নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। এইচএমপিভি

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৩




করোনা মহামারির ৫ বছরের মাথায় নতুন একটি ভাইরাসের উত্থান ঘটেছে চীনে। হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি নামের নতুন এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে দেশটিতে।চীনের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও পোস্টে দেখা গেছে, দেশটির হাসপাতালগুলোতে রীতিমতো ভিড় জমে গেছে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগীদের। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই রোগটি করোনার মতো বছরজুড়ে ছড়ায় না, শুধু শীত এবং বসন্তকালে এই ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়।

এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যেসব উপসর্গ দেখা যায়, সেগুলো হলো তীব্র শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি, মাথাব্যাথা। সাধারণত শিশু এবং বয়স্ক লোকজন এই রোগে বেশি আক্রান্ত হওয়ার হার বেশি।যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক বিবৃতিতে জানিয়েছে, এইচএমপিভি ভাইরাসটিকে প্রথমবার শনাক্ত করা হয়েছিল ২০০১ সালে। এটি মূলত ফুসফুস ও শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায় এবং সব বয়সী লোকজনকেই আক্রান্ত করে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা এই ভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।

যেহেতু এর স্বভাব করোনার মতই সেহেতু আমাদের করোনা সময়ের অভ্যাসগুলোর চর্চা বেশি করে করতে হবে । মাস্ক মাস্ট , অ্যালকোহল দিয়ে হাত স্প্রে শুরু করুন । অপেক্ষা করুন সরকার কি বলে ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সব কঠিন রোগগুলি চিন থেকে কেন আসছে আমার মাথায় আসে না। এরা ব্যবসায়ীক কারণে এগুলি ছড়াচ্ছে কি না আমার সন্দেহ হচ্ছে। সারা পৃথিবীতে ওষুধ এবং রোগ সংক্রান্ত গবেষণা নিয়ে অনেক দুই নম্বরি হয়। পিনাকীর নীচের দেয়া ভিডিও লিঙ্কটা দেখতে পারেন। ওর অনেক কথা সঠিক আবার ওর সব কথা সমর্থন করি না। এই ভিডিওর কথাগুলি সত্যি হতে পারে। টাইটেলটা একটু অন্য রকম মনে হলেও পুরোটা দেখলে বুঝবেন যে মুলত ওষুধ এবং রোগ নিয়ে সে কিছু কথা বলেছে প্রমাণ সহ। এই কথাগুলি ডাক্তারি লাইনের কেউ বলতে চায় না।

https://www.youtube.com/watch?v=K70ObcJYqfo&t=14s

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩১

শাহ আজিজ বলেছেন: চীন তার ল্যাবে বহুবিধ পরীক্ষা নিরিক্ষা আর গবেষণা করে থাকে । কমিউনিস্ট সরকারের শত্রু অনেক । শত্রুরাই এসব ছড়ায় তাদের প্রতিশোধ নেবার জন্য । উহানের ল্যাব শেষ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করতে দেয়নি চীনা সরকার । দেখা যাক পিকিঙ্গের জল কতদুর গড়ায় ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভাবা যায়, ৫ বছর চলে গেছে মধ্যে খান থেকে!

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৬

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেই কিভাবে সময় চলে গেলো আমি নিজেও জানিনা।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪১

শেরজা তপন বলেছেন: হাসিনার জন্য ব্যাফক সমস্যা হয়ে গেল। ফের কোয়েরেন্টাইনে গেলে -যখন খুশি চট করে আর ঢুকে পরতে পারবেন না :(

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬

শাহ আজিজ বলেছেন: হুম , বেফুক চিন্তিত আমি ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: হায় হায়---
আর কোনো ভাইরাস চাই না। করোনা যে শিক্ষা দিয়ে গেছে সেটা আজও ভুলি নাই।

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

শাহ আজিজ বলেছেন: সবাইকে সতর্ক হতে হবে ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৯:১১

কামাল১৮ বলেছেন: এটা হাসিনার কাজ।

০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: হেতেরে বিশ্বাস নাই অইতেও ফারে -------------

৬| ০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: করোনার চতুর্থ টিকা নেয়া হয়েছে গেল ডিসেম্বরে বাকিটা উপর ওয়ালার হাতেই ছেঁড়ে দিলাম। দেখা যাক।

০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫১

শাহ আজিজ বলেছেন: ওয়ারক ফ্রম হোম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.