নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০১
ছবির এই ভদ্রলোকের নাম মোঃ নজরুল ইসলাম মজুমদার। পালিয়ে যাওয়া গণহত্যাকারী শেখ হাসিনার অন্যতম আর্থিক যোগানদার এই লোক বাংলাদেশের ব্যাংকখাত ধ্বংসের প্রধান কারিগর। ব্যাংক পরিচালকদের প্রতিষ্ঠান বিএবি’র চেয়ারম্যান হিসেবে তিনি নিরবে নিভৃতে অত্যন্ত মনোযোগের সাথে দেশের ব্যাংকখাতকে ধ্বংস করে গিয়েছেন।
মূলত বিএবি’র চেয়ারম্যান হিসেবে গত ১৫ বছর ধরে তিনি শেখ হাসিনা ও গণভবনের ভয় দেখিয়ে সদস্য ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছেন এবং সেগুলো শেখ হাসিনা এবং তার স্বার্থ সংশ্লিষ্ট যায়গাগুলোতে পৌঁছে দিয়েছেন। বিনিময়ে তিনি এবং তার গ্যাং বিভিন্ন ব্যাংক থেকে জনগণের আমানত লোপাট করে ব্যাংকগুলোকে ফোকলা করে দেয়ার কাজ করেছেন বছরের পর বছর।
শেখ হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় ব্যাংক ডাকাত এস আলম আট থেকে নয়টি ব্যাংক দখল করে বিদেশে টাকা পাচার করে ব্যাংকগুলো ধ্বংস করে দিয়েছে; এ কথা সত্যি এবং এটা দেশের সবাই জানে। তবে সেটা ওই আট বা নয়টি ব্যাংকেই সীমাবদ্ধ। কিন্তু এই নজরুল ইসলাম মজুমদার সম্পূর্ণ নিজের লোভকে পূর্ণ করতে দেশের ব্যাংকিংখাতের ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছেন।
প্রথমত ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবারের দুইজন সদস্যের বদলে চারজন সদস্য অন্তর্ভূক্ত করা এবং চেয়ারম্যান থাকার মেয়াদ বৃদ্ধি করার মাধ্যমে ব্যাংক-কে পারিবারিক সম্পত্তিতে পরিণত করার ব্যবস্থা করেছেন; মোট সম্পদের সামান্য অংশের মালিক হয়েও নিজেরা পুরো ব্যাংকের মালিক বনে গেছেন। ফলে মানুষ এখন ভুলেই গিয়েছে যে ব্যাংক আসলে জনগণের প্রতিষ্ঠান, পরিচালকদের একক কোনো প্রতিষ্ঠান নয়। দ্বিতীয়ত, একইভাবে আমানত-বিনিয়োগে ৯%-৬% ইন্টারেস্ট রেট এর আইন পাশ করিয়ে ক্ষুদ্র আমানতকারীদের ক্ষতি করে একতরফাভাবে বৃহৎ ব্যবসায়ী হিসেবে কম ইন্টারেস্টে বিনিয়োগ নিয়ে ব্যাংক-কে বিপদে ফেলার ব্যবস্থা করেছেন। এ ছাড়াও ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস এর মাধ্যমে টাকা পাচার এবং নামে বেনামে ঋণ নিয়ে ফেরত না দেয়ার বিষয় তো রয়েছেই!
একজন সাধু-সন্তর বেশ নিয়ে হাসতে হাসতে, হাসি-না হাসি-না বলতে বলতে এই লোক এইভাবে দেশটাকে ধ্বংস করে গেছে, ঠিক তার প্রাণপ্রিয় ‘আপা’ চূড়ান্ত দুর্নীতিপরায়ণ শেখ হাসিনার মতই
নিজে রপ্তানী পোশাকশিল্পের অন্যতম উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবে বেশ ভালোই ব্যবসা করছিলেন। নাসা গ্রুপের কর্ণধার হিসেবে সুনাম অর্জনের পাশাপাশি ব্যাপক সম্পত্তির মালিকও হয়েছেন; তো সেটা নিয়েই থাকতেন! সৎভাবে ব্যবসা করে আরও বড় ব্যবসায়ী, শিল্পপতি হতে পারতেন! কিন্তু আপনি সেদিকে গেলেন না, স্বৈরাচারের পদলেহন করে হয়ে গেলেন একজন বড়মাপের ডাকাত! যার ফল আপনি এখন ভোগ করছেন, মান সম্মান হারিয়ে একজন কয়েদি হিসেবে কারারুদ্ধ হয়ে দিনাতিপাত করতে হচ্ছে।
০২
উপরের লেখাগুলো ফ্যাক্ট, এবার মূল লেখায় আসি।
দর্শনার্থী হিসেবে আমার কয়েকবার কারাগারে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। সিনেমায় যেমন দেখা যায় যে কারারুদ্ধ নায়ককে দেখতে গিয়েছে নায়িকা, একটা ঘরে লোহার গ্রিলের ওপাশে একাকী নায়ক, তার মুঠোবদ্ধ হাতের মধ্যে নায়িকার হাত আর এপাশে ক্রন্দনরত নায়িকা ঘন ঘন চোখ মুছছে এবং আবেগী ডায়ালগ দিচ্ছে......। বাস্তবে পরিবেশ একদমই এরকম না। বরং আনুমানিক ৩০ ফিট বাই ১৪ ফিটের একটা স্যাতসেতে রুমের ৩০ ফিটের দিকে মাঝ বরাবর দুটো লোহার গ্রিলের ওয়াল থাকে। এই দুটো ওয়ালের মাঝে আবার প্রায় ৪ ফিট দুরত্ব। গ্রিলগুলো ১ স্কয়ার ইঞ্চির ব্লকের হয়। অর্থ্যাৎ আপনি চাইলেও এপার থেকে ওপারে কোনো কিছু পাঠানো বা ফিজিক্যাল কমিউনিকেশন করতে পারবেন না। সাধারণত প্রতি আধাঘন্টার জন্য একসাথে ১০০ থেকে ১৫০ জন দর্শনার্থীকে প্রবেশাধিকার দেওয়া হয়। এবার এই কনজাস্টেড যায়গাতে গ্রিলের একপাশে ১০০ থেকে ১৫০ জন কয়েদি এবং অন্যপাশে সমসংখ্যক বা তার চেয়ে বেশি সংখ্যক দর্শনার্থী একসাথে কথা বলা শুরু করে......, সে এক অদ্ভুত পরিস্থিতি। সবাই চিৎকার করে কথা বলছে কিন্তু কেউ কারও কথা ঠিকমত শুনতে পারছে বলে মনে হয় না। ঠিকমত দেখতে যে পারছে, তাও না।
এ রকম পরিস্থিতিতে হয়তো কয়েদির পরিবারের কেউ বা বন্ধু পরের দিনই দেখা করতে যায়, তার পরের দিনও যায়। এরপর সপ্তাহে দুইদিন, তারপর শুধু শুক্রবার, তারপর মাসে দুইদিন এরপর একদিন, এভাবে কমতে কমতে মোটামুটি ছয়মাসের মধ্যেই তা কেবল ঈদ, বিজয়দিবস বা উৎসব-পার্বনে এসে ঠেকে! আর জেলের ভেতরের যে যাপিত জীবন, সেটা তো আছেই।
এভাবে চলতে চলতে দীর্ঘ একটা সময় পর যখন কয়েদি মুক্তি পায়, বের হয়ে সে হঠাৎই নিজেকে বেশ অর্বাচীন হিসেবে আবিষ্কার করে। সে দেখে যে তার অনুপস্থিতিতে পৃথিবীর কোনোই ক্ষতি-বৃদ্ধি হয়নি। সে বের হয়ে দেখে তার বাড়ির পাশের প্লটে যেখানে জংলা ছিল, সেখানে বিশাল বিল্ডিং উঠে পড়েছে, সামনের গলিটা প্রায় হাইওয়ে হয়ে গেছে। মহল্লার মুদি দোকানদার এখন বিশাল ব্যবসায়ী, তার নিজের বৃদ্ধ মা মারা গেছে আর মেজ মেয়েটা একটা লাফাঙ্গা ছেলের সাথে ভেগে গেছে! অথচ সে এসবের কিছুই জানে না। এই নতুন পৃথিবীতে সে সম্পূর্ণ অপ্রাসাঙ্গিক!
যে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়নি সে জানবে না কিন্ত এই চিত্রটা একদমই বাস্তব।
আমাদের দেশে সাধারণত পটপরিবর্তন হলে রাজনীতিবিদরাই জেলজুলুমের শিকার হন। এটা তারা এক রকম মেনেও নিয়েছেন। কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা এবং দেশের অর্থনীতি সচল রাখতে তাদের প্রয়োজন, এই অজুহাত দেখিয়ে দেশের ব্যবসায়ী সম্প্রদায় ব্যাপকহারে বিভিন্ন ধরনের দুর্নীতি করেও সবসময় আড়ালেই থেকে যায়। তাদের কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হয় না। এই পার পেয়ে যাওয়ার সংস্কৃতি থেকেই আমাদের সমাজে নজরুল ইসলাম মজুমদারদের মত ডাকাত সর্দারদের উদ্ভব হয়।
কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সাথে সাথে বেশকিছু ধড়িবাজ ব্যবসায়ীকেও কারাগারে নেওয়া হয়েছে। ভবিষ্যতে হোটেল সোনারগাঁও এর আলো ঝলমলে বলরুমে বিভিন্ন ব্যবসায়িক সম্মেলনে তারা যদি তাদের এই অভিজ্ঞতা ডাকাত হতে চাওয়া নবীন ব্যবসায়ীদের সাথে শেয়ার করেন, তাহলে ডাকাত তৈরির এই ধারা বদলালেও বদলাতে পারে।
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৯
পদ্মপুকুর বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
২| ২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৩
শাহ আজিজ বলেছেন: শত কোটি নগদ টাকা ক্যামনে ম্যানেজ হল সেই কাহিনী খুজেও পাইনি কিন্তু খুজছিলাম । ধন্যবাদ আপনাকে গোমর ফাক করে দেওয়ার জন্য । এই হযরত এখন কোথায় ?
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৭
পদ্মপুকুর বলেছেন: এটা কোনো গোমর না। গণমাধ্যম সবসময় জানতো। তবে আমাদের দেশের গণমাধ্যম দুর্নীতিগ্রস্থ হওয়ায় আর্থিক লেনদেনের মাধ্যমে এগুলো প্রকাশে বাধা দেওয়া হয়েছে বরাবর।
৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: শয়তানটার কি কোন শাস্তি হয়েছে?
সব দোষীদের শাস্তি চাই।
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১২
পদ্মপুকুর বলেছেন: যারা সারাদিন এসির মধ্যে থাকে, হ্যামার, ল্যান্ডক্রুজারে চলাফেরা করে, তাদের জন্য জেলখানাতে ৩ মাস থাকাটাও বড় শাস্তি। তবে আশা করি অতিদ্রুত ছাড়া পাবে না এই লোক।
৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫
মেঠোপথ২৩ বলেছেন: আমাদের দেশের যেই অবস্থা তা ঠিক করার মনে হয় একটাই উপায় সেটা হচ্ছে সব প্রতিষ্ঠানের সিইও পদে বিদেশী এক্সপার্টদের নিয়োগ দেয়া। সিঙ্গাপুর, হংকং , মালয়েশিয়া এই দেশগুলো এই উপায়ে উপকৃত হয়েছে। দেশগুলোর উন্নতি একদিনে হয়নি। বাংলাদেশী উচ্চশিক্ষিত ও এক্সপার্ট লোকদের নিয়োগ দেয়া হলেও তাদের কোনভাবেই টিকতে দেয়া হবে না। কিন্ত হোয়াইট ও কিছু চাইনিজ, জাপানিজ এক্সপার্টদের যদি নিয়োগ দেয়া হয় তবে পরিবর্তন আসবে। আমি নিজে এর প্রত্যক্ষদর্শী বিধায় কথাগুলো বললাম।
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১১
পদ্মপুকুর বলেছেন: আপনার সাথে একমত। তবে সেখানেও চেতনা চাগিয়ে ওঠার আশংকা আছে।
৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
রাজীব নুর বলেছেন: দুষ্ট লোকদের গ্রেফতার করা হোক।
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১০
পদ্মপুকুর বলেছেন: আমিন।
৬| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:০৯
শাহিন-৯৯ বলেছেন: শাহ আজিজ বলেছেন: শত কোটি নগদ টাকা ক্যামনে ম্যানেজ হল সেই কাহিনী খুজেও পাইনি কিন্তু খুজছিলাম । ধন্যবাদ আপনাকে গোমর ফাক করে দেওয়ার জন্য । এই হযরত এখন কোথায় ?
জেলে আছে।
কুকর্ম আরো আছে, নাসা গ্রুপ ছিল পার্টনারশিপ ব্যবসা, সবাইকে তাড়িয়ে নিজেই সব দখল নিয়েছে। খেজুরের সিন্ডিকেটের অন্যতম হোতা হলে এই দরবেশ।
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯
পদ্মপুকুর বলেছেন: শুনলাম এই লোক নাকি জেলখানায় ইমামতি করে!
৭| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই হারামী প্রতি এক দেড় মাস পরপর ব্যাংকগুলোর কাছে চাদা নির্ধারণ করে দিতে পুরান ব্যংক ২০ কোটি থার্ড জেনারেশন ১০ কোটি এবং নতুন গুলো ৫ কোটি এইভাবে চাদা দিতে হতো কেউ কোন প্রশ্ন করার সাহস পেতনা। এই ভাবে প্রতি এক মাস বা দেড় মাসে ৫/৭ শত কোটি টাকা দিতে হতো হাসিনাকে।
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯
পদ্মপুকুর বলেছেন: আপনি একদম ঠিক বলেছেন। মজার ব্যাপার হলো, এসব করে এই ভদ্রলোক কেবল নিজের উন্নয়নই করেছেন। পূর্বাচলে মেডিকেল কলেজ ও হাসপাতাল, দিয়াবাড়িতে নার্সিং কলেজ, গুলশানের বিভিন্ন সড়কে অসংখ্য প্লট দখল করেছেন। অথচ ভাব ধরেছেন ওলি আল্লাহর।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৩
আনু মোল্লাহ বলেছেন: ভালো বলেছেন।
জেলের বাস্তবতাও ঠিকমত তুলে ধরেছেন।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।