![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
বউ মানে কি?
বউ মানে সে, যে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি বাসায় আসো দুজন এক সাথে খাবো।
বউ মানে সে, যে তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে খাওয়ার টেবিলে।
বউ মানে সে, যে ঘুমানোর সময় বলে দুইটা বালিশের কি দরকার একটাই তো যথেষ্ট।
বউ মানে সে, যে রাতে বায়না ধরে তোমার বুকে মাথা রেখে ঘুমাবে বলে।
বউ মানে সে, যে সকাল সকাল তোমার ঘুম ভাঙ্গিয়ে বলে এই উঠো ফজরের ওয়াক্ত হলো চালু নামাজে যাও।
বউ মানে সে, যে বলে তোমার অফিস বা কাজে যাওয়ার সময় হয়েছে।
বউ মানে সে, যে তোমার চায়ে চুমুক দিয়ে দেখে ওর চয়েস মত ঠিক আছে কিনা।
বউ মানে সে, যে দু হাত তুলে প্রার্থনা করে যখন তুমি কোথাও বের হও, হে আল্লাহ্ তুমি ওকে দেখে রেখো।
বউ মানে সে, যে বলে তাড়াতাড়ি ফিরে এসো তোমাকে ছাড়া আমার একমুহূর্ত ভালো লাগে না।
বউ মানে সে, যে বার বার তোমায় ফোন দেয় বাসায় আসতে একটু দেরি হলে।
বউ মানে সে, যে তোমার একটু হাসিতে তার পুরো পৃথিবী হাসে।
বউ মানে সে যার কাছে তোমার একটু কষ্টে পুরো পৃথিবী অন্ধকার লাগে।
বউ মানে সে, যার দশ ফোঁটা চোখের পানি ঝরে তোমার এক ফোঁটা চোখের পানির জন্য।
বউ মানে সে, যে প্রতিনিয়ত পড়ে থাকে তোমায় নিয়ে ভাবনার জগতে।
বউ মানে সে, যে প্রতিনিয়ত তোমায় নিয়ে স্বপ্নের জাল বুঁনে।
বউ মানে সে, যে তোমায় নিয়ে একই জান্নাতের অধিকারী হয়ে হাজার কোটি বছর থাকতে চায়।
বউ মানে সে, যে সবসময় মৃত্যু যন্ত্রণা ভোগ করে তোমার পাশে থাকতে চায়।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৮
জনারণ্যে একজন বলেছেন: বুঝলাম; হানিমুন পিরিয়ড এখনো শেষ হয়নি।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২২
শায়মা বলেছেন: বউটা মানে আমাদের ভাবীজি এত ভালো!!!
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
মোঃ ফরিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৩
রানার ব্লগ বলেছেন: বউ মানে অহেতুক মাথা যন্ত্রণা।
বউ মানে পরশির মন্ত্রনা।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩৬
কামাল১৮ বলেছেন: বৌ মানে একজন সাথি।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: হুম।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২
বিজন রয় বলেছেন: তাই।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৭
আরোগ্য বলেছেন: বউ হচ্ছে ফ্রিজের মত, ফ্রিজ ঠান্ডা থাকলে যেমন খাবার ভালো থাকে তেমনি বউ ঠান্ডা থাকলে পুরো পরিবার ভালো থাকে। ফ্রিজে কোন সমস্যা হলে যেমন তাড়াতাড়ি ঠিক করতে হয় নইলে খাবার পচনসহ ইলেকট্রিক শক এমনকি আগুন ধরারও সম্ভাবনা রয়েছে তেমনি বউয়ের কোন সমস্যা হলে স্বামীকে তাড়াতাড়ি সেই সমস্যা দুর করার ব্যবস্থা করতে হয় নইলে যে কোন বিপদ ঘটতে পারে।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:২৬
আলামিন১০৪ বলেছেন: আমার এক বন্ধু বলত বউ হলো ভাত, আর প্রেমিকা হলো পোলাও
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার বউ এসব পড়বে আপনাকে নিয়ে হাসবে।