নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

সকল পোস্টঃ

ধর্ম

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৫

আমার তোমার ধর্ম না ভাই
ধর্ম সবই তাদের ঘরে।
মানুষ হয়েও মানুষ মেরে
আবার যারা লেবাস ধরে।

মন্তব্য০ টি রেটিং+০

মৃত্যু থেকে ফিরে

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

ফুলে সদা কাঁটা থাকে কখনো থাকে কীট
জীবন মাঝে আলো থাকে কখনো থাকে গিঁট
কুটিল আঁটুনি গিঁট ফস্কা
ছোট জীবন কটিন নকশা।
নকশায় ভুল, হয়েছে ধস
পরের টা আগে হয়ে গেছে বস।
গিঁট দিয়েছি ফস্কার আগে...

মন্তব্য০ টি রেটিং+০

ধর্ম কে বুঝা চাই

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৭

"ধর্ম দিয়ে কর্ম সারা
কয়দিন আর করবি রে ভাই
ধর্মে সবই অধর্ম কর
ধর্ম তবে যাচ্ছেতাই !
যে হারে সব মোল্লা পুরুত
ভির করছে ধর্মশালায়
এসব দেখে খোদ ভগবান
ভয় পেয়ে নিজেই পালায় ।
ধর্মের সব মর্ম বেঁচে
পেট...

মন্তব্য০ টি রেটিং+০

তুমি

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৭

তুমি দীপ্ত সূর্যে হাসো না
হাসো স্নিগ্ধ পূর্ণিমায়।
তুমি রাতের আঁধার নও
ভাসো ভোরের নির্মল নীলিমায়।

তুমি অকারণ চাওয়া নও
নও স্বপ্নের কুহেলিকা,
তুমি প্রয়োজনে পাওয়া আশা
অপরূপ স্নিগ্ধা বালিকা।

তুমি বিরহের রাগিনী নও
নও সর্পিল আঁকা-বাঁকা,
তুমি জীবনের মাধুরতা
শত...

মন্তব্য০ টি রেটিং+০

ক্ষত

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৪

উড়ে যায় সুখ পাখি
ফেলে সুখ নীড়
কষ্টগুলো মেঘ হয়ে
বুকে করে ভীড় ।

মাঝ রাতে ঘুম ভেঙ্গে
কেঁদে উঠি দুঃখে,
কষ্টগুলো বর্শা হাতে
খেলা করে বুকে ।

ডাকি আমি ওগো পাখি
দেখে যাও এসে,
তুমি বিনে যাচ্ছি আমি
অশ্রু বানে...

মন্তব্য০ টি রেটিং+০

উৎসর্গ (প্রথম অংশ স্বার্থপরদের জন্য, শেষের অংশ নিঃস্বার্থ/ নির্লোভ মানুষদের জন্য)

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৭

ভালবাস মোরে এই শুধু জানি
বিনা প্রশ্নে তাই শুধু মানি
সুখকালে দিয়েছ আশা বলেছ আমায়
বিপদে দেবতা সম রক্ষিব তোমায়
কন্টক পথ দিব পারি
বাঁচি বা মরি রব তোমারি
হঠাত যবে পিছলে গেল...

মন্তব্য১ টি রেটিং+০

ঈশ্বর

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৬

অসীম আকাশে নয়
নয় সমুদ্র গর্জনে
সুউচ্চ পর্বত নয়
নয় পাতাল গহ্বরে
ধুঁ ধুঁ মরুভূমিতেও নয়
নয় গহীন কাননে
নয় তাওরাত, বেদ,
নয় পুরাণ, যাবুরে
কুরআন, ত্রিপিটকে নয়
নয় রামায়নে
গীতা গ্রন্থসাহেবে নয়
নয় মহাভারতে
নয় বাইবেল
কিংবা শ্রীকৃষ্ণকীর্তনে
জগদীশ্বর থাকেন
মনুষ্য অন্তরে

মসজিদে, সিনামোমে...

মন্তব্য৫ টি রেটিং+০

হতাশা

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০২

দু্রাশায় ধোঁয়াশাপূর্ণ চোখযুগল হতাশায় অশান্ত।
কপোতকপোতির মনেও হতাশা দেয় কঠিন সীমান্ত।
সুন্দর এ মোহময় জগতটাকেও হতাশা করে দেয় আঁধার।
হতাশা তুই এমন কেন রে ভাই, নাই কি তোর প্রতিকার?
নববধূর স্বপ্নিল জীবনকেও...

মন্তব্য০ টি রেটিং+০

অযাচিত প্রেম

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮

নিস্পলক চোখের চাহনির মানে বুঝা ভার
অবুঝ বালকের তাই নিতে হয় বুঝ ধার
বুঝ ধার নিতে দারস্থ হয়েছে বয়স্ক যুবকের
সম্প্রতি যিনি উৎযাপন করবেন অর্ধশতকের
চাহনির যে মানে বুঝিয়েছেন তিনি, করিতে তা পুর্ণ
অবুঝ বালকের...

মন্তব্য০ টি রেটিং+০

বালক ভালোবাসা

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪

আবেশে আবেগে ভেসে কতই হাবুডুবু খাই
হাবুডুবু খাওয়াই মোরে সাতার শিখায়
নাবালক ভালোবাসাকে কোলে পিঠে করে বানিয়েছি সাবালক
নিজের অজান্তে ঘোড় দৌড় দিতে শিখে গেছে সাবালক মন
নাবালক আকন্ঠ আবেগে আজও আমি মাঝে মাঝে...

মন্তব্য০ টি রেটিং+০

ছুঁয়া

২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৩

যদি কোনদিন হয় এমন
তোমার মন খারাপ ভীষণ
তাও যদি হয় আবার বৃষ্টি ভেজা রাতে
ঘুম যদি না আসে দু চোখে
জানালার পাশে তুমি এসে দাঁড়িয়ো
ভুল করে যদি আমায় মনে পড়ে যায়
গ্রিলের ওপাশে দু...

মন্তব্য০ টি রেটিং+০

নিস্ফল প্রেম

২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৮

আমি যে হারিয়েছি শত জনতার ভিড়ে
তুমি খোঁজ নাকো আমায়, নাকি খুঁজেছ নিখিলের মাঝে?
একই গগণের নীচে, একই সূর্যের আলো
বাতাসে বেঁচে আছি অপার ধরণি মাঝে।
আমিও নিশ্চুপ-নিরব তোমাকে খুঁজিনি ক্ষনিকের তরে,
তুবুও আছি...

মন্তব্য৪ টি রেটিং+০

ঈদ

১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৭

ঈদ মানে আনন্দ সর্বলোকে মানে
ঈদ আসে ভিন্ন কষ্ট জাগিয়েও কারোকারো প্রাণে
কারো কাছে ঈদ অতীত দুঃখ জাগানিয়া আনন্দ
প্রিয়জন হারা প্রিয়ার সজাগ করা পুরনো ক্ষত
ঈদ মানে বাবা হারা ছেলের অশ্রু বিসর্জন কাল
ঈদ...

মন্তব্য০ টি রেটিং+০

আশার প্রদীপ

১৫ ই জুলাই, ২০১৫ রাত ২:১৭

অপেক্ষার প্রহরে দাড়িয়ে
পরিশ্রান্ত নির্ঘুম আমি।
সেদিন হতে আজ অবধি
এখনও আমি আসন প্রহরী।
মনের অসুখ রইলো মনে
ওষুধ দেওনি ফুলডোজ বলে।
জীবনখেলার লটারীতে
ভুল শুধু ড্র-র ফলে।
নিত্য ভুলে প্রত্যেহ আমি
খুঁজি তোমায় স্বপ্নময়ী।
ভাবছি আমি আজো বুঝি
তুমিই...

মন্তব্য০ টি রেটিং+০

লজ্জা

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৪৮

আমি বিশ্বজিৎ আমি অভিজিৎ আমি রাজন
আমি অবিরাম বাংলার মুখ আমি লাল সবুজের কাফন
আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ
আমি পদ্মার লঞ্চডুবি আমি তাজরীনের অগ্নিকাণ্ড

আমি সাগর-রুনি, আমি ভূগর্ভস্থ জিয়াদ
চাপাতি হাতে...

মন্তব্য০ টি রেটিং+১

১০

full version

©somewhere in net ltd.