নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় বেশি। পশ্চিমবঙ্গসহ সাত রাজ্যের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি এই কথায় কে কে বেজাড় আর কে কে খুশি। মন্তব্যে জানান
০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৭
পবন সরকার বলেছেন: ব্যায় বেশি দেখেই তো আয় বেশি করতে হয়
২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১০
তাবরিযি বলেছেন: পরের জরিপে আসল তথ্য বেরিয়ে আসবে আশা করি।
০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১০
পবন সরকার বলেছেন: পুরো ভারতের যাই হোক পশ্চিম বঙ্গের আয় কমে যাবে, কারণ বাংলাদেশি পর্যটক না গেলে কোলকাতার হাজার হাজার কোটি টাকা রোজগার কমে যাবে।
৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২০
নান্দাইলের ইউনুছ বলেছেন:
পিপড়ার মাথা পিছু আয় কম হলেই কি আর বেশী হলেই বা কি।
০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
পবন সরকার বলেছেন: দেহ অনুযায়ী যদি হাতী খাবার না পায় সেই তুলনায় পিঁপড়া যা রোজগার করে তাতেই সে সুখি।
৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০
নাহল তরকারি বলেছেন: আমার আয় বাড়ে নি। আমার ব্যায় বেড়েছে। টাকা জমাতে পারছি না।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
পবন সরকার বলেছেন: এখন কর্মচারিরা বেতন ভেঙ্গে খাচ্ছে, দুর্নীতিওয়ালারাও একই দশা, ধুম ধারাক্কা কেউ খরচ করছে না যে কারণে রিক্সাওয়ালারাও বিপদে আছে দোকানিরাও বিপদে আছে।
৫| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: গরীবের মাথাপিছু আয়ে কোন উৎসাহ নাই।
০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৫
পবন সরকার বলেছেন: পেটে ভাত না জুটলে মাথা পিছু আয় দিয়ে কি করবো।
৬| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'মাথাপিছু' কথাটা শুধু একটা অংকের মারপ্যাচ, বাস্তবক্ষেত্রে এর উপকারিতা পাওয়া দুস্কর। খুব সিম্পল একটা উদাহরণ দেখুন :
দেশ-১, জনসংখ্যা-১০০।
১ম ১০ জনের মোট আয় : ১০ কোটি
২য় ১০ জনের মোট আয় : ১০ লাখ
৩য় ১০ জনের মোট আয় : ১০ হাজার
পরের ৭০ জনের মোট আয় : ০ (এদের কেউ বেকার, কেউ ভিক্ষুক)
মোট আয় : ১০,১০,১০,০০০
মাথাপিছু আয় : ১০১০১০০ (১০ লাখ ১০ হাজার ১০০)
দেশ-২, জনসংখ্যা-২০০।
১ম ৩০ জনের মোট আয় : ৫ কোটি
২য় ৩০ জনের মোট আয় : ৫০ লাখ
৩য় ৪০ জনের মোট আয় : ৫০ হাজার
মোট আয় : ৫,৫০,৫০,০০০
মাথাপিছু আয় : ৫৫০৫০০ (৫ লাখ ৫০ হাজার ৫০০)
দেশ-২-এর মাথাপিছু আয় দেশ-১ এর চাইতে অনেক কম, অর্ধেক, কিন্তু এদেশে কোনো বেকারও নাই, ভিক্ষুকও নাই।
০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৭
পবন সরকার বলেছেন: এই মাথা পিছু আয়ের অংকটা তো মাননীয় শেখ হাসিনা কইরা গেছে আমি শুধু প্রচার করলাম।
৭| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩০
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: আমাদের মাথাপিছু আয়তো হাসিনা এবং তার আত্মীয়স্বজন ও সাঙ্গপাঙ্গরা চুরি করে নিয়ে গেছে। এখন আছে শুধু মাথাপিছু ঋণ। যা আগামী কয়েক প্রজন্ম ধরে টানতে হবে।
০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯
পবন সরকার বলেছেন: মন্দ বলেন নাই, মাথা পিছু আয়ের তুলনায় ঋণের বোঝা শতগুণ বেশি।
৮| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: মাথাপিছু আয়। এতে আছে শুভংকরের ফাকি।
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪
পবন সরকার বলেছেন: ফাকি যদি দিয়ে থাকে সেটা হাসিনা সরকার দিয়েছে আমরা তো আর দেই নাই।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১০
আমি ব্লগার হইছি! বলেছেন: আয় যেমন বেশি তেমন ব্যায় ও বেশি।