নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

কানডা /ইউ,এস,এ/এখন বাংলাদেশের আদালতেও প্রমাণ হলো বি,এন,পি একটি সন্ত্রাসী দল ।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০



পৃথিবীর ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটণা ২য় টি আছে কিনা আমার জানা নেই।বাংলাদেশের ইতিহাসে ৭৫ এর ১৫ই আগস্ট।৩রা নভেম্বর ও ২০০৪ সালের ২১শে আগস্টের মত ঘটণা ।যে ক্ষতের সৃষ্টি করেছে তার যন্ত্রণা আরো বহু বছরেও যাবেনা।

২১শে আগস্টের ঘটণার বৈশিস্ট লক্ষ করুন-
১/পাকিস্তানের নাগরিক ।
২/হরকাতুল জিহাদের সদস্য।
৩/যুদ্ধাপরাধী রাজাকার।
৪/সরকারের মন্ত্রীদ্বয়।
৫/সরকার দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব।
৬/রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংচ্থা প্রধানরা।
এমনকি ৭৫-এর খুনিও ছিলো এই যোগ সাজশে।

অর্থাৎ রাষ্ট্রের সকল প্রতি্ঠানকে ধ্বংস করার চুড়ান্ত পরিকল্পনা পরিলক্ষিত।

তদন্ত'কে ভিন্নখাতে নেওয়ার ঘৃণ্য প্রচেষ্টা-
১/শৈবাল সাহ পার্থ-প্রথম পার্শবর্তি রাষ্ট্রকে জড়ানোর অপকৌশল।
২/মোখলেসুর রহমান-আওয়ামি লীগের রমনা থানা সভাপতি ও ওয়ার্ড কমিশনার।আওয়ামি লীগকেই অপরাধী সাবস্ত করার ঘৃন্য প্রচেষ্টা।
৩/জজ মিয়া -সবচাইতে বেশি ঘটণা বহুল নাটক রচনা করার ঘৃণ্য আরেকটি অপচেষ্টা।
৪/আরো অনেক চেষ্টাই হয়েছে আহত আওয়ামি লীগ কর্মিদেরকে নিয়ে।(অর্থাত ভিক্টিমকেই আসামি করার চেষ্টা ছিলো।
৫/দূর্ণিতিবাজ বিচরক জয়নুল আবেদিন নাটক-পার্শবর্তি দেশের গোয়েন্দা সংস্থাকে জড়ানোর কুটকৌশল।

উপরে বর্ণিত ঘটণার বাইরেও কিছু থাকতে পারে ।যদি কারো জানা থাকে মন্তব্যে যোগ করুন আপডেট করা হবে।

আহাম্মক বি,এন,পি-র নেতাদের কুযুক্তিগুলো দেখুন-
১/মুক্তাঙ্গন থেকে কেনো আওয়ামি লীগের কেন্দ্রিয় অফিসের সামনে চলে গেলো?(অর্থাৎ আওয়ামি লীগ তাদের নিজ দলের সভাতে গ্রেনেড হামলা চালানোর জন্য স্থান পরিবর্তন করেছে।
২/৬১-জনের স্বাক্ষ্য গ্রহণের পর আসামি হিসেবেতারেক জিয়ার অন্তর্ভুক্তি অধিকতর তদন্তে।(আইনের কোন ধারায় লেখা আছে সঠিক তদন্তের মাধ্যমে যদি প্রকৃত অপরাধী সনাক্ত করা যায় তাকে অন্তর্ভুক্ত করা যাবেনা !)
৩/কেনো আব্দুল কাহার আকন্দ'কে দিয়ে তদন্তে সাহায্য নেওয়া হলো ?(বঙ্গবন্ধু হত্যা মামলা তদন্ত করার কারনে খালেদা জিয়ার সরকার যাকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করে।অথচ তিনি আইনের অশ্রয় নিয়ে পুনরায় স্বপদে বহাল হয়েছে )

ষড়যন্ত্রের স্থান-
১/হাওয়া ভবন।
২/মন্ত্রীর বাসভবন।
৩/পিন্টুর বাসভবন।

সংযুক্তি চলমান থাকবে।অনুগ্রহ পুর্বক তথ্য দিয়ে সহযোগিতা কামনা করছি।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮

তারেক_মাহমুদ বলেছেন: এই লেখা দুবার পেস্ট করেছেন আগে সংশোধন করুন।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩

রাফা বলেছেন: ঠিক করে দিলাম।

ধন্যবাদ , তা.মাহমুদ সতর্ক করার জন্য।

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬

এখওয়ানআখী বলেছেন: আসলেই দু:খজনক ঘটনা।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৮

রাফা বলেছেন: এটা'তে দুঃখিত হওয়ার কিছু নেই। বি,এন,পি জন্মই নিয়েছিলো বে-আইনিভাবে ।তারা সেটাই করে চলেছে একের পর এক।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: অগোছালো পোষ্ট।

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

রাফা বলেছেন: সেটাইতো দিলাম,এবার অংক মিলিয়ে দেখুন অথবা নিজের কোন ধারণা থাকলে যোগ করুন।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:০২

রাফা বলেছেন: https://youtu.be/V3hQg8ib-QQ জজ মিয়া নয় মোহাম্মদ জালাল।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ও জামাতের কারণে, ভারত বাংলাদেশকে ভয় পায়

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

রাফা বলেছেন: আরেক অপ-পাকিস্তান সৃস্টির পায়তারা ছিলো বি,এন,পি/জামাতের।পাকিস্টান প্রেমের নির্লজ্জ প্রদর্শনি দেখেছি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত।

ধন্যবাদ,চাঁদগাজী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.