নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে যাও, বদলে দাও...

আকাশ ইকবাল

আকাশ ইকবাল › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ ইভটিজিং : একটি ঘটনা ও প্রতিকার

২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৩



দুপুর ১২.৩০ মিনিট। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় আক্তারুজ্জামান সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমার ডান পাশে আরো দুই কলেজ ছাত্রী দাঁড়িয়েছে। আমাদের সামনে উল্টো দিক থেকে রাস্তা পার হয়ে ৩জন চশমা পরা বালক এগিয়ে আসছে। মেয়ে দুটোকে দেখে এমন ভাব নিয়েছে যেন দুনিয়াতে আর কোনো স্মার্ট বালক নেই, তারাই আছে। তিন জনের মধ্যে সামনের বালকটি চোখ থেকে চশমা হাতে নিয়ে মেয়ে দুটোর চোখে চোখ রেখে হাত তুলে হাই ডার্লিং বলে ডাক দিয়ে অন্যদিকে ফিরে গেল। দুই মেয়ে হঠাৎ অবাক চোখে তার দিকে তাকিয়ে আবার পেছনে তাকিয়ে দেখে পেছনে কোনো মেয়েকে ইশারা দিচ্ছে কিনা!
আমিও তাকালাম পেছনে। কিন্তু কাউকে দেখতে পেলাম না। ছেলেগুলো দুষ্টু হাসি দিয়ে অন্যদিকে তাকিয়ে হাসছে। পরে শুনতে পাচ্ছি মেয়ে দুটা এক জন আরেক জনকে বিভিন্ন রকম কথা বলছে। হঠাৎ আমার মুখ দিয়ে বের হয়ে গেল, বাজে ছেলে দেখতেও লাগছে ইভটিজারের মতো। এমন সময় পাশ থেকে একজন বলছে, আর বলবেন না ভাইয়া, এই ছেলেগুলো আমাদের কলেজের সামনে গিয়েও আমাদের বিভিন্ন কথা বলে। এমন দিন নেই যে দিন ওরা আমাদের ডিস্টার্ব করে না। অন্য মেয়ে বলছে, মাঝে মাঝে ইচ্ছে হয় ঘর থেকে বের না হই। আমি চুপ করে থাকতে না পেরে বললাম, তাদের সুযোগ করে দিচ্ছেন তো আপনারা। দেশে ইভটিজিং বিষয়ে কঠোর আইন আছে, কিন্তু আইনের সঠিক প্রয়োগ কম। আইনের সঠিক প্রয়োগ নেই বলেই ইভটিজাররাও সুযোগ পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ইভটিজিং বন্ধ করতে হলে কী করতে হবে? প্রতিকার কী? প্রতিকার হচ্ছে ভুক্তভোগীদের প্রতিবাদ। এই ধরেন আপনারা দুজন। আপনারা দুজন প্রতিদিনই এই তিন ইভটিজারদের কাছে ইভটিজিং এর শিকার হচ্ছেন। আপনারা সাথে সাথে প্রতিবাদ না করে সহ্য করে থাকেন বলেই সাহস পাচ্ছে। আপনারা যদি ওদের ভয়ে চুপ করে থাকেন তো ওরা সুযোগ আরো পাবে। একদিন দেখবেন হয়তো তারা আপনাদের হাত ধরে টানাটানি করছে। আপনাদের মধ্যে ভয় কাজ করতে করতে সেদিনও আপনারা চুপ করে থাকবেন। হয়তো একদিন মুখে মুখোশ লাগিয়ে কালো মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বাসার সামনে রেখে যাবে। তখন আপনারা কিছুই করতে পারবেন না। এখন থেকে সোচ্চার হোন। প্রতিবাদ করুন। আগামীকাল যখন এই সময় ইভটিজিং করবে তখন নিচের দিকে তাকিয়ে আর দুজনের মধ্যে সমালোচনা সীমাবদ্ধ না রেখে সবাইকে একটা করে থাপ্পর লাগিয়ে দেবেন। এটা না করতে পারলে মুখে যা আসবে তা বলে অপমান করে দেবেন। এরপর তারা যদি ভদ্র পরিবার সন্তান হয়তো দ্বিতীয় দিন থেকে আপনাদের পেছনে আর লাগবে না। বাজে মন্তব্য করবে না।
তৃতীয় দিন থেকে যদি আবার এগুলো করে তাহলে আইনের আশ্রয় নেবেন না হয় কলেজের অধ্যক্ষকে বিচার দেবেন। প্রয়োজন হলে শিক্ষার্থীদের মধ্যে জনমত গড়ে তুলবেন। ক্লাশ বর্জন করবেন। প্রয়োজন হলে ধর্মঘট ও মিছিল সমাবেশ করবেন। ভুক্তভোগী আপনারা। আপনারা মেয়ে বলে নরম হয়ে থাকলে চলবে না। শক্ত হতে হবে। এই দেশে ইভটিজারদের সংখ্যা হাতে গোনা নগণ্য। আপনাদের সংখ্যা বেশি। আপনারা সোচ্চার হলে তাদের খুঁজেও পাওয়া যাবে না। আমার বক্তব্যে তাদের উত্তর পেলাম। আপনি ঠিক বলেছেন, আগামীকাল থেকে আর চুপ থাকবো না। ওদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো।
এভাবে যদি আমাদের দেশের প্রত্যেক নারী ইভটিজারদের বিরুদ্ধে সোচ্চার হন তাহলে ইভটিজিং এর হার অনেকটা কমে যেতে পারে। আমাদের সামাজিক চরম অবক্ষয়ের নিদর্শন এই ইভটিজিংয়ের অন্যতম প্রধান কারণ হচ্ছে নৈতিকতাবোধ ও সামাজিক শৃঙ্খলাবোধের অভাব। আরেকটি বড় অভাব হচ্ছে সঠিক আইনের। প্রচলিত আইনে বখাটেদের যে শাস্তির বিধান আছে তা হলো- ঢাকা মহানগর পুলিশ আইনের ৭৬ ধারা ও দণ্ডবিধির ৫০৯ ধারা অনুযায়ী এ অপরাধের জন্য এক বছরের কারাদণ্ডসহ ২০০০ টাকা জরিমানার বিধান আছে এবং নারী ও শিশু নির্যাতন আইনের ১০ নং ধারায় যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির জন্য দশ বছরের কারাদণ্ডের বিধান আছে।
কিন্তু দুঃখের বিষয় আইন প্রয়োগে আইনশৃঙ্খলাবাহিনীর প্রচণ্ড শিথিলতা রয়েছে। ইভটিজারদের শাস্তি দিলে এবং কড়া নজরদারিতে রাখলে এ ধরনের পুচকি বালকরা ঠাণ্ডা হতে পারে।
এতে তারা আরো বেশি সুযোগ পাচ্ছে। আইনের সঠিক প্রয়োগসহ আরো কঠোর শাস্তির বিধান করে তা বাস্তবায়ন করতে হবে। ইভটিজিং স্পষ্টভাবে মানবাধিকার লংঘন। তাই এ অপরাধের জন্য মানবাধিকার লংঘনের শাস্তির ব্যবস্থাসহ সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে সরকারকে।

লেখক: আকাশ ইকবাল

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০১

চাঁদগাজী বলেছেন:


মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ থাকা প্রাকৃতিক; মেয়েদের তো ওরা জোর করছে না ভালোবাসতে; আপনার সমস্যা আছে।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: এই রকম ঘটনা সমস্ত বাংলাদেশের সব জাগায় ঘটছে।
বাপ মাদের খোজ খবর রাখা উচিত তাদের আদরের সন্তান কোথায় কি করছে!

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

কামরুননাহার কলি বলেছেন: চাঁদগাজী সাহেব আপনাকে সমসময় সম্মানের চোখেই দেখি। কিন্তু না আপনি তো সেই ৭১ রে রাজাকার হয়ে গেলেন। ছি ছি ছি।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
বিষয় না বুঝে মন্তব্য করা কারো কারো বদ অভ্যাস।
কি দারুন বিষয় নিয়ে লিখেছেন! ধন্যবাদ আপনাকে। সবাই কে সোচ্চার না হলে কখনোই আমাদের মা বোনদের প্রতি এই জঘন্য আচরন বন্ধ করা সম্ভব না। পশু প্রবৃত্তি না থাকলে এই ধরনের আচরন করা সম্ভব না...........
আপনার মানবিক গুনাবলি আপনার চরিত্র কে প্রকাশ করেছে। চমৎকার।
চট্টগ্রামের ব্লগ ডে তে আপনাকে দেখলাম না কেন?
শুভ কামনা রইল!

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

আকাশ ইকবাল বলেছেন: লেখক বলেছেন: @নীল আকাশ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানােই। দ্বিতীয়ত, আমাকে ব্লগ ডেতে ডাকা হয়নি। কারণ, আমি ব্লগে নতুন। ভবিষ্যতে এই আয়োজন করা হলে অবশ্যই জানাবেন।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

বাংলার মেলা বলেছেন: চাদ্গাজী সাহেব ট্রেনে মেয়েদের ধাক্কা খেতে খেতে স্বভাব খারাপ হয়ে গেছে। ইভটিজিংয়ের মত একটা জঘন্য অপরাধকেও তাই তার কাছে অন্যায় বলে মনে হচ্ছেনা। বুড়ো বয়েসের ভীমরতি আর কি! ওনার স্ত্রী কি করে? এই সব ব্লগ তার চোখে পড়েনা?

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: @চাঁদগাজী সত্যিটা হলো, বাংলাদেশে প্রেমঘটিত জোর জবরদস্তিতে- অনেক মেয়েকে এসিড মারা হয়েছে, অনেককে ধর্ষন করা হয়েছে, অনেককে খুন করা হয়েছে!

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




এখনো এসব ঘটছে বিষয়টা মেনে নেয়ার মত না ।

আমাদের শিক্ষা ব্যবস্থা ও পারিবারিক নৈতিকতার শিক্ষাটা আজও ঠিক হলো না ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

ভাবুক শিশু বলেছেন: মেয়েরা ভদ্র হলে তবে! মেয়েরা যেভাবে এখন রাস্তায় বেরহয়, ভদ্র মানুষেরা রাস্তায় বের হতেই লজ্জা পায় বলে মন করি । আর অভদ্র মানুষেরা সুযোগ বুঝে মাইয়া দেখে চোখ দু'টোকে শিতল করে নেয়। আর এক্সট্রিম অভদ্ররা ইভটিজিং করে ।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

আফসানা মারিয়া বলেছেন: @ভাবুক শিশু কবে আপনাদের হুশ হবে? আপনার কি মনে হয়না প্রতিবাদ, প্রতিরোধ গড়ে উঠা উচিত?

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

ফেনা বলেছেন: দোকানের দামী ও সুন্দর জিনিসটাই সবাইল নেরেচেড়ে দেখে। মেয়েরা যখন ঘর থেকে বের হবে তখন এত সাজা আর ছোট কাপড়া না পড়াই উচিত। তা না হলে সবাই একটু নেড়ে দেখ তে চাইবে।
আমার মনে হয় ইভটিজিং বলে কিছু নাই।
আপোষে রুমে গেলে ডেটিং, টাকার বিনিময়ে গেলে ফিটিং আর তার বিপড়িতে একটু এ দিক সেদিক হলে একেবারে "ধর্ষণ"!!!!
তিনটা বিষয় কিন্তু একই। পথ শুধু তিনটা। খারাপ কি শুধু "ধর্ষণ"!!! খারাপ হলে তিনটাই খারাপ আর ভাল হলে তিনটাই ভাল।
প্রয়োজন শুধু আমার সঠিক দৃষ্টিভংগির।

ভাল থাকবেন সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.