নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

বিদেশি নাগরিক হত্যাকান্ড- অজুহাত হোতেই পারে অস্ট্রেলিয়ার সফর বাতিলের।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪১

কুটনিতীক পাড়ায় ইটালিয় নাগরিক হত্যাকান্ডকে অজুহাত হিসেবে ব্যাবহার করার সুযোগ সৃষ্টি হয়েছে।নিরাপত্তার দিক দিয়ে মনে হয় এই এলাকাকে ভিভিআইপি ক্যাটাগরিতে রাখা হয়েছে।দুর্ঘটনা যে কোন সময় যে কোন যায়গায় ঘটতেই পারে।কিন্তু আইন শৃংখলা বাহিনি এর সমাধানে কতটা তৎপর তা দেখাই গুরুত্বপূর্ণ।কতটা যুগোপযোগি আমাদের ল -এনফোর্সমেন্ট সংস্থা সেটাকে প্রমাণ করতে হবে তাদের।যদি তা না পারে তাহোলে এই অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের সফর বাতিল করলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবেনা।

বর্তমান সরকারের বিরুদ্ধেতো একটি গোষ্ঠি জানপ্রাণ দিয়ে লড়তে পারে।এটা দিবালোকের মত সত্য।কিছু কিছু সমস্যার তরিৎ সমাধান ব্যাতিত এর থেকে বের হয়ে আসার কোন সুযোগ নেই।সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স-এ এখন পর্যন্ত তেমন কোন লক্ষনিয় দৃষ্টান্ত দেখতে পাইনি।যুদ্ধাপরাধের বিচারকে প্রলম্বিত করার একটি অপ-প্রয়াসও পরিলক্ষিত ।

ভিবিন্ন অপরাধ যারা সংগঠিত করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাল বিলম্ব।দূর্নিতির বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে পরেনা।উপরন্ত আইন শৃংখলা বাহিনির কতিপয় দুর্ণিতীবাজ কর্মকর্তা কতৃক অপরাধিদের বাচানোর অপকৌশল।সব মিলিয়ে বর্তমান সরকার কঠিন চ্যালেন্জের মুখে দাড়িয়ে।

চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ বা টেলি কমিউনিকেশনের উপর যে পুরস্কারই পাইনা কেনো।তাতে আত্মতৃপ্তিতে ভেসে যাওয়ার কোন কারন নেই।
এই পুরস্কার প্রাপ্তি কিংবা সরকারের সফলতা সব কিছু তখনি প্রমাণ হবে যখন আইন কানুন নিজস্ব গতিতে চলবে।যে কোন অ্যাকশনে তড়িৎ রিএ্যাকশন হবে তখনি স্বার্থকতা খুজে পাবে সবাই।এখন আর কথায় বিশ্বাস করেনা কেউ।সব কিছুর দৃশমান চিত্র দেখতে চায়।কাজেই সরকারকে ভেবে দেখতে হবে তারা কোন পথে চলবে।

আমার বিশ্বাস আগামি ১০ বছরের মধ্যে আমরা অন্য উচ্চতায় পৌছে যাবো।আমাদের অর্থনিতী এখন হেলা-ফেলার পর্যায়ে নেই।সমগ্র বিশ্বে ৩৭ তম স্থানে আছে আমাদের অবস্থান।অবকাঠামোগত উন্নয়ন যত এগুবে তার সাথে পাল্লা দিয়ে এগুবে আমাদের অর্থিনিতীও।ইচ্ছে করলেও উন্নত বিশ্ব আমাদের পাশ কাটাতে পারবেনা।সিমানার দিক দিয়ে ছোট হোলেও অন্য সব দিক দিয়েই আমরা বড় দেশ।সব কিছু বিবেচনায় রেখে সঠিক নেতৃত্ব অন্য যে কোন সময়ের চাইতে বেশি জরুরি।আশা করি সেদিকে সজাগ দৃষ্টি রাখবে বর্তমান সরকার।এখন পা পিছলে পড়লে আর ঘুড়ে দাড়াতে পারবোনা আমরা।আইনের সঠিক প্রয়োগের সময় এখন।কাগজে কলমের দিন শেষ ,কাজের সময় এখন

প্রমাণ করুন আমরা যে কারো নিরাপত্তা দিতে সক্ষম।এবং সেটা আন্তর্জাতিক মানের।তাহোলেই কোন অজুহাত পাবেনা পালিয়া বাচবার।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২১

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: Click This Link

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:২০

রাফা বলেছেন: পড়েছি ,একমত নই সব কিছুতে....

ধন্যবাদ,ই.ক.আ.মাধব।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

অমিয়েন্দ্র বলেছেন: আমার বিশ্বাস আগামি ১০ বছরের মধ্যে আমরা অন্য উচ্চতায় পৌছে যাবো।আমাদের অর্থনিতী এখন হেলা-ফেলার পর্যায়ে নেই।সমগ্র বিশ্বে ৩৭ তম স্থানে আছে আমাদের অবস্থান।

:) :)

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১:৩৪

রাফা বলেছেন: হুমমম....বসে থাকলে চলবেনা।সামনে এগিয়ে যেতে হোলে সব চ্যালেন্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে।

ধন্যবাদ,অমিয়েন্দ্র।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

আহসানের ব্লগ বলেছেন: হুম ।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫

রাফা বলেছেন: রিয়েলি..... ;)

৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২৪

সচেতনহ্যাপী বলেছেন: বর্তমান য়ুগটাই চলার,থামার নয়।।তাই আমরাও চলবো,এতে বিচিত্র কি!!
আর এই পুরস্কার প্রাপ্তি কিংবা সরকারের সফলতা সব কিছু তখনি প্রমাণ হবে যখন আইন কানুন নিজস্ব গতিতে চলবে এতেও অবাক হবো না।।

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৭

রাফা বলেছেন: আপনার কি মনে হয় সব কিছু ঠিক মত চলছে আমাদের দেশে?
আমারতো মনে হয় সবকিছু নিয়ম মত চলছেনা......।

সরকারের আরো সতর্কতা ও তড়িৎ এ্যকশনে যাওয়া উচিত যে কোন ব্যাপারেই।
আর সাধারণ মানুষের কথা সবার আগে বিবেচনায় রাখতে হবে।যা পুরোপুরি অনুপস্থিত ।দ

ধন্যবাদ,অসচেতন হ্যাপি।

৫| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: একমত বলেই তো আর অবাক হই না।।আসলে আমরা ঠিক আছি মত ও পথের পার্থক্য নিয়ে ক্ষে্ত্রবিশেষে ভুল পথ নিয়েও।। যার বিন্দুমাত্রও নেই আমরা যাদের নির্বাচিত করেছি।।
,অসচেতন হ্যাপি!! আসলেই আমি একটু বোধহয় ...।। ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.