নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

হিংস্র হায়েনা সাকা ও মুজাহিদের গিদরে পরিনত হওয়া !

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

বাংলাদেশের ইতিহাসের কুৎসিত চরিত্রের হিংস্র হায়েনারা এখন গিরগিটির মত রুপ পরিবর্তন করে নপুংসকে পরিনত হয়েছে।
বড়াই করে পরিচয় দেওয়া আত্মস্বিকৃত রাজাকার ও বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নেই বক্তব্য দানকারি.....ধেরে বরাহ শাবক সাকা এবং মুজাহিদ রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষা চেয়েছে।

এখন এই দুই কুলাঙ্গারদের অনুসারিদের নিকট আমার প্রশ্ন -ক্ষমা চাওয়ার অর্থ বুঝতে পারেনতো আপনারা?অর্থাৎ তারা তাদের অপরাধ স্বিকার করে নেওয়ার পরই আসে ক্ষমা চাওয়ার প্রশ্ন।সাকার মত রাজনিতীবিদ সারা পৃথিবীতে বিরল।তার মত তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস কেউ দেখাতে পারেনি মুক্তিযুদ্ধ নিয়ে।মুজাহিদের সেই দাম্ভিক উক্তি -এই দেশে কোন যুদ্ধাপরাধি নেই ।তারা মনে করেছিলো এই দেশে এমন কেউ নেই যে তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারবে।তারা ভুলে গিয়েছিলো যে দেশের মানুষ নিঃস্বার্থভাবে দেশের জন্য জিবন দিতে পারে সে দেশের ১জন মুক্তিযোদ্ধা জিবিত থাকলেও এই রাজাকারদের কোন ক্ষমা নেই।

এই খুনিদের ক্ষমা করতে পারবে তাদের দেশ পাকিস্তান।বাংলাদেশের কোন রাষ্ট্রপতির পক্ষেই সম্ভব না।যদি না আবার কোন রাজাকার বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

আরজু পনি বলেছেন:
দেখা যাক কী ঘটে ...

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৭

রাফা বলেছেন: দেখে কি বুজলেন.....?

২| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

ধঅনের শীষ বলেছেন: প্রমাণ ছাড়া কাউকে রাজাকার গন্য করা ঠিক নয়, এই লন প্রমাণ :P :P

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

রাফা বলেছেন: এদের বেলায় আর কোন প্রমাণের দরকার হয়না।আলবদরের প্রতিশব্দ হোচ্ছে" মুজাহিদ"।আর খুনির প্রতিশব্দ হইতেছে "সাকা"।

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

চলন বিল বলেছেন: তুই শালা মেন্টাল

২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:০৮

রাফা বলেছেন: রাজাকারদের পক্ষে বলিনা তাই হোতেও পারে।আমার কোন বোন নেই-আপনার বোন থাকলে তাকে আমার রক্ষিতাও করতে রাজি নই।

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

রাফা বলেছেন: //আল্লাহ যদি আমাদের বাচিয়ে রাখে, এই বিচার আমরা পুনরায় করবো, হাসিনার মন চাইছে খুন করুক, বাবা চলে যাবে আমরা ভাই বোন জীবিত আছি, হাসিনা যদি ৪০ বছর পর তার বাবার হত্যার বিচার করতে রে আমরা পারবো না কেন?
- সাকা কন্যা ফারজিন কাদের চৌধুরী//
...Punishment for Genocide Denial Law (Genocide Denial Law) প্রণয়ন করা জরুরি হয়ে গেছে।

এই হোচ্ছে সাপের বাচ্চা সাপ।

৫| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:

পেছনে পড়ে যাওয়া বাংগালীরা পাকীদের হয়ে মানুষ হত্যা করেছিল, তারা পরাজিত হয়ে বিজয়ীর আসন দখল করেছিল দীর্ঘ সময়।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১০

রাফা বলেছেন: খুব সত্যি কথা এটা।আর এর নেতৃত্য দিয়েছিলো তথাকথিত ছাগিয়তাবাদি ১টি দল।

৬| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

আরজু পনি বলেছেন:
ফাঁসি তো হয়ে গেছে :D

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২

রাফা বলেছেন: এরকমই-তো কথা ছিলো.....হাসিনা না থাকলে এই বিচার স্বপ্নেও দেখতে পারতেননা।

৭| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৪

আরজু পনি বলেছেন:

ব্যাপারটা হলো...কতো দ্রুত রায় কার্যকর করে সেটাই দেখতে চাচ্ছিলাম ।
তবে আমার মনে হয়, দল মত নির্বিশেষে যারা সেসময় মানবতাবিরোধী কাজ করেছে তাদের সবাইকে লটকানো উচিত তা যদি নিজের দলের ভেতর কেউ হয় তবুও ।

আশা করি শেখ হাসিনা ক্রমান্বয়ে সেদিকেও মনোযোগ দিবেন ।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

রাফা বলেছেন: মনে করছিলাম কিছুটা হোলেও বিএনপি করবে।কিন্তু কোনভাবেই সম্ভব হলোনা।
এতটা আশা করিনা আমি।তবে যুদ্ধাপরাধিরা আর রাজনিতীর চালিকা শক্তি হবেনা কখনই।এদেরকে ধিরে ধিরে কর্ণার করে ফেলা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.