নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন.....

২২ শে মার্চ, ২০১৮ রাত ৩:৩৮



"এই মাত্র পাওয়া্‌ঃ
এই সদ্য ফোঁটা শিউলি,
জেগে উঠা কোলাহল
সোনাঝরা আদুরে রোদ,
কিছুই জাগাতে পারেনি
আমার বেচে থাকা বোধ।"
হা..হা..হা..হা..হা..হা..।
কোনটাই"

তবু বেঁচে থাকি ঘুমন্ত শহরে,
কেউ`তো থাকা চাই-
যার কারনে বাঁচবে তুমি
সহস্র বছর।"
যার........................।


একটি অসমাপ্ত কবিতা-
এই কয়েকটি লাইন আমাকে লিখে দিয়েছেন একজন ব্লগার।
যিনি অসাধারণ সব কবিতা সৃষ্টি করে গেছেন এখানেই ,
গত এক বছর তাকে আর খুজে পাইনি ।
এখানে দিলাম এই আশায় যদি তিনি ফিরে এসে কিছু বলেন-
সেই আশায়।কারন আমি চাই তিনি আবার আমাদের এখানে এসে লিখুন।
সঙ্গত কারনেই পরিচয়টি অপ্রকাশিত রাখলাম।
ধন্যবাদ।

বিঃ দ্রঃ এই লেখার কোন প্রশংসাই আমার প্রাপ্য নয়।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


সব ব্লগারেরা ফিরে আসুক, কথা বলুক

২৩ শে মার্চ, ২০১৮ ভোর ৪:১১

রাফা বলেছেন: সবাই কি ফিরে আসে? কেউ চলে যাবে আবার নতুন কেউ আসবে।এভাবেই চলে সবকিছু।

তবে এটুকু চাই যারা চমৎকার লিখেন তারা যেনো একটু সময় বের করে মাঝে মাঝে উকি দিয়ে গেলে ভালো হয়.।

ধন্যবাদ,চাঁদগাজী।

২| ২২ শে মার্চ, ২০১৮ ভোর ৫:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক সময় অনেক সুন্দর সুন্দর পোস্ট পেতাম। ইমন জুবায়ের, আরফি জেবতিক এ ই সব ব্লগারের লেখা যে কোন ভালো বইয়ের চেয়েও আগ্রহ নিয়ে পড়তাম। আজ কাল সেই ধরনের পোস্ট আসে না। তবে ব্লগার চাঁদগাজী তার সমকালীন রাজনীতির পোস্ট দিয়ে খুব চাঙ্গা রাখতে পারছেন এটা একটা বিরাট প্রাপ্তি।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৫

রাফা বলেছেন: একেবারে সত্যি কথা ,তখন সারাদিন পড়লেও শেষ করা যেতোনা মানসম্মত পোষ্ট।এখন খুব কম পোষ্টই আসে যা থেকে সমাজ বা দেশের মানুষ কিছু শিখতে পারে।
এমনকি পোষ্ট লিখে এক সাবজেক্ট নিয়ে আর কমেন্টে আলোচনা হয় কেমন আছেন এরকম টাইপ.পোষ্টের বিষয় নিয়ে খুব কম আলোচনা হয়।শুধু এজন্যই ব্লগ তার আকর্ষণ হারিয়ে ফেলছে।বেশিরভাগ ব্লগার শুধু কমেন্ট পাওয়ার জন্য কমেন্ট করে আজেবাজে পোষ্টে।অনক সময় শিরোনামের চাইতে পোষ্টের বক্তব্য ছোট হয়।পোষ্ট পড়তে গিয়ে হতাশ হই বেশিরভাগ সময়।

ধন্যবাদ,মো.সা.হোসেন।

৩| ২২ শে মার্চ, ২০১৮ ভোর ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক সময় অনেক সুন্দর সুন্দর পোস্ট পেতাম। ইমন জুবায়ের, আরিফ জেবতিক এ ই সব ব্লগারের লেখা যে কোন ভালো বইয়ের চেয়েও আগ্রহ নিয়ে পড়তাম। আজ কাল সেই ধরনের পোস্ট আসে না। তবে ব্লগার চাঁদগাজী তার সমকালীন রাজনীতির পোস্ট দিয়ে খুব চাঙ্গা রাখতে পারছেন এটা একটা বিরাট প্রাপ্তি।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭

রাফা বলেছেন: বাহ্ আপনিতো বেশ সবকিছু মনে রেখেছেন।আসলেই সে সময়ের মত দিন আর ব্লগে কখনই দেখবোনা হয়তো।আগে ভালো পোষ্ট পড়েই শেষ করা যেতোনা।

ধন্যবাদ,মো.সা.হোসেন।

৪| ২২ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৪১

খায়রুল আহসান বলেছেন: তার লেখা কবিতার লাইন উদ্ধৃত করে একজন হারিয়ে যাওয়া সহব্লগার কবিকে অনুসন্ধান করে চলেছেন, বিষয়টা আমাকে খুবই আশান্বিত করলো, অনুপ্রাণিত করলো। আপনার সাথে সাথে আমিও চাচ্ছি, এ লেখাটা তার নজরে আসুক, তিনি এখানে পুনরায় ফিরে আসুন!
তিনি যেই হোন, তিনি একজন কবি, আর কবিকে পাঠক ভালবেসে খুঁজে বেড়ান, এ কথাটা ভাবতেই ভাল লাগে---

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৯

রাফা বলেছেন: এই কবিতাটি তার ব্লগে বা অন্য কোথাও প্রকাশিত হয়নি।এটি আমি তাকে দিয়ে লেখানোর চেষ্টা করেছিলাম।অনেক পিড়াপিড়ির পর উনি এই কটি লাইন লিখে আমাকে ইনবক্স করেছিলেন।সেই অধিকারেই তাকে খুজে পেতে চাইছি আবার।

আমার দৃষ্টিতে সামুর কবিতা লেখার তালিকায় প্রথম দশ`জনের মধ্যে অবশ্যই থাকবে।

ধন্যবাদ,খা.আহসান।

৫| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার দেওয়া কবিতাটি বেশ ভাল লাগলো।শিউলি ফুলের মিস্টি গন্ধ পেলাম।আর হারিয়ে যাওয়া প্রসঙ্গে খয়রুল স্যরদের সঙ্গে আমিও একমত ওনারা ফিরে আসুন। ব্লগকে আরো সমৃদ্ধ করুন।
ধন্যবাদ,শুভেচ্ছা রইল।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৭

রাফা বলেছেন: ব্লগের নিয়মই হোচ্ছে অনেকে চলে যাবে আবার অনেক নতুন আসবে।আর শুধুই লেখা যাদের কাজ তারা সব সময় লিখেই যাবে।অনেক ব্লগার হায়ার স্টাডির জন্য সময়ই হয়তো পায়না।তাদেরকে দিয়ে লেখানোর চেষ্টা বৃথা।আমার চেনা কয়েকজন ব্লগার খুব ভালো লিখতেন কিন্তু ডাক্তারি পড়তে গিয়ে তাদের বাধ্য হয়েই ছারতে হয়েছে।কাজেই ব্লগে আসা যাওয়ার পালা চলবেই।

ধন্যবাদ, প. চৌধুরি।মিস্টি ফুলের সুবাস বয়ে যাক আপনার জিবনেও।

৬| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৫

ধ্রুবক আলো বলেছেন: অনেক ব্লগাররা এখন আর ব্লগে আসেন না। সবার ফেরা উচিত।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮

রাফা বলেছেন: সবাই কি ফিরে আসতে পারে ..।অনেকেই চলে গেছে না ফেরার দেশে।অনেকে জিবিকার প্রয়োজনে।অনেকে সংসার জিবনে ।তবে এখানেও অনেক মিষ্টি সম্পর্ক হয়েছে।অনেকে পেয়েছে বন্ধু।যে যাবার সে যাবেই ।ব্লগও সচল থাকবে।এটাই নিয়ম ও নিয়তি।

তবে কেউ কেউ হয়তো ফিরতেও পারে।

ধন্যবাদ,ধ্রু.আলো।

৭| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫২

অশ্রুত প্রহর বলেছেন: সবাই কেন হারিয়ে যাচ্ছে? জীবনের যুদ্ধে হারিয়ে যাওয়া টা অবশ্য স্বাভাবিক। কিন্তু লিখালিখি একান্তই নিজের। এই কথা কেন যে আমরা ভুলে যাই। :( :|

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৯

রাফা বলেছেন: হুমমমম,যেতে নাহি দিবো হায়,
তবু যেতে দিতে হয়,
তবু চলে যায়।

ধরে রাখাটা খুব কস্টের।তাই মেনে নিতেই হয় সবাই চলে যেতেই এসেছে।

ধন্যবাদ,অ.প্রহর।

৮| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৩

রাফা বলেছেন: সেটা হওয়ার মতই।কৃতিত্ব পুরোটাই যার লেখা,তার।

ধন্যবাদ,অ.দা.আমি।

৯| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: কবিতাটি অনেক সুন্দর ছিল।
ফিরে আসুক সব ব্লগাররা, ফিরে এসে আমাদের মনের খোঁড়াকগুলো মিটিয়ে দিক, এই আমার বাসনা।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৩

রাফা বলেছেন: ফিরে আসুক বা না আসুক।অনেকেই আসবে ।যারা নতুন আসবে বা যারা ফিরে আসবে তারা যেনো আরো ভালো লিখে এবং প্রানবন্ত করে রাখে ব্লগকে সেই প্রত্যশা থাকলো।

হুমম..কবিতাটা আসলেই সুন্দর-তাই`তো ফিরে আসুক সেটা চাইছি।
ধন্যবাদ,আ.আ.হোসাইন।

১০| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫০

আকতার আর হোসাইন বলেছেন: কবিতাটি অনেক সুন্দর ছিল।
ফিরে আসুক সব ব্লগাররা, ফিরে এসে আমাদের মনের খোঁড়াকগুলো মিটিয়ে দিক, এই আমার বাসনা।

১১| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগাররা আবার আসুক ফিরে,
ব্লগের এই ছাঁয়া সুশীতল নীড়ে
হয়তো আগের নামে নয়,
অন্য কোন নিকে?

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১:২৯

রাফা বলেছেন: না ফিরে আসলেও অটুট থাকুক ব্লগের জমজমাট অবস্থা।আজকে যারা নতুন তারাই একদিন পুরোনো হবে ।আবার তারাও চলে যাবে।এগিয়ে আসবে আরো নবীনরা।এটাই সত্য।
তবে আমি আশাহত অন্য যায়গায়।এখন সবাই লিখতে চায় কেউ পড়তে চায়না।কিন্তু লেখার পুর্বে যে পড়াটা খুব জরুরী সেটা মনে হয় ভুলে গেছে।ফেসবুকের মত দুই লাইনের স্টাটাস দিয়ে যদি মন্তব্য না পেয়ে হা হুতাশ শুরু করে সেটা খুবই দুঃখজনক।আমি অনেক পোষ্ট পড়তে গিয়ে খুবই হতাশ হই।দেখি শিরোণামের চাইতে ভেতরের বক্তব্য অতি ক্ষুদ্র।

ব্লগের নিয়ম করা উচিত ,অন্ততপক্ষে ২০ লাইনের নিচে কোন লেখা প্রকাশিত হবেনা।এটা যেনো শুধু বিজ্ঞাপনের মত না হয় কোন ক্রমেই।

ধন্যবাদ,মো.নি.উ.মন্ডল।

১২| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩

মনিরুল ইসলাম বাবু বলেছেন: যিনি লিখেছেন তাকে ধন্যবাদ ।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

রাফা বলেছেন: পৌছে দিবো কিভাবে ? উনিতো আসতেছেনা।

ধন্যবাদ,ম.ই.বাবু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.