নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় পতাকার অবমাননা

০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৪৩

বাংলাদেশের ২/১টি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পতাকার অবমাননা আমার কাছে ছেলেমী মনে হয়েছে। ২০১৪ সাল থেকে ভারত বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করার কারণে বাংলাদেশের মানুষের মনে প্রচন্ড রকমের ভারত বিদ্বেষ তৈরি হয়েছে।

কিন্ত মনে রাখা দরকার এ হস্তক্ষেপ করেছে এবং করে চলছে ভারতের সরকার, প্রশাষন, এবং রাজনীতিবিদরা। ভারতের জনমানুষের সাথে বাংলাদেশীদের একটি আত্নীক সম্পর্ক বিদ্যমান। একটি দেশের পতাকা তার সম্মানের প্রতীক, ঐক্যের প্রতীক। আপনি পতাকাকে অসম্মান করতে পারেন না। আপনার ক্ষোভ প্রকাশ করার আরও অনেক গণমুখী সৃজনশীল উপায় আছে, তা অনুসরণ করতে পারেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:১১

নান্দাইলের ইউনুছ বলেছেন:



ইহা
আবালদের
কাজ-
কর্ম।

২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:১১

এনামেল হউক বলেছেন: Anything is fair in love and war — yes, Bangladesh is in a state of cold war with India due to India's shameless bigotry and countless other transgressions. You hit the enemy below the belt where it hurts most; only then do they realize it's not going to be a walk in the park anymore.

৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:১২

জেনারেশন৭১ বলেছেন:



ভারত কখনো বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেনি; প্রশ্নফাঁসেরা বিশ্ব, বাংলাদেশ ও উপমহাদেশের জাতিগুলোর রাজনৈতিক আচরণ না বুঝাতে নিজেদের অজ্ঞতাকে রাজনৈতিক জ্ঞান মনে করে চলেছে।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:২৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:



রোজ সকালে ভারতের ডিম ভাজা আর আলু ভর্তা ছাড়া যাদের নাস্তাই হয় না তারা করে ভারত বিরোধিতা।

বলিহারি শিট!

৫| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৩৭

এনামেল হউক বলেছেন: @নান্দাইলের ইউনুছ, গর্দভ নাকি! USA র সাথে Russia র বিরোধ চরমে, তাও দুই দেশের মধ্যে তাবৎ টাইপের জ্ঞান-বিজ্ঞান, খাদ্যপণ্য, প্লাস্টিক লেনদেন হয়।

United States Imports from Russia Value Year
Edible vegetables and certain roots and tubers $10.67M 2023
Rubbers $9.31M 2023
Organic chemicals $9.07M 2023
Plastics $5.21M 2023

অবশ্য ভারতের ঘাস খেলে বুদ্ধি-শুদ্ধির তো এই দশা-ই হবে।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৪৮

নান্দাইলের ইউনুছ বলেছেন:

এনামেল হউক বলেছেন: @নান্দাইলের ইউনুছ, গর্দভ নাকি! USA র সাথে Russia র বিরোধ চরমে, তাও দুই দেশের মধ্যে তাবৎ টাইপের জ্ঞান-বিজ্ঞান, খাদ্যপণ্য, প্লাস্টিক লেনদেন হয়।

United States Imports from Russia Value Year
Edible vegetables and certain roots and tubers $10.67M 2023
Rubbers $9.31M 2023
Organic chemicals $9.07M 2023
Plastics $5.21M 2023

অবশ্য ভারতের ঘাস খেলে বুদ্ধি-শুদ্ধির তো এই দশা-ই হবে।


আপনি হয়তো আয়নায় নিজেকে দেখেছেন।
রাশিয়া আর আমেরিকার নাগরিকদের সাথে ৩৬শে জুলাইয়ের বিপ্লবী ও তাদের সমর্থকতের তুলনা হয় না।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:০১

কাঁউটাল বলেছেন: পোভুপাদ
করে নাদ

৮| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: পতাকার সাথে একটি দেশের মানুষের আবেগ-অনুভূতি জড়িয়ে থাকে। তাই কোনো দেশের পতাকা অবমাননা না করাটাই শ্রেয়, সেটা যে দেশেরই হোক না কেন। কারণ, ঘৃণা শুধু ঘৃণাই বাড়াবে কোন সমাধান বয়ে আনবে না। ধন্যবাদ।

৯| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫১

মেঘনা বলেছেন: ভারতের পতাকা অবমাননাটা কোন রাজনৈতিক কারণ না। এটা ধর্মীয় কারণ। কারণ ভারত হিন্দু প্রধান দেশ। আর হিন্দুদের ঘৃণা করাটা বাংলাদেশের মুমিনরা ইসলামিক কর্তব্য বলে মনে করে ।
আমার বক্তব্যের প্রমাণ হিসেবে বলছি - ভারতের পতাকার সাথে সাথে এরা ইসরাইলের পতাকা কেউ অবমাননা করতেছে। এইবার আমারে বুঝাইয়া কন ইসরাইল বাংলাদেশের রাজনীতিতে কী বাল ফালাইছে ?

১০| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৫

শিশির খান ১৪ বলেছেন: আপনি কোন দেশের নাগরিক ? বিজেপির শুভেন্দু অধিকারী যে কলকাতা দূতাবাসের সামনে বাংলাদেশের পতাকা পুড়াইলো সেটা নিয়ে তো কোনো মন্তব্য করলেন না। ওরা আগে আমাদের পতাকার অবমাননা করছে সেটার প্রতিবাদ করেন। ক্ষমতায় যাওয়ার লোভে কি ভারতের কাছে দেশ বিক্রি করে দিবো ?

১১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৩

নতুন বলেছেন: ভারতের রাজনিতিক নেতারা, ধর্মগুরুরা অন্যায় আবদার করতে পারে।

কিন্তু তাই বলে দেশের পতাকার অবমাননা করা ঠিক না।

এটা করে আমাদের দেশের পতাকার অবমাননা করার সুযোগ করে দিলাম।

কোন মানুষই চাইবেনা নিজের মা কে অন্য কেউ অপমান করুক। অন্যের মাকে গালি দিলে তারাও সেভাবেই অপমান ফেরত দেবে।

আমাদের উচিত দ্রুত ভারতের উপরে আমদানী নির্ভরতা কমানো, তারপরে তাদের সাথে বোঝাপড়ায় সুবিধা হবে।

১২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪

এনামেল হউক বলেছেন: @নান্দাইলের ইউনুছঃ হ্যাঁ বুঝলাম — "যুক্তি মানি তবে তালগাছ আমার"। নিজের ইচ্ছামতো মাপদন্ড নির্ধারণ করার সুযোগ দিলে যা ইচ্ছা তা-ই বলা যায়।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: ভারত আমাদের বন্ধু। বন্ধুর সাথে সুন্দর সম্পর্ক রাখতে হয়।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৬

শিশির খান ১৪ বলেছেন: @ রাজীব নূর ভারত শেখ হাসিনার বন্ধু আমাদের না। আপনার বন্ধু আমাদের নদীর নেয্য পানি দেয় না কেন ? যান ভারত দূতাবাসে যেয়ে বলেন ভারত আমাদের বন্ধু দেখেন আপনারে ভিসা দেয় নাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.