![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
(১) উচ্চশিক্ষা মানুষকে করে বিনয়ী আর কিছু বাঙ্গালিকে করে অহংকারী।
ইউরোপ/আমেরিকাতে আসার পর এরা আর বাকিদের মানুষ মনে করে না। এমন একটা ভাব ধরবে যে বাংলাদেশ একটা nasty দেশ। এই দেশের কিছুই হবে না। এমন দেশে কি করে মানুষ থাকে। কিন্তু সে নিজে বাসের লেঞ্জা ধইরা ধইরা হয়তো তার গোটা কলেজ, ভার্সিটি লাইফ পার করছে।
(২) টপ স্কুল, টপ অ্যাওয়ার্ড ছাড়া কোনো কথা নাই দেশে থাকতে ধরেন কেউ যদি একটা চকলেট গিফট করতো ওইটাও ফেসবুকে পোস্টাইতো। কিন্তু এখন তো USA-তে আসছে তাই MIT, Harvard আর নোবেল ছাড়া কোনো অ্যাওয়ার্ডরে অ্যাওয়ার্ড মনে করে না।
(৩) অন্যকে ছোট করাঃ উচ্চশিক্ষিত বাঙ্গালি খুব সুন্দরভাবে অন্যকে ছোট করতে পারে। আর এদের মতো হিংসুক আপনি দুনিয়ার কোথাও পাবেন না।
Example: Stanford-Elsevier-এর টপ ২% সায়েন্টিস্টের একটা লিস্ট দিসে। ওইটায় কিন্তু শুধু বাঙ্গালি না USA, Europe, even MIT, Harvard, Oxford-এর প্রফেসররাও আছে। তো এই লিস্টে যে বাংলাদেশি কিছু মানুষের নাম ঢুকছে, যেইভাবেই ঢুকুক না কেন এইটা কি সম্মানের না?
এখন কিছু শিক্ষিত বাঙ্গালির কিন্তু এইটা গায়ে লাগছে। Maybe কেউ একজন এটা নিয়া মক পোস্টও করছে বাংলাদেশের মানুষের যোগ্যতা নিয়ে যে তারা নোবেল কেন পায় না। কিন্তু এরা এত স্টুপিড এইটা বুঝে না যে এই সম্মানটা নিয়ে একচুয়ালি ক্রিটিসাইজ না করে বরং সেলিব্রেট করা উচিত, যে হাজার লিমিটেশনস, ফান্ডিং লিমিটেশনস থাকার পরও আমাদের দেশের স্টুডেন্ট, বা ফ্যাকাল্টিরা ওয়ার্ল্ডের কোথাও নাম তো এনলিস্ট করতে পারতেসে।
(৪) গুটিবাজির বসঃ USA/Europe-এ ওই দেশের ফান্ডিং-এ পড়াশুনা করবে। উইকলি এক একটা বাসায় খাওয়া দাওয়া হবে। আর পুরাটা সময় ম্যাক্সিমাম টাইম একজন আরেকজনের বদনাম করবে। দেশের মানুষদেরকে নিয়ে মক করবে। দেশ যে নিপাতে যাচ্ছে আর তারা যে কিছু ছিঁড়তে পারতেসে না এইটা নিয়ে অনেক প্রব্লেম। আমি এইটা এড়ায়ে চলি... কারণ সুযোগ পাইলে এরা আমার সাথেও খোঁচাখুঁচি করে। যদিও I don’t give a damn shit.
(৫) আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেঃ
এদের প্রচুর আইডেন্টিটি ক্রাইসিস থাকে। এরা প্রাণপণ ফরেনার হওয়ার ট্রাই করে। কিন্তু এইটা বুঝে না যে কাওয়া যদি তার পিছনে পেখম লাগায় সে কখনো ময়ূর হয় না। আমি যে মহান ভালো মানুষ তা না। কিন্তু আমি মনে করি যেই দেশে খাইসি, যেই দেশের মানুষের মধ্যে আমি থাকসি, ওই দেশের মানুষকে বা দেশকে ছোট করার কোনো রাইট আমার নাই। দিন শেষে আমি বাঙ্গালি।
হাজারো সীমাবদ্ধতার মাঝে আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক অনেক ভালো করতেসে। আমার দেশে enough জব নাই। একটা ছেলের ৩০ বছর পর্যন্ত wait করা লাগে একটা decent জব পাইতে।
কোয়ালিফিকেশন থাকলেও effort দিয়েও ছেলেমেয়েরা তাদের ট্যালেন্টের enough রিকগনিশন পাচ্ছে না। আন্ডারগ্র্যাডের ছোট ছোট বাচ্চারা নিজের টাকা দিয়ে রিসার্চ করতেসে। NeurIPS-এর মতো টপ কনফারেন্সে, যেইটাকে “অলিম্পিক অফ কনফারেন্স” বলে, আমার SUST-এর-ই CIOL Lab-এর আন্ডারগ্র্যাডের ছেলেদের একটা না ছয়টা পেপার অ্যাক্সেপ্ট হইসে।
আমার কাছে ম্যানহোলে কাজ করা মেথর, ক্ষেতে কাজ করা কৃষক, কিংবা একজন ব্যাংক কর্মকর্তা যে নাকি এখনো দেশে আছে। বা যারা জেনুইনলি দেশে থাকতেসে, দেশে কন্ট্রিবিউশন রাখতেসে, আমার কোনো রাইট নাই তাদেরকে ক্রিটিসাইজ করার। আমার কোনো যোগ্যতা নাই তাদের অ্যাচিভমেন্টকে ছোট করার।
(প্রবাসী ফেসবুক বন্ধু মঞ্জুরুল আহসান এর পোস্ট)
১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:০৪
জুল ভার্ন বলেছেন: প্রথমত লেখাটা কপি করেছি।
দ্বিতীয়ত, আমার ক্ষণস্থায়ী প্রবাস জীবন এবং ব্যাপকভাবে বিদেশ ভ্রমণে যে অভিজ্ঞতা তা পোস্টের বক্তব্যের সাথে মিলে গিয়েছে।
আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন।
নিরন্তর শুভ কামনা ❤️
২| ১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৫
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবাদ। আমার অভিজ্ঞতা এবং মতামত শেয়ার করলাম।
৩| ১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪১
বিজন রয় বলেছেন: একটু ভালো কিছু, একটু বড় কিছু পেলে তো মানুষ একটু অহংকারী হবে।
তবে সবাই তা হয় না।
ভেতোঁ বাঙালি তো!!!
৪| ১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০১
নতুন বলেছেন: সমাজে ভালো মন্দ দিলিয়েই মানুষ এমন থাকে, তবে সবাই সমান হয় না।
যারা এইসব অহংকারীদের সমালোচনা করে তারাও অনেকটা তাদেরই মতন হয়।
৫| ১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কথা সত্য, বাঙালি অতীত ভুলে যায়, সুযোগ পেলেও দেশ এবং দেশের অবদানও ভুলে যায়। বিদেশে গিয়ে বুলির সাথে গায়ের রঙও বদলাতে চায়। জুলভার্নের বিশাল নাম দিয়ে যা বলবেন, নতুন-পুরাতন ব্লগাররা সেটি গুরুত্বের সাথে দেখে।
তাই জুলভার্নের মতো ব্লগার এসব কপি-পেস্ট লেখা বাদ দিয়ে দেশে যারা আমজনতা তাদের বিষয়ে আরও মনযোগ দিলে ভালো। অন্তত তার অতীত অবদানের সাথে মিল রাখার জন্য।
বিদেশে গিয়ে বাংলাদেশীরা কী করবে, অথবা বিদেশীরা আমাদেরকে কীভাবে দেখবে, ভিসা দেবে কি দেবে না, দিলেও ঢুকতে দেবে কিনা - এর অনেকটা নির্ভর করে দেশের সরকার কীভাবে নিজের জনগণকে দেখাশোনা করছে।
দেশে ভালো না থাকলে যেকোনভাবে বিদেশ যাবার এই স্রোত নতুন কিছু না। এরা বিদেশে গিয়ে অথবা যাবার পথে কীভাবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করছে এটা দেশের ভাবমূর্তির সাথে সরাসরি যুক্ত।
সরকারের বিদেশনীতি এখানে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে - সেটি এখন কেমন অবস্থায় আছে?
এবার নতুন করে শুরু হয়েছে, ভিসা সমস্যা। এটি আগেও ছিল, কিন্তু তখনও নেপাল মালদ্বীপ ইন্দোনেশিয়া যেতে এতো বেগ পেতে হতো। এখন প্রায় সবদেশই আমাদেরকে গ্রহণ করতে প্রকাশ্যে বা ইশারায় আপত্তি জানাচ্ছে।
৬| ১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: *এবার নতুন করে শুরু হয়েছে, ভিসা সমস্যা। এটি আগেও ছিল, কিন্তু তখনও নেপাল মালদ্বীপ ইন্দোনেশিয়া যেতে এতো বেগ পেতে হতো না। এখন প্রায় সবদেশই আমাদেরকে গ্রহণ করতে প্রকাশ্যে বা ইশারায় আপত্তি জানাচ্ছে। এসবের সুরাহা কে দেবে?
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৭
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: পড়লাম, লাইকও দিলাম। প্রিয় ব্লাগর তাই লাইক দেওয়াটা। এই লাইক কতখানি সত্যি এই বিষয়ে সন্দিহান আমি। প্রিয় জুল ভার্ন, আমাকে ভুল বুঝবেন না, আরেকটা মন্তব্য বিস্তারিত লেখবো।