নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

~~ইতিহাসে করা বঙ্গবন্ধুর সবচাইতে বড় ভুল !!

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪




আজকে আপনাদের ইতিহাসের সবচাইতে বড় একটি ভুলের কথা বলছি।যে ভুলের খেসারত এত বড় যে বাংলাদেশের মাটি'কে বহন করতে হোচ্ছে সবচাইতে ভাড়ি লাসটি।এবং সে লাসটি হোচ্ছে জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।এখন সেই ভুলটির কথা বলছি,যে ভুলটি তারেক রহমানের চোখেও ধরা পড়েনি।কেনো তারেক রহমানের কথা বললাম নিশ্চই বুজতে পেরেছেন।কারন তিনি গবেষণা করে মহা নায়কের অনেক ভুল বের করেছেন।এবং থিসিস আকারে সেই ভুল গুলো প্রকাশ করে বিশ্বে তার নাম হীরক অক্ষরে লিখে ফেলেছেন।

বঙ্গবন্ধু স্বাধীনতার পরে বাংলাদেশ সেনা বাহিনিতে একটি পদ সৃষ্টি করেছিলেন।এবং সেই পোষ্ট-টা ঐ একটা পিরিয়ডেই ছিলো বাংলাদেশে।সেটা হোচ্ছে ডেপুটি জেনারেলের পদ।বাংলাদেশের সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লার ডেপুটি হিসেবে নিয়োগ দিয়েছিলেন /মেজর জিয়া'কে।পৃথিবির আর কোন সেনা বাহিনিতে এই পদটি ছিলোনা- নেই। বাংলাদেশেও এরপরে আর কেউ সেই পদে অধিস্টিত হয় নাই।

এখন বলছি কেনো বঙ্গবন্ধু সেই পদটি সৃষ্টি করেছিলেন-বেগম খালেদা জিয়া তখন বাস করতেন ধানমন্ডির ৩২ নম্বরে।শেয়ার করতেন শেখ রেহানার বেডরুমটি।আর যে শাড়ি গুলো পরতেন সেগুলো ছিলো শেখ হাসিনার।বঙ্গবন্ধু তাকে কণ্যার মর্যাদা দিয়েছিলেন।হাসিনা,রেহানারা দিয়েছিলেন বড় বোনের মর্যাদা।এবং এত কিছু করেছিলেন শুধু তারেক/কোকোর মা'কে জিয়াউর রহমানের ঘরে ফিরিয়ে দিতে যথাযোগ্য সন্মানের সাথে।কারন সঙ্গত কারনেই মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান খালেদা জিয়াকে তার স্ত্রীর মর্যাদা দিতে চান নাই।এটাই হচ্ছে ইতিহাসের তিক্ত সত্য। এর সঠিক প্রতিদান পেয়েছেন বঙ্গবন্ধু ও তার পরিবার।জিয়া শুরু করেছিলেন বংশ পরম্পরায় তা অব্যাহত রেখেছেন খালেদা জিয়া,আরো একধাপ এগিয়ে গেছেন তারেক জিয়া।নির্মম হলেও কথাগুলো কিন্তু খুব সত্যি।

বিবেচনার দায়িত্ব রইলো আপনাদের উপর,ধন্যবাদ।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

দেবজ্যোতিকাজল বলেছেন: শুনেছি । সত্য কি মিথ্যা জানি না

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬

রাফা বলেছেন: কারন আপনি বাংলাদেশের ইতিহাস নিয়ে আগ্রহী না তাই এর অ ,আ ,ক,খ কিছুই না জানলেও অবাক হওয়ার কিছুই নাই।

ধন্যবাদ,অকপটে সত্য বয়ানের জন্য,দেবজ্যোতিকাল।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:

আপনি 'ভুলের নামে ' শেখ সাহেবের দয়াকে তুলে ধরেছেন; তবে, এটা সঠিক যে, শেখ সাহেব ঠিকই ভুল করেছিলেন, বা খালেদা জিয়াকে বুঝতে পারেননি।

যুদ্ধের মাঝখানে, খালেদা জিয়ার ধরণা হলো যে, বাংগালীরা জিতবে না; উনি গিয়ে উঠলেন ক্যানটনমেন্টে; পাকীরা ভয়ংকর টাউট জাতি, তার উপর পাকী 'মিলিটারী অফিসার', এরা বিশ্ব টাউট; পাকীরা খালেদা জিয়াকে বুঝায়ে ছিল যে, বাংগালী দুরের কথা, ভারতীয়রা লেজ তুলে পালাবে পাকী আক্রমনে।

খালেদা জিয়ার পৃথিবী, ১০ম শ্রেণীর বিদ্যা; শেষে যখন পাকীদের ভারত নিলো, খালেদা জিয়া মন থেকে নিজের বিশ্বাসের পরাজয়কে মানতে পারেনি; আর খালেদা জিয়ার দুই ছেলে, এগুলো চোর, চাঁড়াল হয়েছে মাত্র।

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

রাফা বলেছেন: একেবারে সত্যি বলছেন,খালেদা জিয়াকে চিনতে পারেন নাই।তিনি মনে করেছিলেন খালেদা জিয়া অতিথি নয় বন্দি ছিলেন ক্যান্টনমেন্ট।
ধন্যবাদ,চাঁদগাজী।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

ডার্ক ম্যান বলেছেন: ঘটনার সত্যতা আছে বলে মনে হয়

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

রাফা বলেছেন: যদি সন্দেহ থাকে বাংলাদেশ সেনাবাহিনির পোষ্ট ডেসক্রিপশন দেখতে পারেন।

ধন্যবাদ,ডার্ক ম্যান।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৯

মোঃ মজনুর রহমান বলেছেন: নতুন নতুন রূপকথা । রূপকথা কার না ভালো লাগে । আমারও ভালো লাগলো।

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

রাফা বলেছেন: হায় হায় আপনার 'তো অনেক বুদ্ধি ।কেউ বুঝতে পারলোনা আপনি বুইজা গেলেন এইটা রুপকথা।
সাব্বাস -মোঃ ম.রহমান।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

দেবজ্যোতিকাজল বলেছেন: না জানার কারণ আমি পশ্চিমবঙ্গবাসি

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

রাফা বলেছেন: সেই জন্যই'তো উপরের মন্তব্য আপনার জন্য শতভাগ প্রযোজ্য।বাংলাদেশের ইতিহাস নিয়ে আপনার মাথা ব্যাথা না থাকারই কথা।
আমি পজেটিভ সেন্সেই বলছি।আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

ভ্রমরের ডানা বলেছেন: অনেক কিছু জানার আছে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২২

রাফা বলেছেন: কিন্তু আমরা জানার চেষ্টা করি কোথায় ! জানতে চাইনা বলেই বিকৃত তথ্য ও ইতিহাস গেলানোর চেষ্টা চলছেই আজো।
যদি একটু সচেতন হইতাম নিজেদের জন্মের ইতিহাস জানার তাহলে এত বিভ্রান্তিতে পরতে হইতোনা।

ধন্যবাদ,ভ্রমরের ডানা।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

শুভ্র বিকেল বলেছেন: অসাধারণ একটি পোস্ট। আপনার জন্য হৃদয় নিঙরানো শ্রদ্ধা।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১১

রাফা বলেছেন: আমাদের শ্রদ্ধা সব টুকুই আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য।কারন তারা আমাদের দেশটি দিয়ে গেছেন বলেই এখানে কিছ লিখতে পারছি।আমাদের জন্মের ইতিহাস যেনো আমরা ভুলে না যাই।বার বার স্বরণ করতে হবে এই ইতিহাস।তাহলেই আমরা এগিয়ে যাবো।

ধন্যবাদ,শুভ্র বিকেল।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

রোকসানা লেইস বলেছেন: জাতীর পিতা বিশাল অন্তর দিয়ে দুধকলা দিয়ে একটি কাল নাগিনী পুষেছিলেন তার বিষে জরজরিত বাংলাদেশ

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

রাফা বলেছেন: জাতির জনক ভালোবাসা দিয়ে সব কিছু সাদা করে ফেলার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি/যখন উনি একটু কঠিন হতে চেয়েছিলেন তখনি তাকে শেষ করে দিয়েছে মির্জাফরের বুলেট।উনি বার বার প্রমাণ করেছেন কোনটা সঠিক।কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন সিরজের সাথে এই দেশেরই কুসন্তান মির্জাফরদেরও বসবাস।তাই ২০০ বছরের অভিশাপ থেকে মুক্তি পেলেও তাদের রেখে যাওয়া জারজরা ছোবল হানে বার বার।

৯| ০১ লা মে, ২০১৬ সকাল ১১:৫৪

রাঙা মীয়া বলেছেন: আপনার লিখাগুলো বড্ড একপেশে |-)

২৩ শে মে, ২০১৬ রাত ১২:৩৭

রাফা বলেছেন: কারন আমিতো একটা পক্ষেই লিখি।
এটাতে কেউ লাভবান হতেই পারে।

১০| ১৬ ই মে, ২০১৬ সকাল ৮:৩৩

সুলতান সুলেমান বলেছেন: হিটলারের মতো মুজিব ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলো। ইতিহাস বিকৃতি র কিছু নেই

১১| ১৬ ই মে, ২০১৬ সকাল ১০:৪৩

বিজন শররমা বলেছেন: এই ধরনের পাগলকে ভালো ভালো কথা বলে উতসাহ দিন । তাহলে পাগল আরো পাগল মার্কা কথা লিখবে আর আমরা পড়ে মজা পাবো, হাসতে পারবো ।

১২| ২০ শে মে, ২০১৬ সকাল ১০:৪৫

মিতক্ষরা বলেছেন: "আর যে শাড়ি গুলো পরতেন সেগুলো ছিলো শেখ হাসিনার"

শেখ হাসিনার পুরোনো শাড়ি খালেদা পড়তেন! বাহ, বেশ সাদাসিধা জীবন যাপন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.