নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

করোনাময় নববর্ষের কালে স্বেচ্ছা বিদায়ী ব্লগারদের -গুড বাই

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪৪



কিছুদিন পর পর ব্লগে ভানুমতির খেলা দেখে দেখে আমি ক্লান্ত। নবীন,প্রবীন,নবিশ,খবিস,জ্ঞানী,গুনি,অখ্যাত,কুখ্যাত যত রকমের ব্লগারই এই ব্লগে ছিলেন,আছেন,থাকবেন বা আসবেন।সবাই'কে খুব হতাশা নিয়ে কমন একটি পোষ্ট দিতে দেখি।বিদায় ব্লগ,তোমাকে বিদায়।

সবার অভিযোগের ধরন একই রকম।তাদের পদ্ধতিও একই।যত দোষ নন্দ ঘোষ।ব্লগ তার মান হারিয়েছে।ব্লগের আগের সেই জৌলুস আর নেই।সৃজনশীলতা হারিয়ে গেছে।চারিদিকে সব অখাদ্য কুখাদ্য।আসলে ব্লগটা আপনাদের কাছে কি ? আমার খুব জানার ইচ্ছা।বব্লগটা কি শুধু কবিদের জন্য,সাহিত্যকদের জন্য,প্রবন্ধ রচয়িতার জন্য,ইতিহাসবিদদের জন্য,রাজনৈতিক সমালোচকদের জন্য,সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে লিখেন তাদের জন্য ? এই প্লাটফর্মটা কি শুধুই এ ক্লাস বা ইউনিকদের জন্য কিনা ! এই ব্লগ থেকে কি কেউ কিছু পাচ্ছেন না ! সবাই কি শুধু অপরিসিম মমতায় ব্লগে বিলিয়ে গিয়েছেন কিছুই পান নাই ? আপনাদের মাঝে কি অনেক কিছু কিংবা অল্প কিছু পাওয়ার প্রত্যাশা জন্ম নিয়েছে ব্লগ'কে ঘিড়ে ? সেই প্রত্যাশা পূরণ হোচ্ছেনা বলেই কি এই গতানুগতিক বিদায়ি পোষ্টের অবতারনা?

আমি জানি এমন প্রশ্ন করার এখতিয়ার আমার নেই।আমি ব্লগ কর্তৃপক্ষেরও কেউ না।আমি এমন কোন হোমরা চোমরা অথবা অসাধারণ কোন ব্লগারও নই।খুবই সাধারণ একজন মানুষ ।বলতে পারেন ব্লগকে ভালোবাসি।কোন প্রত্যাশা নিয়ে নয় সেটা।সেখান থেকেই আমার খুব জানার আগ্রহ ।কার কি অভিযোগ বা অনুযোগ ? এই ব্লগ ছেড়ে যাওয়ার প্রকৃত কারনটা কি সেটুকুই জানতে চাওয়া আর কি।

কারো চলে যাওয়া আসলে কেউ আটকে রাখতে পারেনা।যদিনা সেটা ট্যকনিক্যাল কিংবা সমাধানযোগ্য হয়।সবাই চলে যায়।সবাইকে যেতে হয়।দু'দিন আগে পরে সবাই'কে চলে যেতেই হবে।আপ্রাণ চেষ্টা করেও থাকতে চাইলেও থাকতে পারবেন না। কারন এই নস্বর পৃথিবিতে সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে।আপনি যেই লেখনির যোগ্যতা নিয়ে বড়াই করেন সেটাই একদিন হারিয়ে যাবে।শত চেষ্টা করলেও এই আপনি আমিই দুই লাইন লিখতে পারবোনা।আমরা কেউ অমর নই।এমনকি অফুরান শক্তির অধিকারিও নই।সব কিছুই নিস্তেজ হয়ে আসবে একদিন।

সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়।সবাই তার নিজের নিজের শ্রেষ্ঠ সময়টাকে মনে করে পৃথিবির শ্রেষ্ঠ সময়।ঐ সময়টাকে আটকে রাখতে আপ্রাণ চেষ্টা করলেও সেটা কি সম্ভব । নিয়তির নিয়মে তা কখনই হবার নয়।এটাই চিরন্তন সত্য।ঠিক তেমনটা এই ব্লগটাও বদলে গেছে সময়ের প্রয়োজনে।এবং এটা অব্যাহতভাবে বদলাতেই থাকবে।এই ব্লগ থেকে চলে গেছেন অনেক স্বনামধণ্য লেখক । পরবর্তিতে তাদের স্থান কি কেউ পূরণ করতে পেরেছে বা হয়েছে ? আমরা কি পেয়েছি আরো ১জন অ.র.পিয়াল /১জন রাগিব/১জন কৌশিক/১জন মানবী /১জন সাজি/কিংবা আরিফ জেবতিক ? অবশ্যই পাইনি , কিন্তু অসংখ্য প্রতিভাবান নতুন ধরনের ব্লগার অবশই যুক্ত হয়েছে।প্রতিদিনই যুক্ত হোচ্ছে কেউ না কেউ।এবং শুধু সেই কারণেই ব্লগটা এখনও সময়েের স্বাক্ষী হয়ে পথ চলছে।আসলে এই ব্লগে অসংখ্য বানান ভুল করেও যে দুই লাইন লিখে অবদান রাখছে তাকেও ধন্যবাদ দেই।যে শুধুই কমেন্টের প্রত্যাশায় পোষ্ট দিয়ে যায় তাকেও ধন্যবাদ।যে বিতর্কিত পোষ্ট দিয়ে ব্লগে প্রানচাঞ্চল্য ধরে রাখতে সহায়তা করছে তাকেও ধন্যবাদ।আমারো মাঝে মাঝে প্রচন্ড রাগ হয় অখাদ্য,কুখাদ্য লেখার ভিরে তথ্যবহুল পোষ্ট হারিয়ে যায়।কিন্তু এই পোষ্টগুলোকে বাচিয়ে রাখা বা অধিক ব্লগারদের দৃষ্টিগোচরে আনার দায়িত্ব আমাদেরই নিতে হবে।ব্লগ কর্তৃপক্ষের এখানে অনেক কিছু করার আছে বলেই আমি মনে করি।সব কিছু আমার মন মত চলবে ।এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।

ব্লগের দুঃসময়ে ভিবিন্ন অজুহাত দিয়ে যারা ব্লগ ছেড়ে চলে যায় তাদের আমি অকৃতজ্ঞই বলবো।একটু ভাবুন'তো আপনার যে নিকটা সামান্য হোলেও পরচিতি পেয়েছে এই ব্লগের কল্যাণে সেটা কি কিছুই নয় ! যারাই চলে যেতে চান ,চলে যান ।শুভ কামনা রইলো অনাগত দিন গুলোর জন্য। ধন্যবাদ।

বিঃ দ্রঃ- শুভ নববর্ষ ।সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।এবারের ব্যাতিক্রমি নববর্ষ'কে মাথায় রেখে অনুগ্রহ করে কেউ লকডাউন ব্রেক করবেন না।প্রিয়জনকে সাথে নিয়েই উৎসবে মাতুন ডিজিটালি।আসুন ভিডিও কল করে কাছে নিয়ে আসি আমরা আমাদের প্রিয়জন'কে।করোনাকে ভয় নয়, জয় করেই এগিয়ে যেতে হবে আমাদের।আমাদেরকে প্রমাণ করতেই হবে আমরা ষৃষ্টির সেরা । ভালো থেকে ভালো রাখুন। আবারো ধন্যবাদ জানিয়ে কামনা করছি ।নতুন বছরে নতুন উদ্দমে করোনাকে জয় করার শক্তি ও সাহস নিয়ে এগিয়ে যাওয়ার শক্তি অর্জিত হোক সবার।

বিঃদ্র-অনিচ্ছাকৃত বানান ভুলের জন্য ক্ষমাদৃষ্টিতে দেখার অনুরোধ।

মন্তব্য ৪৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৫৯

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ। সুখে থাকুন। সুস্থ্য থাকুন। ভালো থাকুন।

১৪ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:২২

রাফা বলেছেন: https://www.youtube.com/watch?v=NaqmYQEiu5A
ভালো উপদেশ আছে। ভালো থেকে ভালো রাখুন।

ধন্যবাদ,শে.শায়রী।

২| ১৪ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ও সব ব্লগারকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি; সবাই ভালো থাকুন। পোষ্ট পড়েছি

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৭

রাফা বলেছেন: পড়ার ও নব বর্ষের শুভেচ্ছায় ধন্যবাদ,চাঁদগাজী।

৩| ১৪ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে যাবার সে চলেই যাবে!!
"যেতে আমি দিব না তোমায়'? চরাচরে
কাহারে রাখিবি ধরে দুটি ছোটো হাতে
গরবিনী, সংগ্রাম করিবি কার সাথে
বসি গৃহদ্বারপ্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহ
শুধু লয়ে ওইটুকু বুকভরা স্নেহ।

যেতে নাহি দিব । হায় , '
তবু যেতে দিতে হয় , তবু চলে যায় ।


শুভ নববর্ষ। সুখে থাকুন সবাই। সুস্থ্য থাকুন সকলে।
ভালো থাকুন বিপর্যস্ত সময়ে।

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৭

রাফা বলেছেন: চলে যাক অসুবিধা নেই।পুরাতন চলে গেলেই নতুনের শুভাগমন ঘটে।
শুভ নববর্ষ-১৪২৭।ধন্যবাদ,নু.মো.নুরু।

৪| ১৪ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৪৫

রিনকু১৯৭৭ বলেছেন: শুভ নববর্ষ। ভালো থাকুন বিপর্যস্ত সময়ে।

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৮

রাফা বলেছেন: সময় ,সময়ের মতই আছে।করোনাময় দিনকে পেছনে ফেলে নতুন বর্ষ নতুন দিন নিয়ে আসুক সবার জিবনে।

ধন্যবাদ,রিনকু ১৯৭৭।শুভ কামনায়।

৫| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:১৫

নীল আকাশ বলেছেন: চলে যাওয়া মানেই প্রস্থান নয়।
এর আগেও অনেকেই চলে গিয়েছিল। কিন্তু সামুর টানে আবার ফিরে এসেছে।

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৬

রাফা বলেছেন: তাইলে এই নাটকের প্রয়োজনটা কি!!
আমরা ম্যাচুউর হয়েও ইম-ম্যাচুইর।

ধন্যবাদ,নী.আকাশ।

৬| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮

রাফা বলেছেন: করোনা বর্ষ-১৪২৭।
ধন্যবাদ,সে.আনোয়ার।

৭| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫১

নতুন নকিব বলেছেন:



অনেককে ছোটখাটো কারণে বিদায়ী পোস্ট দিতে দেখেছি। পরে একসময় সবকিছু স্বাভাবিক হলে আবার অনেক ব্লগারকে ফিরেও আসতে দেখেছি বিগত বছরগুলোতে।

মান অভিমান ছিল। থাকবে।

আমরা আরেকটু সহনশীল, আরেকটু পরমতসহিষ্ণু হতে পারলে এই জাতীয় পোস্টের সংখ্যা কমে আসবে।

আপনি সুন্দর লিখেছেন। অনেক ভালো থাকবেন।

১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৩

রাফা বলেছেন: কথা সেটা নয় , ১২/১৩ বছর ব্লগিং করার পরও বুঝতে পারলামনা ব্লগ কি জন্য।
আমার কাছে আশ্চর্য্য লাগে এটাই।

ভালো থেকে ভালো রাখুন করোনা বর্ষ-১৪২৭।
ধন্যবাদ,ন.নকিব।

৮| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪১

সাইন বোর্ড বলেছেন: অভিমান করে চলে যাওয়াটা আসলে কোন সমাধান নয় ।

১৫ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:০২

রাফা বলেছেন: অভিমান বা কষ্ট থাকতেই পারে।তাই বলে কি শ্রদ্ধা থাকবেনা।যে প্লাটফর্মে আমি দিনের পর দিন কাটালাম সেটার প্রতি কি বিন্দুমাত্র দ্বায় নেই আমার!!

ধন্যবাদ,সা.বোর্ড।

৯| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐ যে প্রেমের একটা কথা আছে না-
যে চলে যেতে যায়, তাকে চলে যেতে দাও, যদি সে তোমার হয় ফিরবেই, যদি না হয়, সে কখোনই তোমার ছিল না!

বাস্তব জীবনেও এটাই সত্যি।

নববর্ষের কোয়ারেন্টাইনড শুভেচ্ছা ;)

কালবোশেখীর ঝড়ে
করোনা যাক উড়ে
শান্তি আসুক ফিরে
স্বস্তি সকল নীড়ে :)

১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৯

রাফা বলেছেন: কালবোশেখীর ঝড়ে
করোনা যাক উড়ে
শান্তি আসুক ফিরে
স্বস্তি সকল নীড়ে।

কবিতার মত শুরু হোক-১৪২৭।আই সোলেশন আর লক ডাউন শুভেচ্ছা ;)

ধন্যবাদ,বি.ভৃগু।


১০| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৮

আবদুর রব শরীফ বলেছেন: এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অব্যক্ত কথা বলার জন্য ধন্যবাদ, তবুও কেউ কেউ থেকে যায়! যেতে পারে না! ভালবাসা আসা যাওয়া বুঝে না ৷ একদম টেনে ধরে রাখে ৷

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৫১

রাফা বলেছেন: থাকবেই'তো ব্লগটা হলো ফুলের বাগানের মত । ফুলের সাথে কাঁটাও থাকবে ।সবুজ পাতারা'তো সাজিঁয়ে রাখে ফুলগুলো।ফুল ঝরে পাতাও ঝরে।আবার নতুন কুড়িঁর মত সব কিছুই প্সফুটিত হয়।এই নিয়মেই'তো রং বদলায় প্রকৃতি তাইনা।

কিন্তু এত হতাশা কেনো ভাই !! কারো যদি কোন কিছু ভালো না লাগে এড়িয়ে গেলেই হয়।পুরাতনেরা যদি হতাশা ছড়িয়ে বেড়ায় নতুনরা তাহলে কি করবে !

ধন্যবাদ,আ.র.শরীফ।

১১| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩১

নেওয়াজ আলি বলেছেন: নববর্ষে শুভেচ্ছা আপনাকে ।

১৫ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:১৮

রাফা বলেছেন: আপনাকেও করোনা বর্ষের শুভেচ্ছা।
ধন্যবাদ,নে.আলি।

১২| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কে বিদায় নিলো নাম কি তার

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৭

রাফা বলেছেন: আমার পোষ্টের পুর্বের ৫ম পোষ্ট দেখলেই বুঝতে পারবেন।
সরাসরি বলবোনা দেখেই পোষ্ট পড়েও কমেন্ট করিনি।
ধন্যবাদ,কা.ফা.ছবি আপা।

১৩| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আপনি যা লিখেছেন যুক্তি পূর্ন কথা লিখেছেন।
আমার মনের কথা গুলোই লিখেছেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:৩৬

রাফা বলেছেন: হুম..আমারো মনে হইলো আপনার মনের কথাগুলোই।তাই আপনার কথা মনে করেই লিখে ফেললাম।

ধন্যবাদ,.নুর।ভালো থেকে ভালো রাখুন।করোনা-নববর্ষ।

১৪| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৬

আমি তুমি আমরা বলেছেন: যে যেতে চায়, সে চলে যাক। যা থাকতে চায়, সে থাকুক। কারও জন্যইতো কোন কিছু থেমে থাকবে না।

১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪০

রাফা বলেছেন: আমিতো সেটাই বললাম । এত নাটক করার কি আছে!!
ব্লগের দড়জা খোলা ।

ধন্যবাদ,আ.তু.আমরা।

১৫| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

ওমেরা বলেছেন: আপনি তো ভালো বেরসিক মানুষ !! মনের কষ্টে কেউ চলে যাচ্ছে কোথায় একটু তোষামোদ করবেন তা না করে আপনি আরো রাস্তা দেখিয়ে দিচ্ছেন !!

নববর্ষের শুভেচ্ছা আপনাকে।

১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৫৭

রাফা বলেছেন: আসলেই আমি এমন কেনো !! ঐ কাজটা আমাকে দিয়ে হয়না।
আপনাকেও বিলম্বিত করোনা বর্ষের শুভেচ্ছা।

ধন্যবাদ,ওমেরা।

১৬| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪২

জুন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো।

১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:০৯

রাফা বলেছেন: বিলম্বিত করোনা-বর্ষের শুভেচ্ছা।

ধন্যবাদ,জুন।

১৭| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৭

আখেনাটেন বলেছেন: 'যেওনা সাথী, চলেছ একেলা কোথায়, পথ খুঁজে পাবে না তো...তুমি একা'-----করোনার দিনগুলিতে চলে গিয়ে একা থাকায় বুদ্ধিমানের কাজ। করোনা শেষে ফিরে আসলেই হল। :D

নববর্ষের করোনামুক্ত শুভেচ্ছা রইল।

১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২৪

রাফা বলেছেন: একেবার মনের কথা কইছেন। শুধু নাটক করা থেকে বিরত থাকলেই হলো।

তবে করোনার সময়'তো বাইরে যাওয়ার সুযোগ নাই।এই সময়টা'তো ব্লগিং-এর জন্য আদর্শ।

আপনাকেও বিলম্বিত ফিরতি শুভেচ্ছা ।
ধন্যবাদ,আখেনাটেন।

১৮| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:২২

কথার ফুলঝুরি! বলেছেন: ব্লগাররা কেন হারিয়ে যায় এই নিয়ে একটা লেখা অনেকদিন যাবত ড্রাফটে আছে । ওখানে স্বেচ্ছায় ব্লগ ছেড়ে যাবার বিষয়টি অ্যাড করতে হবে দেখছি ।

লিখতে গিয়ে মন্তব্য অনেক বড় হয়ে যাচ্ছে বিধায় আমার সেই পোস্টেই যা বলার বলি কিন্তু আপাতত শুধু একটা কথা বলি, আমার মতে কেউ কোন সমস্যা বা বিজি থাকার কারনে যদি ব্লগে না আসে সেটা আলাদা কথা কিন্তু একদম পোষ্ট দিয়ে ঢাক ঢোল পিটিয়ে ব্লগ ছেড়ে চলে যাওয়া মানে ব্লগকে ছোট করা । এগুলো ছেলেমানুষি ।
এমনটি আমার মনে হয় ।




১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩০

রাফা বলেছেন: এটুকু বুঝতে পারে কিনা সন্দেহ আছে। এই জন্যই'তো বললাম ভানুমতির খেল।

ধন্যবাদ,ক.ফুলঝুরি।আপনার পোষ্টের অপেক্ষায় থাকলাম।

১৯| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৩

অপু তানভীর বলেছেন: যে যেতে চায় যাক । তাকে নিয়ে এতো ভেবে লাভ নেই।

নতুন বছরের শুভেচ্ছা রইলো আপনার জন্য !

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৩

রাফা বলেছেন: সেটাই'তো ।এত নাটক করে বিদায় নেওয়ার দরকার কি !

আপনাকেও বিলম্বিত করোনা বর্ষের শুভেচ্ছা।

ধন্যবাদ,অ.তানভীর।

২০| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০২

সোহানী বলেছেন: সহমত। কেউ যাবে নতুন কেউ আসবে। কিন্তু মান নিয়ে খোঁচাখুচিঁ আমার পছন্দ নয়। আমি এমন কি কেউকাটা বা ব্লগ এমন কোন ম্যান্ডেট নেয়নি যে তা মেনে চলতে হবে। এটা সবার খেরো খাতা বলা যায়।

ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আর হাঁ ট্রাম্পের টাকা পেয়েছেন তো?

শুভ নববর্ষ।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৩

রাফা বলেছেন: ট্রাম্প টাকা দিবে কোথা থেকে ! ওর নিজের আরো টাকা চাই।
আমি যা এই পর্যন্ত দিলাম তার কিঞ্চিত পরিমান ফেরত দিলে আগামি ২ বছর বসে খেতে পারবো।

ধন্যবাদ,সোহানী। আপনিও ভালো থেকে ভালো রাখুন।

২১| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা :)

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫০

রাফা বলেছেন: আপনাকেও বিলম্বিত করোনা বর্ষের শুভেচ্ছা।

ধন্যবাদ,আর্কিওপটেরিক্স।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.