নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

আজ বেদনাবিধুর ঐতিহাসিক জেল হত্যা দিবস।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০



আজ বেদনা-বিধূর ৩রা নভেম্বর।শ্রেষ্ঠদের মধ্যেও শ্রেষ্ঠতম ছিলেন তারা।১৯৭১ সালের জাতির জনক বঙ্গবন্ধুর অবর্তমানে সফলতার সাথে মুক্তিযুদ্ধ পরিচালনায় মূল ভুমিকায় ছিলেন এই বীর সেনানিরা।জিবনের শেষ মূহুর্ত পর্যন্ত আপোষ করেননি খুনিদের সাথে।অবিচল ছিলেন নিজেদের নীতিতে।বিশ্বাস ঘাতক মোস্তাক আহম্মেদের মন্ত্রী সভায় যোগ দিতে অস্বিকৃতি জানিয়েছিলো।

১/সৈয়দ নজরুল ইসলাম -ঐতিহাসিক মুজিব নগর সরকারের ভাইস প্রেসিডেন্ট।যুদ্ধ চলাকালীন সময়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।
২/তাজউদ্দিন আহম্মদ-বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ।অসাধারণ দক্ষতার সহিত যুদ্ধ পরিচালনা সহ বিশ্বের দরবারে বাংলাদেশ সরকারের স্বিকৃতির জন্য কাজ করেছিলেন।
৩/মুহাম্মদ মনসুর আলী-মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী।বাকশাল গঠণের পর প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
৪/আবুল হাসানাত মুহাম্মদ কামারুজ্জামান-আওয়ামি লীগের নির্বাচিত প্রেসিডেন্ট ১৯৭৪।ত্রান মন্ত্রী ছিলেন তিনি।

দুর্ভাগ্য আমাদের, পাকিস্তানিরা যেমন আমাদের পুরোপুরি মেধাশুণ্য জাতিতে পরিনত করতে চেয়েছিলো।ঠিক ২য় অধ্যায় রচিত হয়েছিলো এই দেশেরই কিছু কুলাঙ্গারের হাতে।পুরোপুরি নেতৃত্বশুণ্য করাই ছিলো লক্ষ।এবং তারা সাময়িক সফলতা লাভ করেছিলো ।তাই স্বাধীনতা লাভের ৪৮ বছরে যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিলো আমরা তা পারিনি।মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বের কারনে জিডিপি ছিলো ৭ দশমিক দশ পার্সেন্টে।এটাই প্রমাণ করে আমরা সঠিক পথেই যাচ্ছিলাম।

জেল হত্যার সঠিক বিচার হয়নি আজো।খালেদা জিয়ার আমলে ২০০৪ সালের রায়ে পলাতকদের ৩জনের ফাসির রায় হয় কয়েকজন সামরিক বাহিনির সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা হয়।আর বিএনপির রাজনীতি করার সুবাদে এ,কে,এম ওবায়দুর রহমান,শাহ মোয়াজ্জেম,তাহের উদ্দিন ঠাকুর সহ আরো কয়েক জনকে খালাস দেওয়া হয়।যা পুরোপুরি বিচারটাকেই প্রহসনে পরিনত করেছে।

আমি মনে করি জেল হত্যার পুণঃ বিচার হওয়া জরুরি।ধন্যবাদ।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

আরোহী আশা বলেছেন: এরাই ছিলো জাতীর শ্রেষ্ঠ সন্তান।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১:৩৯

রাফা বলেছেন: নিঃসন্দেহে...অপুরণিয় ক্ষতি হয়েছে আমাদের।মেধাশুণ্য জাতিতে পরিণত করতে চেয়েছিলো ঘাতকরা।

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: জাতীর শ্রেষ্ঠ এই সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা, এই নির্মম হত্যাকান্ডের সঠিক বিচার আশা করছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৩:৫১

রাফা বলেছেন: ধন্যবাদ,আপনার শ্রদ্ধার জন্য।সব কিছু নষ্ট করে দিয়েছে ঠিক ২১শে আগস্ট গ্রেনেড হামলার মত।প্রমাণ সব ধুয়ে মুছে সাফ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২২

অব্যক্ত কাব্য বলেছেন: জাতির চার শ্রেষ্ঠ সন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধা

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩১

রাফা বলেছেন: বাংলাদেশের সাথে আজিবন জড়িয়ে থাকবে এই মেধাবি মানুষগুলোর নাম।প্রজন্মের পর প্রজন্মের মাঝে বেচে থাকবে এই নামগুলো।
ধন্যবাদ,অ.কাব্য।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

রাকু হাসান বলেছেন:


আপনার সাথে সহমত পোষণ করছি । তাজ উদ্দিন আহমেদ কে ভুট্টো ,আইয়ুবরা শেখ মুজিবকে যতটা সমীহ করতো । তার চেয়ে বেশি সমীহ করতো তাজ উদ্দিন স্যার কে । কেননা তাঁকে পাশ কাটিয়ে যে কোনো যুক্তি তর্কে পাকদের জয়ী হওয়া যথেষ্ট কঠিন ছিলো । আমি বারবার তাজ সাহেবের মেধা ,বিচক্ষণতায় মুগ্ধ হয়েছি । দুঃখজনক ছিলো শেখ মুজিব যুদ্ধ পূর্বকালীন সময়ে যতটা ঘনিষ্ট ছিলেন তাজ সাহেবের কাছ থেকে ,যুদ্ধের পর সেই ঘনিষ্টতা দেখিনি খুব একটা ।তাঁরা বেঁচে থাকবে আমাদের মাঝে । জেল হত্যা দিবস আসলেও মোচড়ে উঠে মনটা । অনেক ধন্যবাদ এ বিষয়ে পোস্ট করার জন্য ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

রাফা বলেছেন: সঠিক পর্যবেক্ষন-এরকম ছোট বড় ভুলগুলো বঙ্গবন্ধু'কে হত্যার পথ প্রসস্থ করেছে।বঙ্গবন্ধু এত বিশাল হ্রদয়ের মানুষ ছিলেন যে হত্যাকারিরা তার আশে পাশে বিচরণ করতে পেরেছে।

চার নেতার প্রত্যেকেই ছিলেন দেশ ,দল ও নেতার প্রতি ছিলো অগাধ বিশ্বাস।এদের হারিয়ে দির্ঘ ২১টি বছর দিকভ্রান্ত ছিলো বাঙালীরা।শেখ হাসিনার প্রস্তুতিতে অনেকটা সময় হারিয়েছি আমরা।আশা করি আর পথ হরাবেনা বাংলাদেশ।

ধন্যবাদ,রা.হাসান।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

রাফা বলেছেন: ধন্যবাদ,আপনার অনুভবের জন্য।রা.নুর।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জেল হত্যা দিবসের ৪৩তম বার্ষিকীতে বাংলাদেশের জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫

রাফা বলেছেন: ধন্যবাদ,নু.মো.নুরু।শ্রদ্ধার পাশাপাশি উনাদের প্রদর্শিত পথে এগিয়ে নিতে হবে বাংলাদেশকে।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

পলাশবাবা বলেছেন: আমি যতদূর জানি এই চার জনের মধ্যে একমাত্র তাজউদ্দিন সাহেবই বাকশাল মন্ত্রীসভায় ছিলেন না। সেক্ষেত্রে একমাত্র উনার জন্যই আমার শ্রদ্ধাঞ্জলি। বাকি ৩ জনের বিষয়ে আমি নিরব থাকলাম।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫১

রাফা বলেছেন: বাকশাল জানিতে হইলে মস্তইষ্ক থাকিতে হয়।যাহা জানেন না তাহা নিয়া মন্তব্য নিস্প্রয়োজন।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


এঁদের যারা হত্যা করেছে, তাদের উত্তরাধিকারী হচ্ছে, বেগম জিয়া, তারেক ও বিএনপি-জামাত

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

রাফা বলেছেন: সেই লিগেসি আজো চলছে ।জানিনা মৃত্যুর পুর্বে এর অবশান দেখে যেতে পারবো কিনা।এখনও যুদ্ধ করে যাচ্ছি পরাজিত দখলদার শত্রুর বিরুদ্ধে।

ধন্যবাদ,চাঁদগাজী।

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: জেলহত্যাকান্ড যারো ঘটিয়েছে তারা বাংলাদেশের ইতিহাসের কুলাঙ্গার সন্তান।
তাদের শাস্তি হয়নি।

চরম ঘৃণা তাদের প্রতি।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪২

রাফা বলেছেন: শাস্তি হয়নি বলেই ইতিহাসের কলংক মোচন হয়নি।এবং আমরা এখনও আপদ বিপদের মধ্যেই আছি।প্রত্যেকের প্রাপ্য বুঝিয়ে দিয়ে ঘৃণার সমাপ্তি দেখতে চাই।

ধন্যবাদ,স্ব.ফিরোজ।

১০| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জেল হত্যায় শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। নির্মল পবিত্র ভালবাসার সবটুকু।

আমার সর্বশেষ লেখা ভালভাবে পড়ার জন্য অনুরোধ; হয়ত আপনার ভুল ভাঙবে।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

রাফা বলেছেন: ধন্যবাদ....পড়েছি । ভুল সংশোধন হ্য়নি।

১১| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

নীলপরি বলেছেন: ওনাদের জন্য শ্রদ্ধা রইলো

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

রাফা বলেছেন: ধন্যবাদ,আপনার শ্রদ্ধার জন্য। নীলপরি।

১২| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

পলাশবাবা বলেছেন:

হু আপনারা তো মস্তিষ্কের ভারে একটু ঝুঁকে থাকেন।
যাই হোক তাজউদ্দিন সাহেবও বোঝেন নাই ..।.।.।। আর আমি কেমনে বুঝবো।
আপনার সাথে পরিচিত হয়ে ভাল লাগলো।
আপনে তাজউদ্দিন সাহেবের চেয়েও বড় কুতুব।
আমি তাজউদ্দিন সাহেবকে পাই নাই । আপনাকে পাইয়াছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.