নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। নারীর পোশাক

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩৯




জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহানবী (সা.) সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন। যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে? তারা সামর্ম্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবেন। নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না। তারা ইচ্ছাম‌তো পোশাক পর‌তে পার‌বেন।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫৯

জেনারেশন৭১ বলেছেন:



১৯৭১ সালে পাকীদের হয়ে যুদ্ধ করেছে, এখন পাকী সংস্কৃতি চালু করবে।

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০৬

শাহ আজিজ বলেছেন: পাকিদের কি সংস্কৃতি আছে ?

২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০১

রানার ব্লগ বলেছেন: এটা জামাতিদের কৌশল। মিথ্যাচার ও ভণ্ডামি তাদের অভ্যাস। এই দুই বিষয় কে এরা ধর্মীয় ভাবে সহী করে নিয়েছে।

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০৮

শাহ আজিজ বলেছেন: সময় জামাতকে পাল্টে দিচ্ছে ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২৫

সৈয়দ কুতুব বলেছেন: এরা ব্রেইনওয়াশ করবে! আমার এক কাজিন বিসিএস নন ক্যাডার জামাত-শিবির সমর্থিত কোচিং সেন্টারে বিসিএস মডেল টেস্ট দিতে দিতে বাঙালি পোশাক বাদ দিয়ে পুরো দস্তুর হিজাবি অরাত হয় গেছে। সেটায় সমস্যা ছিলো না কিন্তু বিসিএস ভাইভাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ম্যাডামের আন্ডারে তার বিসিএস ভাইভা দিতে হয়েছিল। ম্যাডাম হিজাব ও নারী স্বাধীনতা নিয়ে কয়েকটি প্রশ্ন করেছিল যার উত্তর সঠিক ভাবে দিতে না পারায় আপুকে নন ক্যাডার পাইতে হয়৷

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: আহা , বেচারি ।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:


শাড়ী ব্লাউজ পরতে দিবে কিনা?
বোরখা পরতে হবে কিনা?

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩২

শাহ আজিজ বলেছেন: শাড়ি নিয়েত কিছুই বলেনি ।

৫| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০৩

রানার ব্লগ বলেছেন: জামাত পাল্টে যাবার কয়েক সেকেন্ড পরেই কেয়ামত হয়ে যাবে। কুত্তার লেজ সোজা হয় না।

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩২

শাহ আজিজ বলেছেন: হা হা হা :D

৬| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৯

বাকপ্রবাস বলেছেন: জামাত যাই বলবে সব দোষের হবে, নেতা বিচক্ষণ নয় তায় জবাব ঠিক মতো দিতে পারেনা, নেতা এখন অনেক কথাই বলছেন যেগুলো বিতর্ক সৃষ্টি করছে। নেতার উচিত না পারলে কম কথা বলা।

৭| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধর্মে জবরদস্তি নেই।

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৬

শাহ আজিজ বলেছেন: আপনার মুখে ফুল চন্দন ।

৮| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৫

কামাল১৮ বলেছেন: ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি।

৯| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৮

নতুন বলেছেন: কামাল১৮ বলেছেন: ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি।


ঠিকই বলেছেন। জামাতীদের ভন্ডামী কেমনে মানুষ সহ্য করতেছে বুঝিনা।

এরা মুখে ধর্মের কথা বলে কিন্তু ক্ষমতায় জাবার জন্য সকল কিছুই করতে পারে।

১০| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০০

ধুলো মেঘ বলেছেন: উনি বলেছেন, নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না।

প্রশ্ন হলঃ উনারা করবেটা কি? বোরখা না পড়ে কেউ হাঁটলে যে অন্য পুরুষদের চোখের জিনা হবে - সে ব্যাপারে তাদের কি করণীয় থাকবে?

০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬

শাহ আজিজ বলেছেন: ওটা বোনাস

১১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৭

মিরোরডডল বলেছেন:




নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না।
তারা ইচ্ছাম‌তো পোশাক পর‌তে পার‌বেন

The question is এই আমরা কারা???
উনি বা ওনারা বাধ্য করা বা না করার কে???

০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩

শাহ আজিজ বলেছেন: সম্ভবত সব নারীকেই বুঝিয়েছে । কিন্তু ইদানিং বোরখাধারিদের সংখ্যা বেড়েছে খুব বেশি ।

১২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১২

আমি ব্লগার হইছি! বলেছেন: ভন্ড চাচা

০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩

শাহ আজিজ বলেছেন: কে ? শফিক না আমি ?

১৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উনি ধরেই নিয়েছেন উনরা ক্ষমতায় যাইতেছেন, আর উনি প্রাইম মিনিস্টার হবেন।

আমারে কেউ একটু ধরেন তো

০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৫

শাহ আজিজ বলেছেন: ধরতে পারমু না , হাতে কফি আর কুকিজ !!!!!!

১৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫২

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: অভ্যুত্থানোত্তর বাংলাদেশে জামাতের অতি সুশীল আচরণ এবং মিষ্টি মিষ্টি কথা সত্যি সন্দেহজনক।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: শফিক আমার অতি পুরাতন বন্ধু । সে কনজারভেটিভ নয় । বরং জামাতকে আধুনিকিকরনে ব্যাস্ত । আগে বি এন পিতে ছিল ।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সব প্রশ্ন করে ওনাদের কেন যে বিব্রত করা হয় এটা আমি বুঝি না। কে বা কারা ওনাকে এই প্রশ্ন করেছে এটা আমার জানার ইচ্ছা। আমার ধারণা উনি বলতে চেয়েছেন যে নারীরা বোরখার নীচে যে কোন পোশাক পড়তে পারবে। আরব দেশে শুনেছি বোরকা পড়া মেয়েরা বোরখার নীচে পশ্চিমা পোশাক পরে।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৪

শাহ আজিজ বলেছেন: হুম , জামাত থেকে প্রতিবাদ এসেছে ,

১৬| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রতিবাদের কারণ কী? প্রতিবাদের ভাষা কী ছিল?

০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১২

শাহ আজিজ বলেছেন: জামাতের আমির এসব বলেননি । কি বলেছিল তা আর পড়িনি ।

১৭| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৩

Ruhin বলেছেন: আরব দেশে শুনেছি বোরকা পড়া মেয়েরা বোরখার নীচে পশ্চিমা পোশাক পরে]]]

একেবারে স্বাভাবিক,কারন আরব ও ইরানিয়ান নারীরা ১৯৫০,৬০,৭০ দশকের দিকে পশ্চিমা ও সংক্ষিপ্ত পোশাক পড়ত সবসময় নরমালি ও বীচে বিকিনি। বিশেষ করে মিশর, সিরিয়া, ইরাক, ইরান এ ।
এখনো পশ্চিমা পোশাক পড়ে,তবে আগের মতো সংক্ষিপ্ত না । সংক্ষিপ্ত পোষাক পড়ে হিজাব/বুরকার নিচে ।

০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৭

শাহ আজিজ বলেছেন: কথা সত্য । সউদি নারীরা পার্টিতে ৮/১০ ভরির এক একটা সোনার গহনা পড়ে দেখে তাজ্জব হয়ে যেতে হয় । মেয়েদের পার্টিতে কোন ছেলে থাকেনা । পোশাকে প্যারিসের লেটেসট ফ্যাশন থাকে ।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৩৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:



বাংলাদেশে ালের অভ্যত্থান হৈছে।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩২

মেঘনা বলেছেন: বাংলাদেশ ইসলামের বাপের নাম। বাংলাদেশ বাঙ্গালীদের বাপের। জামাতিরা চাইলেও বাংলাদেশকে আফগানিস্তান বা ইরান হইতে দেওয়া যাবে না।

০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৮

শাহ আজিজ বলেছেন: আল্লাহু আকবর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.