নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

ইরানের মোল্লারাই প্রকৃত সিংহ।

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:০২


অনেকেই রেগে আগুন হবেন আমার কথায়, তারা আগুন হলে আমার করার কিছু নেই কারণ যেটা বাস্তবত আমি তাই বলছি। এর আগে আমি বলেছিলাম যে, ইসরাইল ইতিমধ্যেই আত্নসমর্পন করেছে! তখন ইসরাইলের মিথ ভেঙ্গে দিয়েছিল ইরান এবার ইরান ভেঙ্গে দিয়েছে ইসরাইলে হাড়গোড় অর্থাৎ অবকাঠামো। নেতানিয়াহু এখন মিউমিউ করছে; ইসরাইলিদের পিতা আমিরিকাকে ডেকেও যখন কোন কূলকিনারা হলোনা তখন মিউমিউ ছাড়া কোন উপায় আছে কী?

আরব ইসরাইলের ৬ দিনের যুদ্ধ অর্থাৎ ১৯৬৭ সালের ৫জুন থেকে ১০জুন পর্যন্ত ইসরায়েল এবং মিশর, জর্ডান ও সিরিয়ার মধ্যে সংঘটিত হয়। তখন মিশর, জর্ডান ও সিরিয়ার রাজাবাদশাদের বিশ্বাসঘাতকতার জন্য ইসরাইল জয়লাভ করে। তখন থেকে ইসরাইল ও পশ্চিমারা প্রচার চালাতে থাকে যে, ইসরাইল অপরাজেয়, ইসরাইল কারো কাছে হারেনা, ইসরাইলের দিকে কেউ চোখতুলে তাকাতেও সাহস পায়না।

তখন ইসরাইলের এই মিথ আরব রাজাবাদশাদের হিজড়ায় পরিনত করে অন্যদিক থেকে পশ্চিমাদের অফুরন্ত সাহায্য সহযোগীতায় ইসরাইলের অভাবনীয় উন্নতি সাধিত হয় অপরদিকে আরব রাজাবাদশারা জ্ঞানচর্চা বাদদিয়ে পশ্চিমাদের পদলেহনে প্রতিযোগিতা শুরু করে। সেই সংগে আরব রাজাবাদশারা তাদের পেট্রোডলারে বিলাসিতায় গা ভাসিয়ে দেয়; পোলাপান পয়দা করতে থাকে ডজনে ডজনে বউ কয়টা তার হিসেব নেই।

অন্যদিকে ইরান ইসলামী অভ্যুত্থানের পর সুদীর্ঘ পশ্চিমা নিষেধাজ্ঞায় যখন পিঠ দেয়ালে তখন তাদের খুলে যায় অপার সম্ভাবনার দুয়ার তারা বুঝতে পারে যে নিজের পায়ে নিজেই দাড়াতে হবে। শুরু হয় তাদের জ্ঞান চর্চার বিপ্লব যা ইরানকে করেছে মহান এক অপরাজেয় জাতিতে; হাজার হাজার বছরে ইরানের হারার কোন ইতিহাস নেই। সুতরাং ইরানের মোল্লারাই প্রকৃত সিংহ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর লেখেছেন দাদা

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ ডিয়ার ব্রো।

২| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



সমগ্র বিশ্বে ইসরায়েল অত্যন্ত বর্বর ও ঘৃণ্য একটি দেশে পরিণত হবে।

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখন তো মনে হচ্ছে হিটলার সঠিক কাজই করেছিল।

৩| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪২

কাঁউটাল বলেছেন: ত্যানানিয়াহুর লাফ ঝাপ এইবার কমবে আশাকরি।

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হয় ত্যানানিয়াহু এবার দেশেও ঝামেলায় পড়বে।

৪| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৪

নতুন নকিব বলেছেন:



ইরানের মোল্লারাই প্রকৃত সিংহ - ঠিক বলেছেন।

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পশ্চিমা নিষেধাজ্ঞার পরও ইরানিরা বিজ্ঞান চর্চায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

৫| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫০

নতুন বলেছেন: তবে ইরানের উচিত ছিলো যুদ্ধ বিরতির আগে ইসরাইলের সকল সামরিক স্থাপনাতে ১০০০ মিসাইল দিয়ে আঘাত করা।

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমিও এই কথাটিই ভাবছিলাম যে একটা মরণ কামড় দিয়ে তারপর থামা কিন্তু সেটা হলোনা যাইহোক তারা হয়তো অন্যকোন ভালো পথ পেয়েছে।

৬| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৬

অরণি বলেছেন: মরণ কামড় দিয়ে তারপর ইরানকে থামতে হতো যেন আর কোনদিন ইসরাইল চোখতুলে তাকানোর সাহস না পায়।

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমিও এই কথাটিই ভাবছিলাম যে একটা মরণ কামড় দিয়ে তারপর থামা কিন্তু সেটা হলোনা যাইহোক তারা হয়তো অন্যকোন ভালো পথ পেয়েছে।

৭| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৯

অরণি বলেছেন: ইরান অন্যভাবে ইতিটানতে পারতো কিন্তু সেটা হলোনা।

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৫:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শেষটা ভালোভাবে জমলোনা।

৮| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৫:১৯

সৈয়দ কুতুব বলেছেন: কার ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ? শুনলাম ইরানের প্রায় ৩০ জন সামরিক কর্মকর্তা(জেনারেল সহ) মারা গিয়েছে। আবার এক ডজন সায়েন্টিস্ট মারা গিয়েছে। ইসরায়েলের এরকম কতজন এসেট মারা গিয়েছে বলে আপনার ধারণা ?

২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিজ্ঞানী হত্যা ও জেনারেলদের হত্যা ইরানের জন্য ভয়ানক ক্ষতি।

৯| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৫:১৯

মেঘনা বলেছেন: ইরান যেভাবে যুদ্ধ শেষ করল কিংবা আমেরিকা তাকে যেভাবে থামালো তাতে ইরান কে সিংহ না বলে ভেড়ার বাচ্চা বলাই ভালো।
ইজরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানী সেনা প্রধানদের হত্যা করল প্রতি উত্তরে ইরান আটক করল ইসরায়েল এর সাধারণ নাগরিকদের - এই হলো ভেড়া খামিনির যুদ্ধ কৌশল।
ইসরাইল আমেরিকা মিলা ইরানের ৫০ বছরের স্বপ্ন সংগ্রাম নিউক্লিয়ার প্রোগ্রাম সব ধ্বংস করল অথচ ইরান ইসরাইলের একটা পারমাণবিক কেন্দ্রে হামলার সাহস পেল না - কাজেই ইরানের বর্তমান শাসকদের কে ভেড়া ছাড়া আর কিছু বলার সাজে না।

২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিজ্ঞানী হত্যা ও জেনারেলদের হত্যা ইরানের জন্য ভয়ানক ক্ষতি। তবে ইরান পরমানু চুক্তি অনুযায়ী পরমানু স্থাপনাতে হামলা করেনি; একটা নিয়ম মেনে চলেছে কিন্তু ইসরাইল কোন নিয়মই মানেনা।


দাদা আপনি ইসরাইল হারাতে খুশি হতে পারেননি যেমন পারেননি পাকিস্তান যুদ্ধে জিতে যাওয়াতে।

১০| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫৬

ফারমার২ বলেছেন:



ইরানের উটের রাখাল জেনারেলদের ও উঁচু সামরিক অফিসাররা "সিংহ"এর মাঝে আছে তো।

মুসলিম দেশের মোল্লারা মুসলমানদের পংগু করে দিয়েছে।

লেবানন, সিরিয়া ও ইয়েমেনের "শিয়া মিলিশিয়ারা" সিংহের বাবা?

২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইসরাইলের গুপ্তহত্যার কারণে জেনারেল এখন সিংহ এর মানে নেই।

১১| ২৪ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

জিকোব্লগ বলেছেন:



ব্লগে দুর্গন্ধ ছড়ানোর গান্ধীপোকা ফারমার২ , মেঘনা র অপক্ব মস্তিষ্কে এটা ধরবে না ,
যে আমেরিকার যুদ্ধ বিরতির প্রস্তাব দেওয়া মানেই , এখন ইজরায়েলের পরাজয় ও স্যারেন্ডার।

এরা জায়নিস্টদের পা চেটে খায়। আর এরাই হচ্ছে দেশের ফ্যাসিস্ট খুনি হাসিনার ল্যাসপেন্সার।

আরে দুর্গন্ধময় গান্ধী পোকা তুই তো কইছিলি "নতুন নকীবকে ইমাম করে, সামুতে মিলাদ দেন;
ইসরায়েল সারেন্ডার করতে বাধ্য হবে।" তুই ইসলাম ধর্মকে কেমন কটাক্ষ করস ভেবে দেখসোস।
তোর বাপ্ -মায়ের দেওয়া তোর আসল ইসলামিক নামটা বাদ দিয়ে, সন্ত্রাসী ইহুদির একটা নাম
নিলেই পারিস, গান্ধী পোকা।

২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উনি ইরান জেতার কারণে খুবই ক্ষুব্ধ হয়েছেন।

১২| ২৪ শে জুন, ২০২৫ রাত ৮:৪৬

কামাল১৮ বলেছেন: বাঙ্গু মোল্লাদের বাদ দিচ্ছেন কেনো।তারাতো সিংহের বাবা।কিংবদন্যতুল্য ৩২ নং ভেঙ্গে গুড়িয়ে দিলো।

২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক বলেছেন ঐ কাজ কেউ করতে পারতোনা বাঙ্গু জেনারেলরা করেছে।

১৩| ২৪ শে জুন, ২০২৫ রাত ৯:১০

কাঁউটাল বলেছেন: ফারমার চাঘল এবং গং এর নৃত্যকলা আরম্ভ হয়েছে।

২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উনি তাতা ধিন ধিন নৃত্যে খুবই ভালো।

১৪| ২৪ শে জুন, ২০২৫ রাত ৯:১৭

নতুন নকিব বলেছেন:



@জিকোব্লগ, বিকৃতমস্তিষ্কদের ভালো কিছু বলে লাভ নেই! পশুরাও সম্ভবত খুনীদের সময়র্থন করবে না। কিন্তু নীতভ্রষ্ট কিছু লোক সেটাই করে যাচ্ছে অবলীলায়।

২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শতভাগ সত্য কথা।

১৫| ২৫ শে জুন, ২০২৫ রাত ১২:২৭

লুধুয়া বলেছেন: সামু ব্লগের বাঙ্গু মোল্লারা, ইরানি যে ৩০জন শীর্ষ মোল্লা কমান্ডার মারা পড়েছে , তাদের যাইগায় জয়েন করতে পারেন। ইরানে নাকি কেওই ওই পদ গুলি নিতে চাচ্ছেনা। পাছেনা বিমান হামলায় বেগুরে মারা যাই।

২৫ শে জুন, ২০২৫ সকাল ১১:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দাদা রাগ করছেন কেন? ঐ পদগুলো আপনার জন্য ফাকা আছে?

১৬| ২৫ শে জুন, ২০২৫ ভোর ৫:৩৭

শ্রাবণধারা বলেছেন: আপনার এই লেখার বক্তব্য সত্যি হলে আমি সত্যিই খুশি হতাম। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত কেবল মুসলিমদের দাবি নয়, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেকোনো মানবিক ও বিবেকবান মানুষেরই দাবি। সেই প্রত্যাঘাত ইরানের মোল্লারা করুর আর যেই করুক আমি খুশি হতাম।

কিন্তু বাস্তবতা হলো, ইরান ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কিছুই করতে পারছে না। কঠোর শাস্তি দেওয়া তো অনেক দূরের কথা। গার্ডিয়ানের একটি খবরে দেখলাম, আমেরিকার শনিবারের বোমা হামলার প্রতিশোধ হিসেবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরে ট্রাম্প ইরানকে এতটা মৃদু হামলার জন্য ধন্যবাদ জানিয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও, এই খবরটি সত্য। আপনারা যেসব লিখছেন সেগুলো সত্য নয়।

২৫ শে জুন, ২০২৫ সকাল ১১:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইসরাইলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র কখনোই পাওয়া যাবেনা তারা সেন্সর আরোপ করেছে; ইসরাইল খুব তাড়াতাড়িই এগুলো ঠিক করে ফেলবে পশ্চিমারা ইসরাইলকে অঢেল সাহায্য দেবে কিন্তু ইরান সেটা পারবেনা।

১৭| ২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: ইজরায়ের সাথে মধ্যপ্রাচ্যের কোনো দেশই পারবে না। এই সত্যটা অস্বীকার করলেই ধরা খেতে হবে।
হাতে ক্ষমতা না থাকলে রাগ দেখান ও বোকামী।

২৫ শে জুন, ২০২৫ সকাল ১১:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উহা একটা মিথ প্রচলিত ছিল এখন সেই ভেঙ্গে গেছে।

১৮| ২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: প্রকৃত সিংহ হচ্ছেন ট্রাম্প।

২৫ শে জুন, ২০২৫ সকাল ১১:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ট্রাম্প হচ্ছে প্রকৃত উন্মাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.