নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

ডঃ ইউনুস এখন ভারতের হট কেক

৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০


এক বছর আগে বনি আমিন নামের এক ইউটিউবার পশ্চিম বঙ্গের কোলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করেছিল, বাংলাদেশকে চেন?
অনেক ছাত্র ছাত্রীই বলেছিল, চিনি
বাংলাদেশ কোথায়?
আমাদের পাশের দেশ
বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রীর নাম জান?
উত্তরে ৭০% ছাত্র ছাত্রীই বলেছিল, জানি না।
তাহলে কি করে চেন?
পদ্মার ইলিশের জন্য।
ইসকনের চিন্ময়কে আটক করার পর থেকে ভারতীয় মিডিয়ার লাফালাফির চোটে শেখ হাসিনাকে ভারতের লোকজন না চিনলেও ডঃ মোহাম্মদ ইউনুসকে ভালই চেনে। পুরো পশ্চিমব্ঙ্গ নয় পুরো ভারতেই এখন ডঃ মোঃ ই্উনুস পরিচিত। ছোট বড় সবার মুখে মুখে ডঃ মোহাম্মদ ইউনুসের নাম। বাংলাদেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশের কোন প্রেসিডেন্ট বা প্রধান মন্ত্রীর নাম ভারতে লোকজনের কাছে এতো পরিচিত ছিল না, এবার হয়েছে।
ডঃ মোঃ ইউনুসকে ভারতের সর্ব সাধারণের কাছে অধিক পরিচিত করে দেয়ার জন্য মিন মিন মিন ময়ুখ রঞ্জন ঘোষকে অভিনন্দন।

যারা বিশ্বাস করতে চান না তাদেরকে নিচের ভিডিওগুলি দেখার অনুরোধ রইল
https://www.youtube.com/watch?v=mpLTWnyiZS4
https://www.youtube.com/watch?v=gNgbC-J20s4
https://www.youtube.com/watch?v=mAbmL5mXSQc
https://www.youtube.com/watch?v=gsr_33On6pI

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫২

জেনারেশন৭১ বলেছেন:



পশ্চিম বাংলার ১ জন গড় ছাত্রছাত্রীর জানার লেভেল ( ইংরেজী, বাংলা, অংক, ভুগোল, ইতিহাস, বিজ্ঞান, সমাক বিজ্ঞান, ইত্যাদিতে ) বাংলাদেশের গড় ছাত্রছাত্রী থেকে বেশী, নাকি কম?

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

পবন সরকার বলেছেন: https://www.youtube.com/watch?v=mpLTWnyiZS4
চেতেন ক্যান ভাই, ভারতের ছাত্রছাত্রীরা লেখাপড়া করে ঠিক আছে কিন্তু বাংলাদেশ নিয়ে খুব একটা চর্চা করে না। বিশ্বাস না হয় উপরের ভিডিওটা একবার দেখুন। বিনা ডকুমেন্টে কথা বলি নাই।

২| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩১

মেঘনা বলেছেন: ৮৪ বছরের এক বৃদ্ধ, যিনি জামাতিদের এবং হেফাজতি দের সাহায্য নিয়ে ২০২৪ সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রতি বিপ্লব ঘটালো, আজকের তথ্যপ্রযুক্তির যুগে তার সম্পর্কে আগ্রহ থাকাটাই স্বাভাবিক।

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

পবন সরকার বলেছেন: দেশ স্বাধীনের এত বছর পর জামাতের পক্ষে এত লোক হওয়াটা মেনে নেয়া যায় না। অন্তত ৯০% মানুষ মুক্তিযোদ্ধা হওয়ার কথা ছিল তা না হয়ে উল্টো রাজাকার হয়েছে, এই দোষটা কার?

৩| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জেনে ভালো লাগলো।

বাংলাদেশের কিছু ক্রিমিনাল সবসময়ই বাংলাদেশীদেরকে ভারতীয়দের থেকে মেধা ও বুদ্ধিমত্তায় হেয় করায় পৈশাচিক আনন্দ পায়।

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

পবন সরকার বলেছেন: https://www.youtube.com/watch?v=mpLTWnyiZS4
উপরের ভিডিও দেখলেই সব বুঝতে পারবেন। ভিডিওটি মাত্র পাঁচ মাস আগের তৈরী।

৪| ৩০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: ড. ইউনুসকে বিশ্ব চিনে। তাকে নতুন করে চেনার কিছু নাই।

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

পবন সরকার বলেছেন: https://www.youtube.com/watch?v=mpLTWnyiZS4
বিশ্বের মানুষ চিনলেও সব দেশের সাধারণ মানুষ চেনে না

৫| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

জেনারেশন৭১ বলেছেন:



ভিডিও আপনি করেননি; আপনার ধারণা থেকে বলুন, পশ্চিম বাংলার ১ জন গড় ছাত্রছাত্রীর জানার লেভেল ( ইংরেজী, বাংলা, অংক, ভুগোল, ইতিহাস, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ইত্যাদিতে ) বাংলাদেশের গড় ছাত্রছাত্রী থেকে বেশী, নাকি কম?

৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

পবন সরকার বলেছেন: https://www.youtube.com/watch?v=mpLTWnyiZS4
আপনার কথা সবই মানলাম কিন্তু বাংলাদেশের প্রধান মন্ত্রীকে কেন চিনল না সেটা বুঝতে পারলাম না। উপরের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে লুকানোর কিছু নাই।

৬| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩০

মায়াস্পর্শ বলেছেন: শোনা কথা ,
কলকাতার লোকজন নাকি পাউরুটিকে কেক বলে চালায় দেয়।
ইদানিং রাজুদার পকেট পরাটা দিয়ে লাঞ্চ সেরে নিচ্ছে।

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৩

পবন সরকার বলেছেন: সেটা তাদের আর্থিক অবস্থার উপর নির্ভর করে। তবে তারা খুবই মিতব্যায়ী আমাদের মতো এতো ধুমধারাক্কা খরচ করে না।

৭| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৬

জেনারেশন৭১ বলেছেন:



আপনি বারবার আমাকে বলছেন, ভিডিও দেখতে; এই ভিডিও যেই লোক বানায়েছে, তাকে তো আমি জানি না। আমার লজিক হলো, বাংলাদেশের ৫ম শ্রেণীর শিশুদের বড় অংশ বলতে পারবে ভারতের বর্তমান প্রাইম মিনিষ্টারের নাম; সেখানে অধিক পাঠ-অভ্যাসের ছেলেমেয়েরা ( প: বংগের ) কেন বাংলাদেশের সরকার প্রধানের নাম জানবে না!

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৬

পবন সরকার বলেছেন: বাংলাদেশের মানুষ ভারত নিয়ে চর্চা করলেও ভারতের লোকজন বাংলাদেশ নিয়ে অতোটা ভাবে না এবং তারা বাংলাদেশে আসেও না।

৮| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩৩

লুধুয়া বলেছেন: লাদেন কে সারা বিশে র লোক জানতো

০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪১

পবন সরকার বলেছেন: আমার প্রশ্ন হলো আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনা ভারতের এতো জনপ্রিয় হওয়ার পরেও কেন সাধারণ মানুষ চিনে না অথচ ডঃ ইউনুস ভারত বিরোধী হওয়ার পরও তাকে এতো চেনে।

৯| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫৩

শেরজা তপন বলেছেন: গাজী সাহেব অন্য রূপ নিয়ে এবার আপনাকে ধরেছে - ঠ্যাকান ক্যামনে ঠ্যাকাবেন :)

০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৩

পবন সরকার বলেছেন: গাজী ভাইরে ব্যান করা ঠিক হয় নাই ভাই, গাজীর ছদ্ম নামে যারা মন্তব্য করে তাদেরকে বুঝতেও পারি না ভালো করে মন্তব্যর উত্তরও দিতে পারি না।

১০| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জেনারেশন৭১ = গাজী

০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯

পবন সরকার বলেছেন: ঠিক

১১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪

নান্দাইলের ইউনুছ বলেছেন:


আজ সকালের নাস্তায় ছিল ভারতের ডিম।

দুপুরের তরকারিতে ছিল ভারতের আলু আর পেয়াজ।

আমরা করবো ভারত বিরোধিতা!!!

০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯

পবন সরকার বলেছেন: আমরা ভারতকে এতো চিনি অথচ ভারত আমাদেরকে চেনে না

১২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৭

শেরজা তপন বলেছেন: @নান্দাইলের ইউনুছ -ভারত কি ওইগুলা ফ্রিতে দিছে?

০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫১

পবন সরকার বলেছেন: আমরা তো পয়সা দিয়ে কিনে আনি মাগনা তো দেয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.