নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে দেখি দূর্নীতিমুক্ত দেশ গড়ার আহবান...........

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২২



দূর্নীতির দায়ে হুট করেই চাকরিচ্যুত মনসুর আলীর বর্তমান আর্থিক অবস্থা বেশ শোচনীয়।
দূদক মনসুর আলী সাহেবের নিজের এবং পরিবারের সব ব্যাংক একাউন্ট ফ্রীজ করে রেখেছে।
গোপণে শালীর দেড় বছরের মেয়ের নামে যা যা রেখেছিলেন সেটা ভেঙ্গেই কোনমতে চলছেন এখন।
কয়েকমাস এভাবে যেতেই উনার অর্থনৈতিক বেশ বড় ধরনের টানাপড়েন শুরু হলো।
দিন দিন অবস্থা খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে!

বিভিন্ন সংবাদপত্রে উনার খবর ছাপা হয়েছে ফলাও করে।
কেস যে নয়ছয় করে অন্যদিকে নিয়ে যাবেন সেটারও উপায় নেই।
কী থেকে যে কী করবেন কিছুই কূলকিনারা পাচ্ছেন না।

পারিবারিক অবস্থা ঘোরতর খারাপের দিকে গেলে অবশেষে উনার স্ত্রী উনাকে পরামর্শ দিলোঃ
- আর কিছুই তো পারবা না, যেটা জানো সেটার উপর একটা বই লিখে ফেলো।

হাতে কোন কাজকর্ম নেই। মনসুর সাহেব অবশেষে নিজের পূর্ণ অভিজ্ঞতা দিয়ে একটা বই লিখে ফেললেন।
লেখা শেষে বইয়ের নাম দিলেনঃ 'ঘুষ খাওয়া এবং দেয়ার সঠিক কলাকৌশল'

মনসুর আলী উনার পাণ্ডুলিপি প্রথম যেই প্রকাশক'কে দেখালেন, তিনি অনেকদিন ধরেই পাঠ্যপুস্তক ছাপানোর কাজ পাবার জন্য চেষ্টা করছিলেন। পান্ডুলিপি পড়ার পর প্রকাশক নিজের খরচেই এই বই ছাপিয়ে দিলেন, এমন কী ১২% রয়ালিটি ফী দেবার জন্যও চুক্তিবব্ধ হলেন মনসুর আলীর সাথে। শর্ত একটাই, মনসুর আলী এই বই নিয়ে অন্যকোন প্রকাশকের কাছে ছাপানোর জন্য নিয়ে যেতে পারবেন না।

এই বই বের হবার সাথে সাথেই একুশে বইমেলার সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে সুপার ডুপার হিট।
একমাস ব্যাপি বইমেলা শেষ হবার পরেও এর চাহিদা বিন্দুমাত্র কমেনি।
শেষ খবর যা পাওয়া গেছে তাতে এর বারোতম সংস্করণ ছাপানোর কাজ জোড়েসড়ে চলছে।

বেকার মনসুর আলী সাহেব এই বইয়ের রয়ালিটির টাকা দিয়ে ঘুষ দিয়ে কাজ নেবার কনসাটেন্সি একটা ফার্ম খুললেন।
কিন্তু মাত্র কয়েকদিনেই, সেই ফার্মে এত বেশি ক্লায়েন্টের আনাগোনা যে তিনমাসের মধ্যেই দেশের প্রধান প্রধান শহরে ব্র্যাঞ্চ খুলতে হয়েছে।

ছয়মাসের মাথায় দেশের প্রত্যন্ত অঞ্চলে একটা নতুন ব্র্যাঞ্চ খোলার অনুষ্ঠানে মাইক হাতে নিয়ে মনসুর সাহেব বেশ রাগত স্বরে বললেনঃ
'সব মাছে গু খায় আর দোষ শুধু হয় টাকি মাছের।
'সব শালা ঘুষ খায় আর দোষ হয় শুধু আমার'


সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুলাই ২০২১

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:



সস্তা ভাবনা, সস্তা লেখা

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪০

নীল আকাশ বলেছেন: হাউকাউ পাবলিকের হাউকাউ মন্তব্য।

২| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: দূর্ণীতি করোনার চেয়েও মারাত্নক । করোনা মুক্ত দেশের সাথে সাথে দূরর্ণীতি মুক্ত দেশের কামনা করি ।

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৫

নীল আকাশ বলেছেন: দুর্দান্ত বলেছেন। সেটাই আসলে এখন আশু করা দরকার।

৩| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১:১১

অক্পটে বলেছেন: দূর্ণীতির ভ্যাকসিনেশন খুব দরকার এই সময়ে।

২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:৫৮

নীল আকাশ বলেছেন: নিজেদের চরিত্র ভালো না করলে এই ভ্যাকসিন দিয়েও কোন লাভ নেই।

৪| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:১০

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: স্বপ্নেই এইসব দিবা স্বপ্ন দেইখেন। বাস্তবে আর দেখার লাগবে না।

২৫ শে জুলাই, ২০২১ সকাল ১০:০০

নীল আকাশ বলেছেন: আসলেই দিবা স্বপ্ন। ব্যক্তিগত চরিত্র ভালো না করলে এটা বন্ধ করা কোনদিনও সম্ভব না।

৫| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই বইয়ের হট কেকের মত বিক্রি হওয়ার কথা। আপনার লেখায় মনে হোল সেই রকমই বিক্রি হয়েছে। তৃতীয় বিশ্বের অনেক দেশেই দুর্নীতি একটা বড় সমস্যা। আমার মনে হয় এটা কেয়ামত পর্যন্ত চলবে। আমাদের দেশের মত দেশগুলি যদি কখনও ধনী হয়ও তারপরও এই খাসলত আমাদের যাবে বলে মনে হয় না। বহু আগেই আমরা দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রুপ দিতে সক্ষম হয়েছি। শুধু এটাকে সংবিধানে যুক্ত করি নাই এই যা। উন্নত বিশ্বে দুর্নীতি খুব কম হয়। হলেও শুধু উপরের স্তরে হয়। কিন্তু লবিইং বলে একটা সেবা চালু আছে ওখানে। এই লবিইং এর নৈতিক অবস্থান পরিষ্কার না। সাধারণ জনগণ এবং সাংবাদিকরা লবিংকে নেতিবাচকভাবে দেখে থাকেন। অনেক ক্ষেত্রেই এটা এক ধরনের আইন স্বীকৃত দুর্নীতি যা বেশীরভাগ ক্ষেত্রে শোষণকে উৎসাহিত করে। মনসুর সাহেব আপনার পরিচিত হোলে ওনাকে বলেন লবিং ব্যবসা শুরু করতে এবং পারলে এটাকে বাংলাদেশের পরিবেশে কিভাবে আইনের আওতায় আনা যায় তার একটা ব্যবস্থা করতে। দুর্নীতিবাজ হিসাবে ওনার উপর মহলে লম্বা হাত থাকার কথা। তাই উনি চেষ্টা করলে এটাকে আইনের স্বীকৃতি দিতে পারবেন উপরওয়ালা, ক্ষমতাওয়ালা লোকদের সাহায্য নিয়ে। ফলে উনি এবং ওনার মত অনেকেই বুক ফুলিয়ে বৈধভাবে উঁচু পর্যায়ের দুর্নীতি করতে পারবেন। এই আইডিয়া দেয়ার জন্য আপনিও একটা রয়ালটি ওনার কাছে বৈধভাবে চাইতে পারবেন। :)

আমার একজন দূরসম্পর্কের আত্মীয় যিনি কাস্টমসে চাকরি করতেন এক সময়। উনি দুর্নীতির জন্য ৫ বছর সাসপেন্ড ছিলেন। ওনার বিরুদ্ধে মামলা করেছিল সরকার। কিন্তু উনি অনেক টাকা পয়সা খরচ করে ( ওনার গায়ে লাগে নাই, কারণ উনি তারচেয়ে বহুগুণ কামিয়েছিলেন) ৫ বছর পর নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে সমর্থ হন। শুধু তাই না সরকার তাকে মাঝখানের ৫ বছরের বকেয়া বেতন, সুবিধাদি এবং পদান্নতি দিতে বাধ্য হয়। তবে দুর্নীতি করতে অনেক মেধার প্রয়োজন হয়।

৬| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০২

ভুয়া মফিজ বলেছেন: ঘুষ গ্রহন এবং প্রদান, উভয়ই এখন দেশে প্রধান শিল্প। এই শিল্পের বিরুদ্ধে কথা বলা মানে, আমাদের শিল্প-সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা। আর আমাদের দীর্ঘ দিনের লালিত শিল্প-সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা দেশদ্রোহিতার শামিল। X(

সবাইকে এই শিল্পের উন্নতির লক্ষ্যে মনোনিবেশ করার আবেদন জানাইলাম আপনের এই মহা-মুল্যবান পোষ্টের মাধ্যমে। :-B

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪০

নীল আকাশ বলেছেন: এই শিল্প এখন দেশের আনাচে কানাচে করোনার মতো অতিমারী হয়ে ছড়িয়ে পরেছে।
শিল্প সংস্কৃতি মতো করে এখন সবাই এতে নিজের মেধার সর্বোচ্চ প্রয়োগ করছে।
দেশের উচ্চ মহল থেকে যতদিন ধরে এই মহত কাজে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে তত দিন ধরেই এটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে থাকবে।
ধন্যবাদ আপনাকে।

৭| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার মনে হয় দূদকেরও এই বইটি পড়া আবশ্যক
তা হলে তারা সহজে ঘুষ খোরদের ঠিকুজি বের করতে
সক্ষম হবেন! দূদকতো দন্তহীন বাঘ,
কে যেন বলেছিলো!!

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪১

নীল আকাশ বলেছেন: দূ দ ক হচ্ছে দেশের নাকি সর্বোচ্চ দূর্নীতিবাজ। ঠগ বাছতে গাঁ উজাড় অবস্থা এখন দেশে............

৮| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাংলাদেশ কখনো ঘুষ ও দুর্নীতিমুক্ত ছিলো না। আর ঘুষ ও দুর্নীতিমুক্ত হবেও না। ভাটার মতো কখনো খানিকটা দুর্নীতি কমে আবার জোয়ারের মতো কখনো দুর্নীতি বাড়ে! কখনো কখনো দুর্নীতি ও ঘুষের বন্যা বয়ে যায়। দুর্নীতি ও ঘুষ বাংলাদেশে পিঠাপেটি ভাইবোন। - ঠাকুরমাহমুদ


২৫ শে জুলাই, ২০২১ সকাল ১০:০৪

নীল আকাশ বলেছেন: একেবারে চরমতম সত্য কথা লিখে দিয়েছেন আপনি।
দেশের বেশিরভাগ মানুষ ঘুষকে কোন অন্যায় মনে করে না। মেয়ের বাবা মা জামাই বাছার সময় কোন ছেলের ঘুষ খাবার সুযোগ বেশি সেটা আগে দেখে নেয়। তারপর মেয়ে বিয়ে দেয়। বাবা ঘুষ দিয়ে ছেলে মেয়েদের চাকুরির ব্যবস্থা করে দেয়। ফলাফলা যা হবার তাই হচ্ছে।
রাষ্ট্রীয় কিংবা সামাজিক সচেতনতা এটা কমাতে পারবে না। পারবে শুধু ধর্মীয় সচেতনতা। অথচ মানুষ এখন ধর্ম থেকেই অতি দ্রুতই দূরে সরে যাচ্ছে।

৯| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১০

পদাতিক চৌধুরি বলেছেন: আগেও পড়েছি। উপমহাদেশের একটা কমন সমস্যা। এখন আর দুর্নীতি খুঁজে লাভ নেই বরং ভালো মানুষ কটা আছে সেটাই বরং খুঁজে দেখা দরকার.... নাকি সর্ষের মধ্যেই ভূত কেবল খোঁজায় সার হবে....

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪২

নীল আকাশ বলেছেন: উপমহাদেশে এখন সর্ষের চেয়ে ভূতের সংখ্যা বেশি হয়ে গেছে।
ধন্যবাদ।

১০| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

আমারে স্যার ডাকবা বলেছেন: দেশে এমন প্রতিষ্ঠান কিন্তু আসলেই আছে। কাকে উপহার(!) দিলে কাজ হবে, কখন এবং কিভাবে উপহার দিতে হবে, কতটুকু উপহার দিতে হবে এইসব বিষয় নিয়েই এরা এক্সপার্ট। এদেরকে আপনি পরামর্শক প্রতিষ্ঠান/কনসালটেন্সি ফার্ম/লবিং ফার্ম নামেও জেনে থাকবেন। কারন দূর্ণীতি একটা আর্ট এবং বড় বড় আর্টিস্টরা অপরিচিতদের থেকে কখনো উপহার(!) নেয় না।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৬

নীল আকাশ বলেছেন: আফনারে আমি কিন্তু স্যার ডাকুম না। আজকাল স্যারেরাও সব ঘূষখোর।
পরামর্শক প্রতিষ্ঠান/কনসালটেন্সি ফার্ম/লবিং ফার্ম মানেই হচ্ছে বৈধ উপায়ে টাকা পয়সা লুটপাটের পদ্ধতি বের করা।

১১| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:১১

অপু তানভীর বলেছেন: সত্যি সত্যি এমন কোন বের হয় তখন সেটা সত্যি সত্যিই বেস্ট সেলার হবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই । তবে মেলা থেকে কেউ এই বই কিনবে না । সবাই কিনবে অনলাইন থেকে, সবার চোখের আড়ালে ।

এই ব্যাপারে একটা গল্প বলি আপনাকে । এই কয়েক বছর আগেই একটা বেশ সুপরিচিত অনলাইন পোর্টালে একটা নিউজ বের হয়েছে যে ''সন্তানদের ভাল স্কুলে পড়াতে পারছেন না ম্যাজিস্ট্রেট'' যাকে নিয়ে সংবাদটা করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেট সাহেব আমার পরিচিত । এয়ারপোর্টে পোস্টিং ছিল আগে এবং তিনি আসলেই সৎ মানুষ ।
এখন সংবাদটা দেখুন । ঢাকার ভাল ভাল স্কুল গুলো সম্পর্কে আমার ভাল ধারণা কারণ আমার কর্ম ক্ষেত্র এই রিলেটেড । একজন সরকারি ৯ম গ্রেডের বেতন স্কেল ম্যাজিস্ট্রেটের পক্ষে সত্যি সৎ থেকে এই স্কুল গুলোতে পড়ানো আসলেই সম্ভব না । সেই ব্যাপারে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপারে । অথচ এটাই হয়েছে সংবাদ । কিন্তু সংবাদ হওয়া দরকার ছিল যে যাদের ছেলে মেয়েরা এই ভাল ভাল স্কুলে পড়ছে তারা কিভাবে পড়াচ্ছে ! এই প্রশ্নটা কেউ করছে না । দূর্নীতি আমাদের এমন ভাবে চেপে বসেছে যে দূর্নীতির ব্যাপারটা আমাদের কাছে এখন খুবই স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে ।

১২| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:৩২

ঢাবিয়ান বলেছেন: সর্বনাশ ! জনাব চাঁদ্গাজী কমেন্ট করার সুবিধা ফেরত পেয়েছেন??

২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৫

নীল আকাশ বলেছেন: আগে কী সুন্দর দিন কাটাইতাম! হে হে হে!
চিন্তা কইরেন না। খুব শিঘ্রই আবার ব্যান খেয়ে চুপ হয়ে যাবে কিছুদিনের জন্য।
সারমেয়দের লেজ কোনদিনও সোজা হয় না।

১৩| ২৫ শে জুলাই, ২০২১ রাত ২:০৯

কামাল১৮ বলেছেন: দামি ভাবনা দামি লেখা।

২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৩

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার এবং সুন্দর একটা মন্তব্য করার জন্য।

১৪| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ৮:২৬

সোহানী বলেছেন: কথাতো সেটাই............। পুরোনো ইস্যু কিন্তু চমৎকার উপস্থাপনা।

২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪২

নীল আকাশ বলেছেন: ঘুষ দেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে।
আলাদা করবে এই সাধ্য কার?

১৫| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ৮:৩০

রানার ব্লগ বলেছেন: ঘুস খুবি মজাদার খাবার, যে খায় সেই বোঝে এর মর্ম।

২৫ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪১

নীল আকাশ বলেছেন: হা হা হা............
এই জন্যই একবার খাওয়া শুরু করলে আর কেউ ছাড়তে চায় না।

১৬| ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া জি

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৬

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।

১৭| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার শুদ্ধি অভিযান কি শেষ?
সমাজে সবচেয়ে সহজ একজন দূর্নীতিবাজকে ধরা।
দুদক স্বচ্ছ নয়।

শেখ হাসিনা চায় না বলেই আমাদের দেশে দূর্নীতি বেড়েই চলেছে। এবং তাদের গ্রেফতার করা হয় না।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

নীল আকাশ বলেছেন: সাবাস ভাই। আপনাকে স্যালুট এতদিন পরে হলেও এই চরম সত্য বলার জন্য।
সরকার চাইলে আগে নিজে ভালো হয়ে বাকি সবাইকে ধরতে পারতো।

১৮| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২৩

নতুন বলেছেন: ভন্ডের দেশে দূনিতি মুক্ত কিছু আশা করা যায় না।

দেশে নৈতিক রেনেসা দরকার।

বাবা মা ঘুষ খেয়ে বাচ্চাদের নিতি কথা বললে তারা কতটা শিখবে?

১৯| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
কথায় আছে চোরে না শুনে ধর্মের কাহিনী।

নীতি কথা দিয়ে ঘুষ দুর্নিতি বন্ধ করা যাবে না, কঠিন আইন করেও বেশি কিছু করা যায় না। বিদেশে দীর্ঘদিন থেকে যা বুঝলাম।
কিছু সিস্টেম করলে দুর্নিতি বন্ধ হবে।


ঘুষ দুর্নিতি্র মুল কারন সরকারি দফতরে, সরকারি চাকুরি খুব শক্ত, যত অপরাধ করুক চাকরি যায় না।
তাই সব সরকারি চাকুরিকে চুক্তিভিত্তিক করতে হবে, প্রতি বছর পার্ফর্মেন্স, অপরাধ অভিযোগ ইত্যাদি কেন্দ্রিয় সার্ভারে যাবে, বছর শেষে যাচাই করে চাকুরি রিনিউ হবে। অভিযোগ পেলে আগে সাসপেন্ড তারপর তদন্ত।

দেশের প্রতিটি এনআইডি ধারি ১৮+ নাগরিককে প্রতিবছর সম্পদের হিসাব সহ 'আয়কর রিটার্ন' দাখিল করতে হবে, আয়কর না দিলেও সাবমিট করতে হবে আয় শুন্য থাকলে শুন্যই বসবে।


মোবাইল ব্যাংকিং প্রচলিত ব্যাঙ্কিং একিভুত করে একটি সার্বজনিন ব্যাঙ্কিং হবে বিভিন্ন ব্যাঙ্কের ইলেকট্রনিক ব্যাঙ্কিং। সেন্ড মানি রিসিভ মানিতে কোন টাকা কাটা যাবে না। শুধু বছরে একটা সার্ভিস চার্জ থাকবে বার্ষিক আয় ক্যাপাসিটি অনুযায়ী, সল্প আয় কৃষকের সার্ভিস চার্জ শুন্য হবে।
এক হাজার টাকার বেশী সব কেনাকাটা ইলেক্ট্রনিক ব্যাঙ্কিং মারফত হতে হবে উইত রিসিট। এই ইলেক্ট্রনিক রিসিট অটো চলে যাবে ভ্যাট কালেক্টরের সার্ভারে, আর ব্যাক্তি আয়কর দফতরের সার্ভারে
আর মাসে ১ হাজারের বেশী ক্যাশ তোলা যাবে না, বছরে ৫ বার লিমিট।
কৃষকের কাছ থেকে একটা লাউ কিনলে কৃষকের বিসনেস একাউন্টে লাউয়ের দাম ৪০টাকা বাহাতে সেন্ড মানি করে ডান হাতে লাউ নিয়ে আসবেন। ৪০টাকার ইলেক্ট্রনিক রিসিট চলে যাবে ভ্যাট সার্ভারে, আর ব্যাক্তি আয়কর দফতরের সার্ভারে।
শুন্য ট্যাক্স, কারন পৃথিবীর কোথাও কৃষি পন্যে ভ্যাট ট্যাক্স নেই।

সব না পারলেও শুধু প্রত্যেকের আয়কর ফাইলিং রেকর্ড ও সার্বজনিন ইলেকট্রনিক মানি ভিত্তিক ই কেনকাটা। এই দুটো ব্যাবস্থা চালু হলেই আর কোন শালা ১০০০ টাকার বেশী ঘুশ খাইতে পারবে না।

২০| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১০:২৫

মুক্তা নীল বলেছেন:

নীল আকাশ ভাই ,
অতীত বর্তমান ও ভবিষ্যৎ এ কখনোই আমাদের দেশে এ
স্বপ্ন পূরণ হবে না । যেকোনো দুর্যোগে আমাদের দেশে এবং
প্রতিনিয়ত প্রতিটি সেক্টরে ছিঁচকে চুরি থেকে বড় ধরনের
চুরি-চামারি হচ্ছেই এটা বন্ধ হবার নয় ।
উপস্থাপনা ভালো লেগেছে । আশা করি সবাইকে নিয়ে
ভালোই আছেন ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০১

নীল আকাশ বলেছেন: কেমন আছেন আপনি? অনেকদিন পরে কথা হচ্ছে।
জী আমি সপরিবারে ভালোই আছি।
রাষ্ট্রীয় পর্যায়ে যতদিন দূর্নীতি বন্ধ হবে না তত দিন পর্যন্ত এইসব চুরি-চামারি বন্ধ হবে না।
ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।

২১| ০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৬:৩১

খোলা জানালা। বলেছেন: আপনি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন তা অবশ্যই অসাধারন। মুল্যবান তথ্য সমৃদ্ধ পোষ্টটির জন্য ধন্যবাদ। আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৮

নীল আকাশ বলেছেন: হা হা.........
আমি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখিনি। তবে যা লিখেছি সেটা নির্লজ্জ সত্য। এটাই এখন দেশের আসল কালচার।
খুব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার ব্লগ বাড়িতে সুস্বাগতম আপনাকে।

২২| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: জানা কথা জানা গল্প, তবুও তা আপনার চমৎকার পরিবেশনার অভিনবত্বের কারণে ভাল লাগল।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫০

নীল আকাশ বলেছেন: আমরা সবাই জানি, বুঝি এবং জেনেশুনেই এইসব দূর্নীতি এখন কালচারে পরিনত হয়েছে।
সত্য কথন বলতে আমার কোন দ্বিধা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.