![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাহিলেই কহিতে পারিতাম
শত ব্যথা, শত যন্ত্রণার কথা-
চিৎকার করিয়া,
কাঁদিয়া কাঁদিয়া,
কথার পৃষ্ঠে কথা বাঁধিয়া।
তবে কেন কব?
কব কেন তাঁহারই মত করিয়া.
যাহার জন্য আজই এত কথা?
১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৬
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইল।
২| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখা
ভালো লাগলো দোলা আপু
১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৬
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, আপু।
৩| ০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
বিজন রয় বলেছেন: যেহেতু করিয়া, কাঁদিয়ম বাঁধিয়া বলেছেন, তাই কব না বলে কইবো বললে ভালো হতো।
ছোট কবিতাটি সুন্দর।
১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৮
মৌরি হক দোলা বলেছেন: কবিতায় আর নিয়ম-কানুন! যাই হোক, ধন্যবাদ।
৪| ১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:০২
আবেদি১২৩ বলেছেন: আপু, বুজিতে পারিলাম।
কোবো কি আপনাকে
আমার তো কেহ নাই
কার জন্য থাকবে গো আমার ব্যথা।
আপু কিছু মনে করবেন না। এমনি দুষ্টামি করেছি। সত্যি বলতে ভালো হয়েছে আপনার কবিতা। ভালো থাকবেন , শুভেচ্ছা নিরন্তন।