![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
সিলেটের একটা মৃত নদী। শীতের শেষে পানি সেচে গ্রামবাসী মাছ ধরছে। সিলেট
আব্দুল মতিন চেয়ারম্যানের আনারস বাগান, গোলাপগঞ্জ
বাগানের মধ্যখানে টিলার উপরে। এখানে নিজে বেছে বাগান থেকে কেটে এনে টাটকা আনারস খাওয়া যায়।
পিউম বা হুরহুরে ফুল লাল, বেগুনী ও সাদা কালার হয়। একসময় সিলেটের আনাচে কানাচে রোডের পাশে দেখা যেত। এখন দুর্লভ হয়ে গেছে।
বাইক্কা বিল শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট
মনিপুরি রাজবাড়ি, জাফলং, সিলেট
শহীদ মিনার, দিরাই, সিলেট
জেলা পরিষদ ও শিল্পকলা একাডেমি, দিরাই, সিলেট
রাজহাঁসের পুরো বংশ, দিরাইযে সুরমা নদীর তীরে
দিরাইয়ে বয়ে চলা শান্ত সুরমা নদীর দিকে চেয়ে দুচোখ শীতল করার চেষ্টা।
২৯ শে জুন, ২০২৫ রাত ১২:৪৪
অপলক বলেছেন: আপনিই ঠিক। গুগল করে দেখলাম এই মাত্র। অথচ লোকাল এক লোককে জিঞ্জেস করলে আমাকে বলেছিল, এটা ডেইজি। এতদিন আমি ভুল জানতাম।
অনেক অনেক ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্যে।
২| ২৯ শে জুন, ২০২৫ রাত ১:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
সিলেট নিয়ে আমি বিশেষ একটি লেখা লিখবো। বিশেষ এই কারণে বলছি, খুব সম্ভব এই বিষয়ে ব্লগে তেমন কেউ কিছু জানেন না। আপনার সিলেট ভ্রমণ ও ছবি ব্লগ বেশ ভালো হয়েছে।
২৯ শে জুন, ২০২৫ সকাল ৭:০২
অপলক বলেছেন: আপনার বিশেষ সেই লেখাটি পড়ার অপেক্ষায় থাকলাম।
৩| ২৯ শে জুন, ২০২৫ রাত ১:৪৬
সুলাইমান হোসেন বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।পাহাড় পর্বত,চা-বাগানের ছবি তুলেননি?
২৯ শে জুন, ২০২৫ সকাল ৭:০৪
অপলক বলেছেন: আছে, তবে খুঁজতে হবে। দিব ইনশাল্লাহ...
৪| ২৯ শে জুন, ২০২৫ সকাল ৯:০৭
ওমর খাইয়াম বলেছেন:
সিলেটের মানুষ কি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন? নাকি পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিলো?
২৯ শে জুন, ২০২৫ সকাল ৯:১৭
অপলক বলেছেন: M. A. G. Osmani নাম শুনেছেন? না শুনলে এখানে চোখ বুলিয়ে আসুন। ওনার অধীনে শত সহস্র বাঙ্গালী যুদ্ধে অংশ নিয়েছিলেন।
পশ্চিম পাকিস্থানের সাথে থাকতে চেয়েছিল কিনা সেই শুমারি তো আমার হাতে নেই। আপনার আছে? আসলে কি জানেন, পাকিস্থানের সাথেই যদি সিলেটিরা থাকতে চাইবে তবে, যুদ্ধের জন্যে অস্ত্র তুলে নিল কেন আর ইতিহাসের পাতায় এত সিলেটিদের লড়ায়ের সাফল্য গাঁথা কেন?
সময় হলে সিলেটের ওসমানী যাদুঘর দেখে আসবেন। আপনার খোচানি প্রশ্লের উত্তর মিলবে। শুভাশীষ রইল।
৫| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:১৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।
২৯ শে জুন, ২০২৫ দুপুর ১:৩১
অপলক বলেছেন: ধন্যবাদ। খালি চোখে সিলেটের প্রকৃতি আরও সুন্দর। ভালবাসা থাকলে সে সুন্দর আর গভীরতর সুন্দর মনে হবে।
৬| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের এলাকা। খুব সুন্দর
তবে যেটাকে ডেইজি বলেছেন এটা ডেইজি ফুল না। এই ফুলের নাম পিউম
২৯ শে জুন, ২০২৫ দুপুর ১:৩৯
অপলক বলেছেন: মরুভূমির জলদস্যু আমাকে জানিয়েছেন, এটা হুরহুরে ফুল । সেটা নিয়ে উইকিপিডিয়াতে আর্টিকেল আছে। মজার ব্যাপার হল পিউম হল একই ফুল। সকল জাতীয় পত্রীকা বিভিন্ন সময় কলাম লিখেছে। অথচ পিউম শব্দটা উইকিপিডিয়াতে আপডেট দেয়া হয়নি।
ধন্যবাদ ফাতেমা। নতুন কিছু জানলাম আবারও।
৭| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: #মরু ভাই
এটাকে পিউমও বলে
৮| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৭
মাহদী হাসান শিহাব বলেছেন: অনেক সুন্দর। ছবি পোস্ট আরো চাই।
২৯ শে জুন, ২০২৫ দুপুর ১:৪৯
অপলক বলেছেন: ভাই সত্যি বলতে মনে হচ্ছে, কদিন পর মানুষ আমাকে মাইর দেবে...এত ঘন ঘন ছবি ব্লগ দেয়াতে।
৯| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- @কাজী ফাতেমা ছবি আপু, পিউমও নামটি আপনি কোথায় পেয়েছেন জানি না। তবে এর বৈজ্ঞানিক নামের প্রথম অংশ হচ্ছে Cleome. আপনি সম্ভবতো কোথাও ভুল করেছেন। আর আপনি যদি ভুল না করে থাকেন তাহলে এই আমার জানার বাইরে। আমি যা জানি তাহচ্ছে -
ফুলটির নাম হুরহুরে
অন্যান্য ও আঞ্চলিক নাম : হুড়হুড়ে, হুড়হুড়িয়া, মাকড়শা হুড়হুড়ি, রাজমুকুট ।
Common Name : Spider Flower, Spider Plant, Spider Legs, Cleome, Pink Queen.
Scientific Name : Cleome houtteana
২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫৭
অপলক বলেছেন: হয়ত কাজী ফাতেমা মন্তব্য দিবেন। তারআগে আমি আমার অনুসন্ধান জানিয়ে দেই।
ফুলের নাম পিউম: প্রথম আলো
১০| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: গ্রাম আমার পছন্দ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২৫ রাত ১২:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি যেটিকে ডেইজি বললেন সেটি আসলে হুরহুরে ফুল।