নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সকল পোস্টঃ

ভালোবাসা শোধে শুধু মানুষের ঋণ!

১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৭

আমাকে রাত দিও, মুঠোতে হাত দিও,
প্রেমেতে ঘ্রাণ দিও, নিখাদ প্রাণ দিও,
আমি দেব ঝলমলে দিন।
এই ঘুণে ধরা তৃষ্ণার কালে,
ভালোবাসা শোধে শুধু মানুষের ঋণ!

~সাদাত
০৭/০৩/২০১৫

মন্তব্য৪ টি রেটিং+১

কেউ কেউ

০৫ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৮

আমাকে ভুলে যেও রোজ,
ভুলে যেও কতটা নিখোঁজ।
জেনে রেখ-
কেউ কেউ থেকেও থাকে না
পদভারে এতটুকু চিহ্ন আঁকে না।
কেউ কেউ না থেকেও থাকে
চুপিচুপি রোজ ছুঁয়ে যায়,
স্মৃতির গভীর জল নদীটির বাঁকে।

- কেউ...

মন্তব্য১ টি রেটিং+০

অক্ষিগোপন

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:০৬

যে নদীর নাম দিয়েছি অক্ষিগোপন;
সে নদী ঝাপসা হোল, কাঁপল একা, কাঁদল ভীষণ।
যে নদীর নাম দিয়েছি, অনলডাঙ্গা, অথৈ অমন;
সে নদী নিঃস্ব হল, অযুত জনেও একলা জীবন।

~সাদাত/ ০৭.০২.২০১৫

মন্তব্য১ টি রেটিং+০

মন খারাপের বিষাদ প্রহর

০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:১৭

মন খারাপের বিষাদ দিনে, থাকবে মনে
কে-ই বা নিলে, একটুখানি কে-ই বা দিলে।
থাকবে মনে দুঃখ জমা কতক খানি, কতকখানি অশ্রু জমা ছলছলে চোখ।
মন খারাপের একলা দিনে একটু নিও আমায় কিনে,
আমায় কিনো...

মন্তব্য৩ টি রেটিং+১

নেই কেউ নেই

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

যে গোপন রয়ে গেল একা, খুব একা, একেলা ভীষণ,
যে কাঁপন জলে হল লেখা, দেখা হল একাকী জীবন।
সে গোপন জলে আর ঢলে, ব্যথাদের অথৈ অতলে
রয়ে গেল সে-ই।
একটা জীবন হলে শেষ, একটা...

মন্তব্য১ টি রেটিং+০

কান্না

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ফোন টা আসল দুপুর দু'টা পাঁচ এ।
আমার পরীক্ষা চলছে। অনার্স সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা। প্রতি পরীক্ষার মাঝে তিনদিন করে বন্ধ। বন্ধের দিনগুলোয় ঠিক দুটোয় শুয়ে পরি আমি। দু ঘণ্টা ঘুম।...

মন্তব্য৪ টি রেটিং+৪

অক্ষিগোপন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৮

যে নদীর নাম দিয়েছি অক্ষিগোপন;
সে নদী ঝাপসা হোল, কাঁপল একা, কাঁদল ভীষণ।
যে নদীর নাম দিয়েছি, অনলডাঙ্গা, অথৈ অমন;
সে নদী নিঃস্ব হল, অযুত জনেও একলা জীবন।

~সাদাত/ ০৭.০২.২০১৫

মন্তব্য১ টি রেটিং+০

জলপুরুষ

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

রমেন হারিয়ে যাওয়ার আগের দিন উদ্ভ্রান্তের মতন আসল। বসল, উঠে দাঁড়াল, বসল। আমি বললাম, কি রে, বাথরুম চেপেছে?'
ও চমকে আমার দিকে তাকিয়ে বলল, 'ঠিক ধরেছিস, সেই কখন থেকে ধরেছে। অস্বস্তি...

মন্তব্য৩ টি রেটিং+১

তুমিও ছিলে, আমিও ছিলাম

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

পথের ধারে ঘুমিয়ে থাকা শিউলী ফুলের বুকের ভেতর, তুমিই ছিলে।
তুমিই ছিলে রোজ দুপুরে, ভীষণ একা থমকে থাকা আকাশ নীলে।
রাত নিশীথে শিশির ভেজা ঘাসের কোলে, তুমিই ছিলে।
ভ্রষ্ট সকল ভোর কুয়াশায়, স্বপ্নগুলোর...

মন্তব্য৩ টি রেটিং+৩

নিশিকাব্য

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩

কেউ বলে নি 'দরজা খোলা রেখ,
মধ্যিরাতে হঠাৎ দেব টোকা'।
তখন যদি তাকাই অবাক চোখে
কেউ বলেনি, 'তুমি ভীষণ বোকা'।
-----------------------------------
নিশিকাব্য/ সাদাত হোসাইন

মন্তব্য০ টি রেটিং+১

লেটস ব্রেক আপ! লেটস গেট ডিভোর্স!!'

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

নানুকে নিয়ে ঢাকা ফিরছি, লঞ্চে।
নানু হাঁটতে পারেন না। কুঁচকে যাওয়া চামড়ার ভাঁজে ভাঁজে বয়সের গল্প। নানা মারা গেছেন বছর আটেক হবে। তারপর থেকে নানুর একলা জীবন। লম্বা শুভ্র দাড়ির মানুষটা...

মন্তব্য২৮ টি রেটিং+৮

নেশাচোখ

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৮

নেশায় ডুবে যাক শহর, গলির শিষ কাটা লাল চোখ যুবক,
ডুবে যাক শ্মশান কিংবা গোরস্থান।
বুঁদ হয়ে থাক সকাল, সন্ধ্যা, রাত। রোদ কিংবা অজস্র বৃষ্টিপাত।
বুঁদ হয়ে থাক উদ্ভ্রান্ত বুক।...

মন্তব্য২ টি রেটিং+০

নেশাঘোর চোখ

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৩

এক জোড়া ভবঘুরে নদী;
বহু পথ ঘুরে এসে যদি;
লুটায় তোমার চোখে, হাহাকারে ভেসে যাওয়া শোকে,
তুমি তাকে অশ্রু না ডেকে, ভালোবাসা ডেকো।
খুঁজে দেখ কোন এক পলাতক মন,
ডুবেছে তোমার ওই নেশাঘোর চোখে।

~...

মন্তব্য১ টি রেটিং+২

আগন্তুক!

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

বহুদূর যেতে যেতে দেখি, হেঁটে যাওয়া সব পথ চেনা,
সব লোক, সবটা চাতক, শুধু তার খবর রাখে না।
~সাদাত
১৪.০১.২০১৫

মন্তব্য১ টি রেটিং+০

দ্বিচারি

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২০

তুমি ভাবো তোমার মতই ভাবব আমি,
তোমার জ্বরে থরথর কাঁপব আমি,
তোমার মাপেই ওজন আমার মাপব আমি,
তোমার মনের ইচ্ছেগুলো ছাপব আমি।
তুমিই আবার ঠিকই ভাবো, তুমি মানেই 'স্বাধীনতা',
বুক ফুলিয়ে উদার সাজো, ফুঁ দিয়ে...

মন্তব্য০ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.