![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
নিরবতা-নিঃসঙ্গতার প্রতিক হোয়ে-
ভেসে বেড়াতে ভালো লাগেনা।
তোমাকে খুজে ফিরি ব্লগের পাতায়,
অথবা ফেসবুকের স্ট্যাটাসে।
তুমি কি জানো তোমাকে প্রতিটি মুহুর্তে-
খুজে ফিরি ইন বক্সের কথোপকথনে।
সবুজ ইন্ডিকেটর লাইট-
প্রমাণ দেয় তোমার উপস্থিতি।
লাইক আর কমেন্টের বেড়াজালে
যখন তুমি দিশেহারা----
তখন যেমন করে খুজেছি তোমায়।
আজো খুজে ফেরে আমার তৃষিত নয়ন।
শুধু তোমাকেই খুজে ফিরি,বন্ধু আমার।
তুমি জাননা মেয়ে কতটা প্রশান্ত করেছো-
আমাকে দু'দন্ড কথা বলে।
যদিও ইথারে ভেসে আসা কন্ঠস্বর-
তবুও মনে হয়েছে তুমি আছো নিরন্তর।
ভালোবাসা কি জানো মেয়ে-----?
আমার কাছে ভালোবাসা হোচ্ছে
তুমি-তুমি শুধুই তুমি।
আমার চাওয়াটা কি খুব বেশি মনে হয়-
তোমার কাছে?
সানিধ্য পাওয়ার কোন আশা নেই,
তবুও কামণা করি তোমার একটুকু সময়।
হোকনা সেটা ভার্চুয়াল, কিইবা এমন ক্ষতি তোমার?
ল্যাপটপ,সেলফোন কিংবা এন্ড্রয়েডের কোন স্ক্রিনে!
অনেক তারার মাঝখান থেকে খুজে পেয়েছিলাম তোমাকে!
আজ আবার মনে হোচ্ছে তুমি বিলিন হোয়ে যাচ্ছো ঐ আকাশে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৫
রাফা বলেছেন: মন খারাপ করবেন-না প্লিজ।সব কিছু সব সময় পজিটিভলি হয়না।
তাই বলে কিন্তু জিবন থেমে থাকেনা।
শুভকামনার জন্য ধন্যবাদ.....
ভালো থাকুন....ভালোবাসার মানুষকে নিয়ে।
অ.ট. আচ্ছা "রাধাচূড়া ফুল" কোথায় পাওয়া যাবে?
ধন্যবাদ।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি জাননা মেয়ে কতটা প্রশান্ত করেছো-
আমাকে দু'দন্ড কথা বলে।
দারুণ লিখেছেন
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: তুমি নেই বলে
আজ আর বলা হয় না
ভালবাসি তোমায় অনেক বেশি !
শুধু তুমি নেই বলে !
রাফা ভাই চমৎকার । ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
রাধাচূড়া ফুল বলেছেন: মন খারাপ হয়ে গেল।
সে ফিরে আসুক আপনার কাছে। শুভকামনা রইল।