নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

নবাব আপনি হামাদের যাহা বলিবেন হামরা তাহাই করিবে....

০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩০

"নবাব আপনি হামাদের যাহা বলিবেন হামরা তাহাই করিবে, হামরা বৃটিশদের ধ্বংস করিবে'- নবাব সিরাজুদ্দৌলা সিনেমায় সিরাজের সেনাপতি সিনফ্রের বিখ্যাত ডায়লগ।

আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর ভারত সরকারের নির্দেশে ভাকু আওয়ামী উচ্ছিষ্টভোগী এবং বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের একটা উমেদারি অংশ একই আদেশ পালন করতে মাঠে নেমেছে।

তবে পার্থক্যঃ সেনাপতি সিনফ্রে বাংলার স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন। অন্যদিকে ভাদা-ভাকুরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিয়ে ভারতীয় গোলামীর জিঞ্জির চিরস্থায়ী করাতে চায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত নই। ভারত এসব ভুয়া হুমকি বাংলাদেশ কে দেখাচ্ছে। তবে আমার ব্যক্তিগত মতামত ভারত ও পাকিস্তানের দাদাগিরি থেকে আমাদের মুক্ত হওয়া জরুরি! কৌশল গত ভাবে পাকিস্তানের এখন সরকার রিলেশন বাড়াতে চায় সমস্যা নাই কিন্তু যাতে সেটা ভারতের মতো লেভেলে চলে না যায়। আমরা ভারত, পাকিস্তান ও বছর বিদেশি শক্তি মুক্ত দেশ চাই।

২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৪

পবন সরকার বলেছেন: আপনার সাথে একমত, দেশ জাহান্নামে যাক আওয়ামীলীগ ক্ষমতায় বসতে চায়।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৯

নাহল তরকারি বলেছেন: বাংলাদেশের সার্বভৌম নষ্ট করে ওরা বাংলা কে ভারতের অংশ করতে চায়। এটা কি সত্য?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.