নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু ফেসবুক অভিজ্ঞতা...

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২

আবোল তাবোল প্রলাপ বকে কোন লাভ নেই।যা পারছিনা সেই সত্যটা স্বিকার করার মধ্যে কোন দোষ আছে বলে আমি মনে করিনা।

ফেসবুকে স্ট্যাটাস বলেন আর ব্লগে কিছু লিখা যেটাই বলেন।না কোন কিছুই আসলে লিখতে পারছিনা।মোট কথা মনটাকেই স্থির রাখতে পারছিনা কোন একটা নির্দিস্ট বিষয়ের উপর।কি নিয়ে লিখবো !চারিদিকের দৃশ্যপট এত দ্রুত পাল্টে যাচ্ছে যে তার সাথে তাল মেলাতে রিতিমত হিমসিম খেতে হোচ্ছে।



যখনি একটি বিষয়ের উপর লিখবো বলে মনকে সুস্থীর করার চেস্টা করছি।

ঠিক পরের মুহুর্তেই মনে হোচ্ছে এটা কোন লিখার বিষয় হলো?



আর ইদানিং আমার ব্যাক্তিগত জিবনে এত অঘটণ ঘটছে যে আমি নিজেই উপলব্দী করতে পারছিনা এগুলো কি সত্যিই আমার সাথে ঘটছে:

নাকি আমি হ্যালোসিনোসিনের শিকার।



দু-একটা উদাহারণ দিলেই বুঝতে পারবেন।



*সেদিন ফেসবুক বন্ধু বলে একজন স্বল্প পরিচিত বন্ধু ইনবক্সে নক করে বললো তার খুব সাহায্যের প্রয়োজন।তার মা খুবই অসুস্থ তাকে হাসপাতালে এডমিট করা খুব জরুরি।সে যে কাউকে ফোন করে সাহায্য চাইবে সেই ব্যালেন্সটুকু পর্যন্ত তার ফোনে নেই।যদিও আমি শক্‌ড তার এই কথা শুনার পর।ফোন করার পয়সা নেই অথচ ইন্টারনেট ইউজ করে ফেসবুকিং করার সময় এবং পয়সা দু'টোই তার আছে।কিন্তু পরক্ষনেই মনে হলো আমার হয়তো কোথাও ভুল হোচ্ছে।হয়তো সত্যিই তার সাহায্যের প্রয়োজন। আমি তাকে বললাম ঠিক আছে আমিতো দেশে নেই তবে ফ্লেক্সি করে কিছু টাকা আমি অন্তত তার একাউন্টে পাঠাতে পারি যদি সে তা চায়।সে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলে তার ফোন নাম্বারটা আমাকে দিলো।আমি কাপড় পরে রেডি হোয়ে বাইরে যাওয়ার পুর্বে তাকে একটা ফোন করে কনফার্ম করার জন্য তাকে ফোন দিলাম।ওমা সে দেখি ফোন ধরেনা।অথচ অনবরত রিং হোচ্ছে।আমি ইনবক্সে বললাম আপনি ফোন ধরছেননা কেনো?

সে ফোন ধরবে কি !যদি কোন ছেলে মেয়ে সেজে অভিনয় করে তাহোলে ফোন না ধরাটাই স্বাভাবিক।আমি ইচ্ছা মত কিছুক্ষন তাকে ঝারলাম।বললাম আপনাদের মত মানুষের জন্যই প্রকৃত বিপদ-গ্রস্থ মানুষকেও আজকাল সাহায্য করতে চায়না।আপনি একজন ছেলে হোয়ে মেয়ে সেজে প্রতারণা করে কত মানুষের সর্বনাশ যে করছেন তাকি ভেবে দেখেছেন।আসলে এতে যে সেই প্রতারকের বিন্দুমাত্র বোধদ্বয় ঘটবেনা তা আমি জানি।যেখানে আজকাল খুন করাকেই অনেকে অপরাধ মনে করেনা।

সেখানে প্রতারণা তো কোন অপরাধই না।এটাকে আধুনিক সমাজে স্মার্টনেস বলে।



*আমার এক ভারতীয় বাঙ্গালী বন্ধু ছিলো।আমিই তার প্রথম ফেসবুক ফ্রেন্ড।সেই হিসেবে সে আমাকে অনেক কিছুতেই গুরুত্ব দিতো।অনেক কিছুই করার পুর্বে আমাকে জানিয়ে তারপর আমার মতামত জানতে চাইতো।তার জিবনের অনেক ব্যাক্তিগত বিষয়-ও সে আমার সাথে শেয়ার করেছে।তাকে খুব ছোট বেলায় এক পরিবার দত্তক নিয়ে জার্মানিতে নিয়ে যায়।সেখানে থেকেই তার লেখা পড়া শুরু হয়।স্কুল শেষ করে কিছুদিন পুর্বে সে তার জন্মভুমি কলকাতায় ফিরে আসে।তখনই আমি জানতে পারি মুলত সে তার ফেসবুকের মাধ্যমে গড়ে উঠা রিলেশনের বয়ফ্রেন্ডকে খুজতেই নাকি দেশে এসেছে।তো সে আমার কাছে ইনবক্সে বিভিন্ন সময়ে নক করে জানতে চাইতো কিভাবে খুজে পাবে তার বয় ফ্রেন্ডকে।আমি তাকে বিভিন্ন ইনফর্মেশন দিয়ে সাহায্য করতে থাকি এবং নিজেও একটু চেস্টা করতে থাকি তার বয়ফ্রেন্ডকে খুজে পেতে।

এক পর্যায়ে খুজতে খুজতে ঐ ছেলের স্কুলের এক ফ্রেন্ডের মাধ্যমে তাকে খুজে পেয়ে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি এই তার বয় ফ্রেন্ড কিনা?সে অভিভুত হোয়ে যায় ।এবং আমার প্রতি তার শ্রদ্ধা আরো দশ গুন বেড়ে যায় এটা আমি উপলব্দী করি।আমি ভার্চুয়াল জগতে তার আনন্দ দেখতে পেতাম।সে প্রতিটি দিনের কথা ঘটণা সব আমাকে জানাতো ইনবক্সে।সব কিছু খুব সুন্দর ভাবেই চলছিলো।এমনকি তারা খুব শিঘ্রই বিয়ে করবে এটাও আমাকে জানিয়েছিলো।তার সময়গুলো নাকি স্বপ্নের মত সুন্দর কাটছে।যে মেয়ে প্রতিদিন তার কথা আমাকে জানিয়ে ঘুমোতে যেতো হঠাৎ করে একদিন দেখলাম তার আইডি ডিএ্যাক্টভিটেড।কোন মেসেজ নেই।বাধ্য হোয়ে তাকে কল করলাম।দেখি ফোন বন্ধ-তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করার চেস্টা করলাম।এখানেও ব্যার্থতা।তার স্কুল ফ্রেন্ডের সাথে যোগাযোগ করলে সে কিছুই বলতে পারলোনা।আমি অনুরোধ করলাম তাদের ব্যাপারে একটু খোজ করে আমাকে জানানোর জন্য।এখন চলছে আমার অপেক্ষার পালা।আর মনে মনে প্রার্থণা করছি কোন অমঙ্গল যেনো তাদের স্পর্শ না করে।



আর নিচের পোস্টেই আছে আমার ছোটবেলার বন্ধুকে হারানোর কথা।

সময়টা আমার জন্য খুব খারাপ বলেই মনে হোচ্ছে।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: তাকে খুব তাড়াতাড়ি খুজে পাবেন .....শুভকামনা রইল

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

রাফা বলেছেন: আমি নৈরাশ্যবাদি নই..আশা করি সে সুস্থভাবেই ফিরবে সে..।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন: ফেসবুক আর অচেনা মানুষদেরকে নিয়ে অবাক হবার কিছু ভাইয়া!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫

রাফা বলেছেন: শায়মা আপু সবাই অচেনাই থাকে প্রথম।আপনি কি আমাকে চিনেন...কিংবা আমি আপনাকে?

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

অনীনদিতা বলেছেন: তাকে খুব তারাতারি খুজে পাবেন আশা করি :)
আসলেই ফেইসবুকে মানুষকে যত টাই চেনেননা কেন!!!চেনার একটু বাকি থেকেই যায় ...

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

এসএমফারুক৮৮ বলেছেন: এ রকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

ইখতামিন বলেছেন:
++++++++++++
বিষয়টা আসলেই ভাবার

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনলাইনের এরকম ফ্রডদের কারণে রিয়েল বিপদের পড়া লোকদের সমস্যা হয়!

শেষের ঘটনাটা বেশ রহস্যময়, আশা করি খুজ পেয়ে যাবেন!

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আমরা সবাই অচেনা থাকি। কিন্তু পরিচিত হতে কতক্ষণ। পরিচিত হতে চাইলে ভাল কিছু করতে চাইলে এগুলো ভাল প্লাটফরম হতে পারে।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফেইসবুকে আমি আমার রিলেটিভ ও ফ্রেন্ড ছাড়া কাউকে অ্যাড করি না।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

রাফা বলেছেন: হুমম.... কিন্তু আপনার ঠিক উল্টোটাই করি আমি।আমার কোন রিলেটিভ বা বন্ধুকে এ্যাড করিনা আমি।ফেসবুক অথবা ব্লগ এমন যায়গা যেখানে নিজেকে প্রকাশ করতে নেই।
কোন না কোন সুত্র ধরে সেটা প্রকাশিত হবেই আজ অথবা কাল.

জানেন-তো বারাক ওবামা তার মেয়েদের ফেসবুক ব্যাবহার করতে দেয়না।কারন নিজেদের পারিবারিক ব্যাপার মানুষ কেনো জানবে?
এটাই মুল কারন।আপনি ফেসবুকে যা করবেন তার প্রমাণ কিছু দিয়েই মুছতে পারবেন-না।একবার যা প্রকাশ করবেন তা আর আপনার থাকবেনা।কাজেই সাবধান....

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ঠিক কাজটি করেছেন। আমি করেছি ভুল। যে আমাকে এড করতে চেয়েছে তাকেই এক্সেপ্ট করেছি। চিনি না জানি না।তবে এখন আর কাওকে এড করি না। কিছু ফ্রেন্ড ক্যানসেল করবো। বিশেষ করে আজে বাজে স্টাটাস ছবি পাওয়া মাত্র।
উটকো ঝামেলা মাত্র।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভকামনা রইল। তবে ফেসবুক জিনিসটা আমার কাছে এক রকম ফালতু মনে হয়। যদিও যোগাযোগ মাধ্যম হিসেবে চমৎকার কিন্তু আজকাল যেভাবে এটার মিস ইউস হচ্ছে তাতে ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করে রাখাই শ্রেয়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

রাফা বলেছেন: আপনার নিজের ঠিক করতে হবে।আপনি কি করতে চান-প্রযুক্তির মাধ্যমে।

পুরোটাই নির্ভর করে ব্যাবহারকারির উপর

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

রাধাচূড়া ফুল বলেছেন: বন্ধুকে খুঁজে পান দুয়া করি।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

অদ্বিতীয়া আমি বলেছেন: এ ধরণের ব্যাপার গুলো কেমন যেন ! সত্যি কিছু বিশ্বাস করতে দ্বিধা হয়

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

বটবৃক্ষ~ বলেছেন: দু:খজনক।
শুভকামনা ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.