনসিসি বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...........। মৃত্যু আসলেই পৃথিবীর সবচেয়ে কঠিন বাস্তবতা.........যেটা কিনা আমরা মনে পড়লেও এড়িয়ে যেতে চাই। কাছের লোকের মৃত্যু আসলেই মৃত্যুর আসল ভয়টা দিয়ে যায়..........।

জানিনা কবে কিভাবে প্রস্তুতি নিতে পারব এ বাস্তবতাকে ফেইস করার :| :|

৯| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.......
আল্লাহ ওনার আখেরাত শান্তিময় করুন।

১০| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

অনীনদিতা বলেছেন: :(

১১| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫

ইখতামিন বলেছেন: আপনার বন্ধু শান্তিতে থাকুক

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১১

রাফা বলেছেন: আলাদা করে বলছিনা।
সবাইকে ধন্যবাদ, আমার বন্ধুর জন্য দোয়া করায়।
কেউ যেনো আমার মত অসময়ে বন্ধুকে না হারায়।

সবাইকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.