নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধবিমান + যুদ্ধজাহাজ + আধুনিক অস্ত্র + ট্যাঙ্কার সব ২০২৫\'র নির্বাচনের আগেই কেনা উচিত

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৪



এ যাবৎ কালে যত নির্বাচিত সরকার এসেছে কমবেশি সবাই চোর ডাকাত লুটেরাজ। সামনে যারা আসবে তারও একই জিনিস হবে। লুট করবে বৈধ ভাবে। দরকার হলে আইন পরিবর্তন/সংশোধন/পরিমার্জন করবে। কাজেই বৈধ লুটপাট/চুরি/ডাকাতি ঠেকাতে তত্বাবধায়ক সরকারের আমলেই হোক সমস্ত সামরিক/আধাসামরিক বাহিনীর কেনাকাটি। সেটা হবে অনন্ত মন্দের ভাল।

আসন্ন নির্বাচনের নির্বাচিত সরকার পার্স্টেনটেজ খেতে পারবে না, তাই মাথা গরম হয়ে গেছে। মিডিয়াকে দিয়ে লেখালেখি, বিরুদ্ধ সংবাদ ইতোমধ্যে সম্প্রচার করছে। সবাই তো জানেই, বাংলাদেশের সংবাদ মাধ্যমকে টাকা হলেই / ক্ষমতায় থাকলেই কেনা যায় বা তোতা পাখি বানানো যায়। বর্তমানেও হচ্ছে।

ইউনুস সরকারের উচিত, আরও প্রয়োজনীয় যুদ্ধবিমান + যুদ্ধজাহাজ + আধুনিক অস্ত্র + ট্যাঙ্কার+ অন্যান্য যা যা লাগে, কিনে ফেলা।




প্রথমআলোর তথ্যমতে হাসিনা সরকার তার ১৫ বছর শাসনামলে গড়ে প্রতিবছর ১৬বিলিওন ডলার পাচার করেছে (১৫*১৬=২৪০ বিলয়ন ডলার)+ প্রত্যেকটা সরকারী অনুমোদনে আমলারা ৪০% করে খেয়েছে (৭লাখ কোটি টাকার প্রকল্পের ৪০%) + ৩ বিলিওন ডলার শুধু বিদ্যুৎ খাত থেকে + বিভিন্ন প্রকল্পে জমির দাম অতিরিক্ত দেখিয়ে মন্ত্রানলয়ের কর্মচারীরা খেয়েছে ২ বিলয়ন ডলার + (এফ রহমান, এস আলম, আবুল মাল সহ ৩৬ জন হাসিনার কাছের লোক ৬০০বিলিয়ন ডলার ব্যাংক থেকে খেয়ে ফেলেছে) + সামরিক খাতে কত তা অপ্রকাশিত।

এই যদি খাওয়া দাওয়ার অবস্থা হয়, তাহলে ইউনুস সরকার ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান মাত্র ২.২ বিলিয়ন ডলার দিয়ে কেনার অর্ডার দিয়েছে, আমি তো খারাপ কিছু দেখি না। আমি চাই আরও বেশি করে কিনুক। অন্তত দেশের সম্পত্তি বাড়ুক।

রেফারেন্স লিঙ্ক:
চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?

শেখ হাসিনার শাসনামলে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে: শ্বেতপত্রের তথ্য

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২২

সৈয়দ কুতুব বলেছেন: ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধ বিমান, রাশিয়া থেকে এস-৪০০ , যুক্তরাষ্ট্র থেকে বাংকার বোমা এবং ইসরায়েল থেকে আইরন ডোম কিনলে কেমন হয়?

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৩

অপলক বলেছেন: নাটোরের কাঁচা গোল্লা, বগুড়ার দই,
কুমিল্লার রসমালাই, যশোরের খৈ,
হুদায় করবেন না হৈ হৈ...

২| ১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: অপলক,



বালিশও কিনে রাখা উচিৎ।
কারণ - রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্যে প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা। আর প্রতিটি বালিশ আবাসিক ভবনের খাটে তোলার মজুরি দেখানো হয়েছে ৭৬০ টাকা। :(

১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৫

অপলক বলেছেন: জী এস দাদা... এটা ভারতের বাংলাদেশী বৌদির শাসনামল না... ব্যাপারটা বুঝতে হবে... !

৩| ১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৮

মেঠোপথ২৩ বলেছেন: মাইলস্টোন স্কুলের ঘটনায় পরিষ্কার হয়েছে হয়েছে যে প্রতিরক্ষা ব্যবস্থার কি বেহাল অবস্থা! সমস্ত বাতিল, পুরাতন বিমান কেনা হত অথচ এই খাতে বাজেট হত হাজার কোটি টাকা !!

১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৬

অপলক বলেছেন: যথার্থ বলেছেন। অনেক ধন্যবাদ।

৪| ১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৩

বিজন রয় বলেছেন: খাওয়ার টাকা নেই আপনি ওগুলো কিনতে বলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.