নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

৭১-র কুখ্যাত রাজাকার কামারুজ্জামানের রায় বহাল রইলো।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

সন্দেহাতীত ভাবে প্রমানিত খুনি কামারুজ্জামান-র উপযুক্ত সাস্তি হওয়াতে আমরা এখন বলতেই পারি ধিরে হলেও ন্যায় বিচারের পথ উন্মোচিত হচ্ছে।

এই খুনির সাস্তি কার্যকর করে...কলংকের যে তিলক লেগে আছে আমাদের কপালে, তা থেকে পরিত্রান দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি অভিনন্দন জানাই।

এখন সময় পূর্ণ সজাগ থাকার,তাদের সর্ব শক্তি নিয়োগ করবে বিশৃখলা সৃস্টি করার জন্য।আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব অনুভব করি তাদের কিছুনা কিছু দ্বায়বদ্ধতা আছে দেশের প্রতি।কাজেই বর্তমান সরকার যাতে নির্বিগ্নে বিচার কার্য সমাপ্ত করতে পারে আমাদের সমর্থন অব্যাহত রাখতে হবে।আমরা চাই বর্তমান সরকার তাদের এই মেয়াদের মধ্যেই সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করে এর পরিসমাপ্তি ঘটাবে।
এটা নিয়ে আর কোন রাজনিতী হোক তা আমরা চাইনা।

আজ শোকাবহ জেল হত্যা দিবসে আরেকটি বিজয়ের মাধ্যমে শোককে শক্তিতে পরিনত করে বাংলাদেশ এগিয়ে যাবে এই কামনা থাকলো।

৩রা নবেম্ভরের শহীদদের প্রতি শ্রদ্ধা রইলো।
জয় বাংলা

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

বাতাস০০০১ বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ আপনার অনুভূতির জন্য। শাহাবাগে আসলে আমাকে একটা ফোন দিয়েন।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ২:৫৮

খেলাঘর বলেছেন:

দেনা শোধ করার সময় হয়েছে।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৮

খেলাঘর বলেছেন:


এতদিন ধর্মকে না বুঝে বিক্রয় করে আসছিল।

এবার ধর্ম দেখার সুযোগ পেলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.