নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমার ৪ প্রেমিকার গল্প যারা আমাকে ছেড়ে গিয়েছিলো

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৭



ব্লগার শ্রাবণধারা বলেছেন - আমার ১ম স্ত্রী আমাকে ছেড়ে গিয়েছিলো। কথাটা সত্য! তবে, উনি জানেন না যে, এর আগে আমার চার চারজন প্রেমিকা আমাকে একা ফেলে চলে গিয়েছিলো। এই চারজন প্রেমিকার সাথেই আমার মনো-দৈহিক সম্পর্ক হয়েছিলো। তারপরও, তারা আমাকে কেন ছেড়ে গেলো আমি আজও বের করতে পারি নাই।

সারিকা - যে খুব চঞ্চল ছিলো। আমার জীবনে তার ঝড়ের মতো আগমন, আর, টর্নেডোর মতো সম্পর্ক স্থাপন আর সাইক্লোন সিডরের মতো প্রস্থান আমাকে আজও কাঁদায়। সে আমার প্রথম প্রেম ছিলো। স্কুলে থাকার সময়ে কোচিং-এ তার সাথে আমার সম্পর্ক হয়। কেন যে সে আমার জীবন থেকে চলে গেলো!

এরপরে, সিলেটে ইউনিভার্সিটিতে থাকতে আমার জীবনে আসে বিলকিস। স্যোশাল ওয়ার্ক ডিপার্টমেন্টে পড়তো সে! ২ বছরের উদ্যাম প্রেম! হাত ধরাধরি করে চলা! কত যে খুনসুটি! সব কোথায় যে হারিয়ে গেলো! একদিন রাতের আঁধারে, সেও হারিয়ে গেলো!

আমার হৃদয়ের ঘা শুকাতে এবারে এলো আমার মামাতো বোন! বিলকিসের ঘটনা সে জানতো। তারপরও, পাগলের মতো আমাকে ভালোবাসতো! কিন্তু, সেও থাকলো না! বড় লোকের ছেলের বিয়ের প্রস্তাবে মুখ ফিরিয়ে নিলো!

আমি যখন যুক্তরাজ্যের একটি ভার্সিটিতে পড়ি, আমার জীবনে এলো সামিয়া। ভালো, ভদ্র, উচ্চ বংশের মেয়ে! আমি আমার সব দিয়েছিলাম তাকে! কিন্তু, কোন এক দিন, আমার এক ভুলে, সে চলে গেলো জীবন থেকে। সে আমাকে একটা গোপন কথা বলেছিলো। সে বলেছিল - আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। কিন্তু, সে কথা রাখেনি।


ব্লগার শ্রাবণধারা, হয়তো এসব জানতেন না। তা-ই আমিই জানিয়ে দিলাম।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৩:৪৭

নতুন বলেছেন: স্কুল জীবনের প্রেম বা সব বয়সীদের প্রেমের পরিনত সম্ভবত বিচ্ছেদেই গড়ায়।

দেশের বাস্তবতা হইলো কোন বাবা মা ই মেয়েকে বেকার ছেলের কাছে বিয়ে দেয় না।

এই বাস্তবা বুঝে ছিলাম স্কুলেই তাই জীবনে প্রেম হইলো না। :(( :(( :(( :((

কনে দেখার ৭ দিনের মাথায় বিয়ে আর বিয়ের ৪ দিন পরে দুবাই ফেরত এসে ১১ মাস বউয়ের সাথে ফোনে কথা বলে প্রেমের মতন মনে হয়েছে। B-))

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




প্রেমিকা ছেড়ে যাওয়ার ব্যথা সবাই বুঝে না।

সবাই ভাবে, দেখো, মানুষটা একের পর এক প্রেম করে চলেছে!!!

আপনার প্রতি সহানুভূতি থাকলো!

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৫:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



কারো জন্য কারো জীবন থেমে থাকে না। আপনার জীবন নিশ্চয় থেমে নেই? আমার পক্ষ হতে আপনার জন্য সব সময়, সব সময় শুভ কামনা থাকবে। আপনার আগমী দিন আরো সুন্দর হোক।

২৪ শে জুন, ২০২৫ বিকাল ৫:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জীবনে অন্যের মুখে হাঁসি ফুটিয়ে তুলতে পারাটা অসাধারণ একটি কাজ। আমি তা পারি।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৪ শে জুন, ২০২৫ রাত ১০:০৭

কামাল১৮ বলেছেন: দৈহিক সম্পর্কে হয়তো কোন ভুল খুজে

৪| ২৫ শে জুন, ২০২৫ রাত ১:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার সে অর্থে প্রেম হয়নি। কলেজে একজনকে পছন্দ করতাম, নিজের কারণেই হতে হতেও হয়নি। পরে অনলাইনে একজনের সঙ্গে মেসেজিং হতো, আমি বুঝতেই পারিনি সেদিকে যাচ্ছে। পরে খামখেয়ালিপনায় সেটা আর পূর্ণতা পায়নি। সব শেষ একটা করেছি ২৭ বছর বয়সে।

৫| ২৫ শে জুন, ২০২৫ ভোর ৬:০৩

শ্রাবণধারা বলেছেন: এই ঘটনাগুলো জানানোর জন্য ধন্যবাদ।

তবে, আমার মনে হয় চারজন প্রেমিকা আপনাকে ত্যাগ করে চলে যাওয়ার প্রভাব আপনার জীবনে আপনার প্রথম স্ত্রীর চলে যাওয়ার প্রভাবের মতো গভীর ছিল না।

প্রেমিকারা চলে যাওয়ার পরেও আপনার মানসিক স্বাস্থ্য মোটামুটি স্থিতিশীল ছিল বলেই আমার ধারণা। কিন্তু আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যাওয়ার পরে আপনি উশৃঙ্খল ও লাম্পট্যপূর্ণ এক সময় পার করেন। আমার ধারনা, সেই সময়ে আপনার মানসিক ভারসাম্যে বড় ধরনের ধাক্কা লাগে। অবশ্য, আমার ধারণা ভুলও হতে পারে।

২৫ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ দেওয়ার কিছু নেই!!!

অধিকার ভুক্ত দাসীদের সাথে সম্পর্ক স্থাপনকে আপনি নিশ্চয় লাম্পট্য বলবেন না। স্ত্রী ছাড়াও আমার ২০-৩০ জন অধিকার ভুক্ত দাসী আছে।

২৫ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি এদেরকে আমার মিস্ট্রেসও বলতে পারেন। ;)

৬| ২৫ শে জুন, ২০২৫ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: আপনার প্রেমিকারা আপনাকে ছেড়ে গিয়ে ভুল করেছে। অবশ্য মেয়েরা ভুল করেই।
আপনার সাবেক প্রেমিকারা আজ কেমন আছেন? কে কোথায় আছেন? তাদের সাথে আপনার যোগাযোগ আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.